Important MCQ on Human Blood in Bengali
প্রিয় পাঠক, আজকে আসন্ন পরীক্ষার জন্য রক্ত সম্পর্কিত মাল্টিপল চয়েস প্রশ্ন (Important MCQ on Human Blood)আলোচনা করলাম ।
জীববিদ্যা- মাল্টিপল চয়েস প্রশ্ন- রক্ত
1)রক্ত কি ধরনের কলা?
i)যোগকলা
ii)পেশীকলা
iii)নার্ভ কলা
iv)আবরণী কলা
2)রক্ত সংবহন কে আবিষ্কার করেন
i) রবার্ট হুক
ii) রবার্ট কোচ
iii) উইলিয়াম হার্ভে
iv) কার্ল ল্যান্ডস্টেইনের
3) একজন প্রাপ্ত বয়স্কের দেহে কত পরিমান রক্ত থাকে ?
i) 3-4 লিটার
ii) 5-6 লিটার
iii)1–2 লিটার
iv) 7-8 লিটার
4) মানুষের রক্তের pH মান কত?
i)7.35-7.45
ii)6
iii)4.5
iv)3.25
5)রক্তের সান্দ্রতা কত?
i)4.5 – 5.5
ii)5-6
iii)3-4
iv)7-8
6) রক্তের তরল অংশ কোনটি?
i)লিম্ফ
ii)মুখের লালা
iii)শ্লেষ্মা
iv)প্লাজমা
7) প্লাজমা প্রোটিন ফাইব্রিনোজেনের সক্রিয় ভূমিকা আছে?
i)রক্ত জমাট বাঁধা
ii)সুরক্ষা
iii)তৈলাক্তকরণ
iv)পুষ্টি
8) প্লাজমা প্রোটিন গ্লোবুলিন কি কাজ করে?
i)অ্যান্টিবডি
ii)পরিবহন
iii)তৈলাক্তকরণ
iv)পুষ্টি
9) প্লাজমা প্রোটিন অ্যালবুমিন কি কাজ করে?
i)রক্তের pH বজায় রাখা
ii)পরিবহন
iii)তৈলাক্তকরণ
iv)পুষ্টি
10)রক্ত কণিকা গঠনের প্রক্রিয়াকে কি বলা হয়?
i)হিমোলিসিস
ii)পুরপেয়ারা
iii)হিমোপোসিস
iv) কোনটি নয়।
11) লোহিত রক্ত কণিকার আকৃতি কেমন?
i)দি অবতল (Biconcave) ডিস্কের আকৃতির
ii)উত্তল আকৃতির
iii)নলাকার আকৃতির
iv)সিলিন্ড্রিক্যাল আকৃতির
12) নিউক্লেয়াস বিহীন রক্ত কণিকার নাম কি?
i) লোহিত রক্ত কণিকা
ii) অনুচক্রিকা
iii) শ্বেত রক্ত কণিকা
iv) কোনটি নয়।
13)লোহিত রক্ত কণিকা তে কি শ্বাসরঙ্গক থাকে?
I)হিমোগ্লোবিন
ii)হিমোসায়ানিন
iii)এরিথ্রোসায়ানিন
iv)ক্লোরোফিল
14) RBC তে কি লাল রঙ্গক উপস্থিত থাকে?
i)হিমোসায়ানিন
ii)এরিথ্রোসায়ানিন
iii)ক্লোরোফিল
iv)হিমোগ্লোবিন
15)হিমোগ্লোবিন কোথায় দেখা যায়?
i)মানুষের রক্তে
ii)উদ্ভিদের পাতায়
iii)পিটুইটারি গ্রন্থি
iv)অস্থি মজ্জা
16)মেরুদন্ডী প্রাণীর রক্তের রং লাল হয় কেন?
i)হিমোগ্লোবিন থাকার জন্য
ii)হিমোসায়ানিন থাকার জন্য
iii)প্লাসমাপ্ৰোটিন থাকার জন্য
iv)কোনোটিই নয়
17) হিমোগ্লোবিনের লোহা যুক্ত রঙ্গক কি আছে?
i)হিম
ii)পিত্ত
iii)গ্লোবুলিন
iv)অ্যালবুমিন
18) হিমোগ্লোবিনের প্রোটিন যুক্ত রঙ্গক কি আছে?
i)গ্লোবুলিন
ii)হিম
iii)পিত্ত
iv)অ্যালবুমিন
Read More: –Indian national congress questions: How to Remember easily
19)হিমোগ্লোবিন এর কাজ কি?
i)অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বহন করা
ii)অক্সিজেন বহন করা
iii)কার্বন দেয় অক্সাইড বহন করা
iv)বর্জ্য পদার্থ বহন করা
20)হিমোগ্লোবিন পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রের নাম বল।
i)স্ফিগমোম্যানোমিটার
ii)হিমোসাইটোমিটার
iii)হিমোগ্লোবিনোমিটার
iv)ব্যারোমিটার
21)রক্তকণিকা কত প্রকারের?
i)3
ii)4
iii)5
iv)2
22) আরবিসি উৎপাদিত হয় কোথায়?
i)অস্থি মজ্জা
ii)স্প্লাইন
iii)যকৃত
iv)হৃৎপিণ্ড
23) RBC এর আয়ুষ্কাল কত?
i)100 দিন
ii)10 দিন
iii)15 দিন
iv)120 দিন
24) RBC সংখ্যা কমে যাওয়াকে কি বলা হয়?
i)রক্তশূন্যতা (Anemia)
ii)ইরিথ্রেমিয়া
iii)পলিসিথেমিয়া
iv)লিউকেমিয়া
25) RBC সংখ্যা বৃদ্ধিকে কি বলা হয়?
i)পলিসিথেমিয়া
ii)রক্তশূন্যতা
iii)ইরিথ্রেমিয়া
iv)লিউকেমিয়া
26)আমাদের শরীরের কোন অংশে লোহিত রক্তকণিকা গঠিত হয়?
(i) অস্থি মজ্জা
(ii) হৃৎপিণ্ড
(iii) কিডনি
(iv) যকৃত
27)লোহিত কণিকার সংখ্যা কোন যন্ত্রের দ্বারা গণনা করা হয়?
i)স্ফিগমোম্যানোমিটার
ii)হিমোসাইটোমিটার
iii)হিমোগ্লোবিনোমিটার
iv)ব্যারোমিটার
28)আরএইচ ফ্যাক্টর কোন কোষের পৃষ্ঠে অবস্থিত একটি অ্যান্টিজেন?
i)লোহিত রক্ত কণিকা
ii) শ্বেত রক্ত কণিকা
iii) অনুচক্রিকা
iv) কোনটি নয়।
29)কোন খনিজগুলি স্বাস্থ্যকর লোহিত রক্তকণিকার জন্য প্রয়োজনীয় এবং এর ঘাটতি রক্তাল্পতার কারণ হতে পারে?
i)আয়রন
ii)ম্যাগনেসিয়াম
iii)ক্যালসিয়াম
iv) কোনটি নয়।
30)রোগ প্রতিরোধী রক্তকণিকা কি?
i) শ্বেত রক্ত কণিকা
ii) লোহিত রক্ত কণিকা
iii) অনুচক্রিকা
iv) কোনটি নয়।
31-A)কোন WBC শরীরের সৈনিক হিসাবে পরিচিত?
i)নিউট্রোফিল
ii)ইয়োসিনোফিল
iii)বেসোফিল
iv) কোনটি নয়।
31-B)বৃহত্তম WBC কোনটি?
i)মনোসাইট
ii) লিম্ফোসাইট
iii)বেসোফিল
iv) কোনটি নয়।
32)সবচেয়ে ছোট WBC কোনটি?
i)মনোসাইট
ii) লিম্ফোসাইট
iii)বেসোফিল
iv) কোনটি নয়।
33)অ্যান্টিবডি উত্পাদন করে WBC কোনটি?
i)মনোসাইট
ii) লিম্ফোসাইট
iii)বেসোফিল
iv) কোনটি নয়।
34)WBC এর জীবনকাল কত?
i)7-11 দিন
ii)120 দিন
iii)3-4 দিন
iv)10-12 দিন
35)কোন লিউকোসাইট রক্তে হেপারিন ও হিস্টামিন নিঃসরণ করে?
i) নিউট্রোফিল
ii)ইয়োসিনোফিল
iii)বেসোফিল
iv) কোনটি নয়।
36)রক্তে সাদা কণার (WBC)আধিক্যকে কি বলা হয়?
(i) অ্যানোক্সিয়া
(ii) লিউকেমিয়া
(iii) সেপ্টিসেমিয়া
(iv) রক্তাল্পতা
Also Read: –About Himalayan mountains-How to know easily
37)মানবদেহে WBC এর ব্যাস কত?
(a) 0.07 মিমি
(b) 0.7 মিমি
(c) 0.007 মিমি
(d) 0.0007 মিমি
38)প্রদত্ত কোনটি সংক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা হিসাবে কাজ করে?
(a) WBC
(b) RBC
(c) রক্তের প্লাজমা
(d) হিমোগ্লোবিন
39)যে রক্তকণিকা জীবাণু ও অন্যান্য বিদেশী পদার্থ থেকে শরীরকে রক্ষা করে তাকে কি বলা হয়?
i)লিউকোসাইট
ii) থ্রম্বোসাইটস
iii) এরিথ্রোসাইট
iv) কোনটি নয়।
40)রক্ত জমাট বাঁধতে কোন রক্ত কণিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
i)লিউকোসাইট
ii) থ্রম্বোসাইটস
iii) এরিথ্রোসাইট
iv) কোনটি নয়।
Important MCQ on Human Blood in Bengali
41)রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় কোনটি?
i)হেপারিন
ii)ম্যাগনেসিয়াম
iii)ক্যালসিয়াম
iv) কোনটি নয়।
42)ধমনীতে রক্ত জমাট বাঁধাকে কি বলা হয়?
i) থ্রম্বোসিস
ii)ক্লট
iii)এমবোলাস
iv) কোনটি নয়।
43)কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে?
i)ভিটামিন K
ii) ভিটামিন A
iii) ভিটামিন B
iv) ভিটামিন C
44)রক্তের গ্রুপ কে আবিস্কার করেন?
i) কার্ল ল্যান্ডস্টেইনের
ii )রবার্ট কোচ
iii) উইলিয়াম হার্ভে
iv) রবার্ট ব্রাউন
45)কে Rh ফ্যাক্টর প্রদর্শন করেছেন?
i) কার্ল ল্যান্ডস্টেইনের
ii )রবার্ট কোচ
iii)উইলিয়াম হার্ভে
iv) রবার্ট ব্রাউন
46)প্রদত্ত রক্তের গ্রুপগুলির মধ্যে কোনটি সর্বজনীন দাতা?
i)O
ii)AB
iii)A
iv)B
47)কোন ক্লটিং ফ্যাক্টরের অনুপস্থিতিতে হিমোফিলিয়া–এ হয়?
i) ফ্যাক্টর V
ii) ফ্যাক্টর VI
iii)ফ্যাক্টর VIII
iv) ফ্যাক্টর IX
48)প্রদত্ত রক্তের গ্রুপগুলির মধ্যে কোনটি সর্বজনীন গ্রহীতা?
i)AB
ii) O
iii) B
iv)A
49)প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি থেকে Rh ফ্যাক্টরের নাম এসেছে?
(i) বনমানুষ
(ii) মানুষ
(iii) ইঁদুর
(iv) বানর
50)নিচের কোনটি বংশগত রক্তক্ষরণ রোগ?
i)হিমোফিলিয়া
ii)পুরপুরা
iii)থ্রম্বোসাইটোপেনিয়া
iv)কোগুলোপ্যাথি
Read More : what is the answer of Gas related MCQ-Know easily
51)কোন রোগকে ব্লিডার ডিজিজ বলা হয়?
i)হিমোফিলিয়া
ii)পুরপুরা
iii)থ্রম্বোসাইটোপেনিয়া
iv)কোগুলোপ্যাথি
52)কোন রোগকে ক্রিসমাস ডিজিজ বলা হয়?
i) হিমোফিলিয়া A
ii)হিমোফিলিয়া B
iii)থ্রম্বোসাইটোপেনিয়া
iv) কোনটি নয়।
53)কোনটি কাস্তে আরবিসি আকৃতির অ্যানিমিয়া কোনটি?
i)হেমোলাইটিক অ্যানিমিয়া
ii)সিকেল সেল অ্যানিমিয়া
iii) এপ্লাস্টিক এনিমিয়া
iv) কোনটি নয়।
54) অণুচক্রিকার কাজ কি?
i)রোগজীবাণু ধংস করা
ii)রক্ত তঞ্চনে সাহায্য করা
iii)অক্সিজেন বহন করা
iv) কোনটি নয়।
55)অণুচক্রিকার আয়ু কত দিন?
i) 7-10 দিন
ii) 15 দিন
iii)3-4 দিন
iv) কোনটি নয়।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
Important MCQ on Human Blood in Bengali-Answers
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
i | iii | ii | i | i | iv | i | i | i | iii |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
i | i | i | iv | i | i | i | i | i | iii |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
i | i | iv | i | i | i | ii | i | i | ii |
31-A&B | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38 | 39 | 40 |
i | ii | ii | i | iii | ii | i | i | i | ii |
41 | 42 | 43 | 44 | 45 | 46 | 47 | 48 | 49 | 50 |
i | i | i | i | i | i | iii | i | iv | i |
51 | 52 | 53 | 54 | 55 | |||||
i | ii | ii | ii | i |