Latest 16th-21st August current affairs in Bengali
প্রিয় পাঠকগণ, আমরা ১৬ ই – ২১ ই অগাস্ট, ২০২৩ তারিখে অবজেক্টিভ টাইপ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন(Latest 16th-21st August current affairs) পোস্ট করছি।
কারেন্ট অ্যাফেয়ার্স- অবজেক্টিভ টাইপ প্রশ্ন- ১৬ ই – ২১ ই অগাস্ট, ২০২৩
1)লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) এর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে ?
R. দোরাইস্বামী
2)পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে কে শপথ নিয়েছেন?
আনোয়ারুল হক কাকা
3)পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশনের (PFC) CMD নিযুক্ত হলেন কে?
পারমিন্দর চোপড়।
4)হরিয়ানার নতুন ডিজিপি হিসেবে কে নিযুক্ত হলেন?
শত্রুজিৎ সিং কাপুর
5)আনক্লেমড ডিপোজিট পুনরুদ্ধার করার জন্য RBI কোন পোর্টাল প্রবর্তন করেছে?
UDGAM
6)কোন ভারতীয় ব্যাংক কাতার এয়ারওয়েজ এবং ব্রিটিশ এয়ারওয়েজের সাথে অংশীদারিত্বে একটি মাল্টি-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করেছে?
ইন্ডাসইন্ড ব্যাংক
7)ভারতীয় জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন?
আর দোরাইস্বামী
8)ভারতের প্রথম 3D-প্রিন্টেড পোস্ট অফিস কোথায় উদ্বোধন করা হয়েছে?
বেঙ্গালুরুতে
9)জি 20 ফিল্ম ফেস্টিভ্যাল কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে?
নয়াদিল্লি
10)ভারতের জি 20 প্রেসিডেন্সির অধীনে যুব 20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
বারাণসী
11)রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন শহরে যুদ্ধজাহাজ ‘আইএনএস বিন্ধ্যগিরি‘ উদ্বোধন করেছিলেন?
কলকাতা
12)ভারতীয় বিমান বাহিনী (IAF) বিশ্বের বেশ কয়েকটি শীর্ষ বিমান শক্তির সাথে যে মাল্টি ন্যাশনাল এক্সারসাইজ করতে চলেছে তার নাম কী?
তরঙ্গ শক্তি
13)MR সত্যনারায়ণ রাও 75 বছর বয়সে প্রয়াত হয়েছেন। উনি কে ছিলেন?
বিজ্ঞানী
14)‘Meri Maati Mera Desh Compaign’ চালু করেছে কে?
ভারত সরকার
15)প্রতি বছর কবে ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন ডে পালিত হয়?
21 আগস্ট
16)ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে কবে পালন করা হয়?
19 আগস্ট
17)আন্তর্জাতিক স্মরণ ও শ্রদ্ধা নিবেদন দিবসটি প্রতি বছর কবে পালন করা হয়?
21 আগস্ট
18)ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে 2023 এর থিম কি?
No Matter What
19)প্রতি বছর কবে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে পালন করা হয়?
19 আগস্ট
Read More: –July 2023 Objective current Affairs -Know easily
20)সম্প্রতি কোন মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘গ্রাফিন–অরোরা প্রোগ্রাম‘ চালু করা হয়েছে?
ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রক
21)সিঙ্গাপুরের 77তম স্বাধীনতা দিবস উদযাপনে নৌবাহিনীর কোন জাহাজ ভারতের প্রতিনিধিত্ব করেছে?
INS কুলিশ
22)কোন সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হয়েছে G20 ফিল্ম ফেস্টিভ্যাল?
“পথের পাঁচালী”
23)ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের থিম কী?
‘Nation First, Always First’
24)ভারতে প্রথমবার, সরকারি হাসপাতালে বিনামূল্যে IVF চিকিৎসা দিতে চলেছে কোন রাজ্য?
গোয়া
25)মহারাষ্ট্র সরকার আদিবাসী গ্রামগুলিকে প্রধান রাস্তাগুলির সাথে সংযুক্ত করতে কি নামে স্কিম চালু করেছে ?
ভগবান বিরসা মুন্ডা জোদরস্তে
26)নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে?
প্রধানমন্ত্রী জাদুঘর ও গ্রন্থাগার।
27)সম্প্রতি, ভারতের কোন ইনস্টিটিউটের বিজ্ঞানীরা একটি নতুন নক্ষত্র আবিষ্কার করেছেন?
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স
28)কেন্দ্রীয় মন্ত্রী পরশোত্তম রূপালা কোন রাজ্যে ‘এ–হেল্প‘ প্রোগ্রাম শুরু করেছিলেন?
গুজরাট
29)প্যারিস সেন্ট জার্মেই (PSG) থেকে নেইমার জুনিয়র কোন ক্লাবে চুক্তিবদ্ধ হয়েছেন?
আরবের আল–হিলালের
30)ডোপ টেস্টে ব্যর্থ হওয়ায় চার বছরের জন্য কোন খেলোয়াড়কেই কে ব্যান করা হয়েছে?
দ্যুতি চাঁদ
31)আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন ওয়াহাব রিয়াজ। উনি কোন দেশের খেলোয়াড়?
পাকিস্তান
32)BPCL কাহাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করেছে?
রাহুল দ্রাবিড়কে
33)জর্ডনে অনুর্ধ্ব–20 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন কে?
প্রিয়া মালিক
34)এশিয়ান জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন কে?
ভারতের আনাহাত সিং
35)পুরুষদের 61 কেজি ফ্রিস্টাইল বিভাগে অনূর্ধ্ব–20 বিশ্ব চ্যাম্পিয়নশিপে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন কে?
মোহিত কুমার
36)কোন ক্রিকেটার ICC Players of the month (Men) পুরস্কারে ভূষিত হয়েছেন?
পেসার ক্রিস ওকস
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>