প্রিয় পাঠক, আজকে তোমাদের সামনে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রশ্ন (Indian national congress )সহজে বাংলায় কীভাবে মনে রাখবেন সেটা তুলে ধরলাম।
History- Indian national congress -Objective -Part –1
Indian national congress questions-(1885-1890)
1)ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
- A.O. Hume
2)কোন সালে এবং কবে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ?
- 1885 খ্রিস্টাব্দে 28ডিসেম্বর
3)ভারতীয় জাতীয় কংগ্রেসের প্ৰতিষ্ঠিত হওয়ার সময়ে ভাইসরয় কে ছিলেন ?
- Lord Dufferin
4)ভারতীয় জাতীয় কংগ্রেসের আগে কি নাম ছিল ?
- Indian National Union
5)কোন সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ?
- 1885 খ্রিস্টাব্দে
6)ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কতদিন ধরেই চলে?
- 28-31 ডিসেম্বর
7)ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কতগুলো প্রস্তাব গৃহীত হয় ?
- 9 টি
8)ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি আমন্ত্রিত হয়েছিল?
- 72 জন
9)ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন প্রথমে কোথায় হওয়ার কথা হয়েছিল?
10)ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল?
- মহারাষ্ট্রের বোম্বাই শহরে
11)ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কেন পুণে থেকে বোম্বাইতে স্থানান্তরিত হয়েছিল?
- কলেরা প্রাদুর্ভাবের জন্য
12)ভারতীয় জাতীয় কংগ্রেসের এর প্রথম প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হন?
- উমেশ চন্দ্র ব্যানার্জি (1885,Bombay/1892-Allahabad)
13) কে প্রথম ব্যক্তি যিনি দুইবার INC সভাপতি হয়েছেন ?
- উমেশ চন্দ্র ব্যানার্জি
14) ভারতীয় জাতীয় কংগ্রেসের এর প্রথম সাধারণ সম্পাদক হিসেবে কে নির্বাচিত হন?
- A.O. Hume
15) কাহাকে Father of INC বলা হয়?
- A.O.Hume (একজন ব্রিটিশ অবসরপ্রাপ্ত কর্মকর্তা)
16) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোন সভা ঘরে অনুষ্ঠিত হয়?
- গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ
17) উমেশ চন্দ্র ব্যানার্জি পেশায় কি ছিলেন ?
- ব্যারিস্টার
18) ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় হয়েছিল?
- কোলকাতা
19) ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কবে হয়েছিল?
- 1886 খ্রিস্টাব্দে
20) ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কতজন প্রতিনিধি আমন্ত্রিত হয়েছিল?
- 436 জন
21) ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
- দাদাভাই নৌরজি
22) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম পার্সি সভাধিপতি কে ছিলেন?
- দাদাভাই নৌরজি
23) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অহিন্দু সভাধিপতি কে ছিলেন?
- দাদাভাই নৌরজি
24) ভারতীয় জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশন কবে হয়েছিল?
- 1887 খ্রিস্টাব্দে
25) ভারতীয় জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশন কোথায় হয়েছিল?
- মাদ্রাজ
26) ভারতীয় জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
- বদরুদ্দীন তৈয়বজী
- Read more: Tricks to solve the answer L.C.M questions quickly
27) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাধিপতি কে ছিলেন?
- বদরুদ্দীন তৈয়বজী
28) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাধিপতি কোন অধিবেশনে নির্বাচিত হয়েছিলেন?
- মাদ্রাজ অধিবেশনে,1887
29) ভারতীয় জাতীয় কংগ্রেসের চতুর্থ অধিবেশন কবে হয়েছিল?
- 1888 খ্রিস্টাব্দে
30) ভারতীয় জাতীয় কংগ্রেসের চতুর্থ অধিবেশন কোথায় হয়েছিল?
- এলাহাবাদ
31) ভারতীয় জাতীয় কংগ্রেসের চতুর্থ অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
- জর্জ ইউল
32) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ /বিদেশী সভাধিপতি কে ছিলেন?
- জর্জ ইউল
33) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ /বিদেশী কোন অধিবেশনে নির্বাচিত হয়েছিলেন?
- এলাহাবাদ অধিবেশনে,1888 খ্রিস্টাব্দ
- See more : ইতিহাস-200+ মুঘল সম্রাট “আকবর ” সম্পর্কিত অবজেক্টিভ প্রশ্ন এবং তাহার উত্তর
34) ভারতীয় জাতীয় কংগ্রেসের চতুর্থ অধিবেশনে কোন জাতীয় নেতা হিসার থেকে প্রতিনিধিত্ব করেছেন?
- লালা লাজপত রায়
35) 1889 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের পঞ্চম অধিবেশন কোথায় হয়েছিল?
- বোম্বাই শহরে
36) 1889 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের পঞ্চম অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
- উইলিয়াম উইডারবার্ন
37)1890 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের ষষ্ঠ অধিবেশন কোথায় হয়েছিল ?
- কোলকাতা
38) 1890 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের ষষ্ঠ অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
- ফেরোজশাহ মেহতা
Indian national congress questions(1891-1895)
39)1891 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের সপ্তম অধিবেশন কোথায় হয়েছিল ?
- নাগপুর
40) 1891 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের সপ্তম অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
- পি আনন্দ চার্লু
41) 1892 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের অষ্টম অধিবেশন কোথায় হয়েছিল ?
- এলাহাবাদ
42) 1892 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের অষ্টম অধিবেশনে সভাপতিত্ব কে করেন ?
- উমেশ চন্দ্র ব্যানার্জি
43)1893 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের নবম অধিবেশন কোথায় হয়েছিল?
- লাহোর
44) 1892 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের নবম অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
- দাদাভাই নৌরজি
45)1894 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের দশম অধিবেশন কোথায় হয়েছিল ?
- মাদ্রাজ
46) 1894 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের (Indian national congress) দশম অধিবেশনে সভাপতিত্ব কে করেন-
- আলফ্রেড ওয়েব
47) 1895 খ্রিস্টাব্দে 11th ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় হয়েছিল ?
- পুনে
48) 1895 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত 11th ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব কে করেন ?
- সুরেন্দ্র নাথ ব্যানার্জী
49) 1895 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত 11th ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে কি দাবি করা হয়েছিল ?
- শিক্ষিত শ্রেণীর জন্য একটি প্রতিনিধি সংস্থার দাবি (representative body for educated class)
Indian national congress questions(1896-1900)
50) 1896 খ্রিস্টাব্দে 12th ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় হয়েছিল ?
- কোলকাতা
51) 1896 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত 12th ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব কে করেন ?
- রাহিমাতুল্লা এম সাহানি
52) বন্দে মাতরম গানটি ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গাওয়া হয়েছিলে এবং কবে ?
- 1896 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত 12th কোলকাতা অধিবেশনে
53)1897 খ্রিস্টাব্দে 13th ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় হয়েছিল ?
- আমরাওতি
54) 1897 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত 13th ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
- সি শঙ্করন নায়ার
55) 1898 খ্রিস্টাব্দে 14th ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় হয়েছিল?
- মাদ্রাজ
56) 1898 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত 14th ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব কে করেন ?
- আনন্দ মোহন বসু
57) 1898 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত 14th ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে লক্ষ্য কি ছিল ?
- সামাজিক সংস্কারকে প্রধান লক্ষ্য হিসাবে নির্ধারণ করা হয়েছিল
58) 1899 খ্রিস্টাব্দে 15th ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় হয়েছিল ?
- লখনউ
59) 1899 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত 15th ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব কে করেন ?
- রোমেশ চন্দ্র দত্ত
60) INC এর ব্রিটিশ কমিটি কত সালে এবং কোথায় প্রতিষ্ঠিত হয় ?
- 1899 খ্রিস্টাব্দে ,লন্ডনে
61) 1900 খ্রিস্টাব্দে 16th ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় হয়েছিল?
- লাহোর
62) 1900 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত 16th ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
- এন জি চন্দভারকর
Continued to ………………………….