How to get scholarship
প্রিয়া পাঠক, ছাত্র স্কলারশিপ কী ভাবে পাবেন(How to get scholarship) তার বিস্তারিত তথ্য এখানে দেওয়া হলো ।আশা করি তোমাদের কাজে লাগবে।
A)ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ কি?
NMMS – পুরো নাম হল ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ।
B)কারা দেয় ?
কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনে স্কুল শিক্ষা ও স্বাক্ষরতা বিভাগ দ্বারা পরিচালিত একটি এটি একটি মেধাবৃত্তি।
C)উদ্দেশ্য কী ?
মেধাবী দরিদ্র ছাত্র–ছাত্রীদের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা প্রদান করাই এর উদ্দেশ্য।
D)কত তারিখের মধ্যে আবেদন?
আবেদন করতে হবে জুলাইয়ের-অগাস্ট মাসের মধ্যে।
E)প্রয়োজনীয় যোগ্যতা
i)ন্যাশনাল মেরিট স্কলারশিপ-এর সুবিধা পাওয়ার জন্য পড়ুয়াদের একটি মেধাবৃত্তি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে হবে।
ii)যারা এই সুবিধা পেতে চান সেই পড়ুয়াকে এবং পড়ুয়ার পরিবারকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
iii) তাঁকে অবশ্যই সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।
iv)তার পারিবারিক বার্ষিক আয় হতে হবে সাড়ে ৩ লাখ টাকার নিচে।
v) মেধাবৃত্তি পরীক্ষায় বসার জন্য ছাত্র–ছাত্রীদের সপ্তম এবং অষ্টম শ্রেণির পরীক্ষায় ৫৫ শতাংশ নম্বর নিয়ে সফলভাবে উত্তীর্ণ হতে হবে। একাদশ শ্রেণীতে এই বৃত্তির সুবিধা লাভের জন্য পড়ুয়াদের মাধ্যমিক পরীক্ষায় ৬০% নম্বর এবং দ্বাদশ শ্রেণিতে এই স্কলারশিপ পাওয়ার জন্য একাদশ শ্রেণির পরীক্ষায় ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
Read More : How to prepare for WB ANM/GNM entrance exam.
F) বৃত্তির পরিমাণ
পরীক্ষায় সফল পড়ুয়ারা বার্ষিক ১২,০০০ টাকার বৃত্তি পাবে। এই টাকা পড়ুয়ারা পাবে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এই টাকা সরাসরি পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে।
G)আবেদন পদ্ধতি
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য www.banglarshiksha.gov.in -এ পাওয়া যাবে।
2023এর জন্য বিস্তারিত তথ্য পাবেন এখানে।
পূর্ববর্তী বছরের এর প্রশ্ন পাবেন এখানে।
H)নির্বাচন প্রক্রিয়া
স্কলারশিপ পাওয়ার জন্য দুটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৯০ মিনিটের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে।
প্রথমটি হল মানসিক ক্ষমতা পরীক্ষা (MAT), এবং দ্বিতীয়টি হলো স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট (SAT)।
See more : ইতিহাস-200+ মুঘল সম্রাট “আকবর ” সম্পর্কিত অবজেক্টিভ প্রশ্ন এবং তাহার উত্তর
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
a)কারা দেয় ?
সামাজিক ন্যায় এবং ক্ষমতাপ্রদান বিভাগ , ভারত সরকার
b)উদ্দেশ্য কী ?
মেধাবী দরিদ্র তফসিলি জাতির ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা প্রদান করাই এর উদ্দেশ্য।
c)কত তারিখের মধ্যে আবেদন?
আবেদন করতে হবে জুলাইয়ের-অগাস্ট মাসের মধ্যে।
d)প্রয়োজনীয় যোগ্যতা
i)কলেজ বা ইউনিভার্সিটি তে পাঠরত হাতে হবে।
ii)পিতামাতার আয় বার্ষিক ২.৫০ লক্ষ টাকার কম হতে হবে।
e)বৃত্তির পরিমাণ
বার্ষিক ২৫০০-১৩৫০০ টাকার বৃত্তি পাবে।
আবেদন পদ্ধতি
বিস্তারিত তথ্য www.socialjustice.gov.in/scheme/25 -এ পাওয়া যাবে।
a)কারা দেয় ?
পশ্চিমবঙ্গের সংখ্যালঘু বিভাগ , পশ্চিমবঙ্গ সরকার
b)উদ্দেশ্য কী ?
পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য পড়াশোনার জন্য আর্থিক সহায়তা প্রদান করাই এর উদ্দেশ্য।
c)কত তারিখের মধ্যে আবেদন?
আবেদন করতে হবে সেপ্টেম্বর-অক্টোবর মাসের মধ্যে।
d)প্রয়োজনীয় যোগ্যতা
i)পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা কেবল আবেদন করতে পারবে।
ii)সর্বনিম্ন ৫০% নম্বর পেতে হবে।
iii)Pr-matrick,post-matrick, ও টিএসপি (TSP) এর জন্য আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার মধ্যে হতে হবে এবং মেরিট কাম মিন্স ও SVMCM এর আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
e)বৃত্তি প্রকার
i)প্রি-ম্যাট্রিক- (5ম-10ম)
ii) পোস্ট-ম্যাট্রিক- (11 তম – পিএইচডি)
iii) Merit cum mins (Technical & Professional) iv) SVMCM & TSP
আবেদন পদ্ধতি
বিস্তারিত তথ্য www.wbmdfc.org অথবা www.wbmdfcscholarship.in এ পাওয়া যাবে।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>