Reasoning coding decoding Questions and answers
প্রিয় পাঠক, রিজনিং কোডিং -ডিকোডিং প্রশ্ন (Reasoning coding decoding) এর কিছু গুরুত্বপূর্ণ ট্রিকস এখানে দেওয়া হলো।
কোডিং -ডিকোডিং প্রশ্ন গুলো কিভাবে সহজে করবো তার ট্রিকস নিয়ে আলোচনা করছি।
Pattern observation –
কোডিং- ডিকোডিং প্রশ্ন সমাধান করার সময় কতকগুলো জিনিস খেয়াল রাখতে হবে।
i)ডাইরেকশন এ দেওয়া কোডিং টি তে কত গুলো লেটার আছে।
আর প্রশ্নের দেওয়া কোডিং টি তে কত গুলো লেটার দেওয়া আছে।
ii))ডাইরেকশন এ দেওয়া কোডিং টি তে দেওয়া সাদৃশ্য কোডিং এর প্যাটার্ন লক্ষ্য করবো।
সেটা বাড়ছে না কমছে অর্থাৎ পরবর্তী না আগের অক্ষর।
iii) ডাইরেকশন এ দেওয়া কোডিং টি তে এমন কি কোনো লেটার আছে যেটা কিনা প্রশ্নের দেওয়া কোডিং টি তে ও আছে। এবং অবস্থান অভিন্ন আছে।
iv))প্রশ্নের দেওয়া কোডিং টির উত্তর হিসাবে যেগুলো অপশন এ দেওয়া আছে সেখানে লক্ষ্য করতে হবে কতদূর পর্যন্ত্য common অক্ষর আছে অর্থাৎ কোথায় uncommon অক্ষর আছে সেটা দেখতে হবে।
এবার উদাহরণ নিয়ে আলোচনা করা যাক।
Reasoning coding decoding-টাইপ -অক্ষর সংখ্যা সমান এবং নির্দিষ্ট (Fixed)বা ধারাবাহিক (successive)সংখ্যক।বাড়ছে বা কমছে
1)If HOWRAH is coded as IQZVFN then BAGNAN is coded as
A)CECRJT B)CCREJT C)CCJRFT D)None
OBSERVATION RULE –
i) ডাইরেকশন এ দেওয়া শব্দটিতে (HOWRAH) টি তে 6 টি লেটার আছে।
আর প্রশ্নের দেওয়া শব্দটিতে (BAGNAN)টি তে 6 টি লেটার দেওয়া আছে।
ii) ডাইরেকশন এ দেওয়া শব্দটিতে (HOWRAH)টি তে দেওয়া সাদৃশ্য কোডিং (IQZVFN) এর প্যাটার্ন লক্ষ্য করলেই দেখবো যে ধারাবাহিক ভাবে বাড়ছে।
H +1=I/O+2=Q/W+3=Z/R+4=V/so on……………………
পরিবর্তন প্যাটার্ন টা একটু দেখেই নিতে হবে।
iii) ডাইরেকশন এ দেওয়া শব্দটিতে (HOWRAH) টি তে এমন কি কোনো লেটার (এখানে A) আছে যেটা কিনা প্রশ্নের দেওয়া শব্দটিতে (BAGNAN)টি তে ও (এখানে A)আছে। এবং অবস্থান অভিন্ন (ডাইরেকশন এবং প্রশ্নের উভয় ক্ষেত্রেই 6 নম্বর এ ) আছে।
TRICK
A) এক্ষেত্রে প্রশ্নে এ দেওয়া সব অক্ষর (BAGNAN) গুলোর কোডিং লেটার আমরা বের করবো না।
B) কেবল মাত্র দেখবো কোথায় উভয় ক্ষেত্রেই (Direction এবং Question) কমন অক্ষর (লেটার) আছেএবং অবস্থান অভিন্ন আছে।
এই প্রশ্নের উভয় ক্ষেত্রেই কমন লেটার (A)আছে এবং অবস্থান অভিন্ন (6 নাম্বার এ) আছে।
C) ডিরেকশন দেওয়া অক্ষর (A)এর কোড হিসাবে কোন অক্ষর টি আছে সেটা লক্ষ্য করতে হবে। এক্ষেত্রে 6 নম্বর স্থানে থাকা অক্ষর (A) টির কোড হিসাবে 6 নম্বর স্থানে দেওয়া আছে (F)
D) এক্ষেত্রে আমরা দেখবো প্রশ্নে দেওয়া শব্দটিতে (BAGNAN) এ 6 নম্বর স্থানে থাকা এ অক্ষর (A) কোড হিসাবে কোন অপসন এ 6 নম্বর স্থানে অক্ষর F আছে। যেখানেই F আছে সেটি হবে উত্তর।
E) এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে অপসন C তে 6 নম্বর স্থানে লেটার F আছে। সুতরাং উত্তর হবে অপশন C।
Read More :Number odd man out questions-How to solve easily
2)If SOBER is coded as RNADQ then LOTUS is coded as
A)KNSTR B)MPUWT C)KMSTR D)None
OBSERVATION RULE –
i) ডাইরেকশন এ দেওয়া শব্দটিতে (SOBER) টি তে 5 টি লেটার আছে।
আর প্রশ্নের দেওয়া শব্দটিতে (LOTUS)টি তে 5 টি লেটার দেওয়া আছে।
ii) ডাইরেকশন এ দেওয়া শব্দটিতে (SOBER)টি তে দেওয়া সাদৃশ্য কোডিং (RNADQ) এর প্যাটার্ন লক্ষ্য করলেই দেখবো যে নির্দিষ্ট সংখ্যক ভাবে কমছে।
S-1=R/O-1=N/B-1=A/ so on…..
পরিবর্তন প্যাটার্ন টা একটু দেখেই নিতে হবে।
iii) ডাইরেকশন এ দেওয়া শব্দটিতে (SOBER) টি তে এমন কি কোনো লেটার (এখানে O) আছে যেটা কিনা প্রশ্নের দেওয়া শব্দটিতে (LOTUS)টি তে ও (এখানে O)আছে। এবং অবস্থান অভিন্ন (ডাইরেকশন এবং প্রশ্নের উভয় ক্ষেত্রেই 2 নম্বর এ ) আছে।
TRICK
A) এক্ষেত্রে প্রশ্নে এ দেওয়া সব অক্ষর (LOTUS) গুলোর কোডিং লেটার আমরা বের করবো না।
B) কেবল মাত্র দেখবো কোথায় উভয় ক্ষেত্রে (Direction এবং Question) কমন লেটার আছেএবং অবস্থান অভিন্ন আছে।
এই প্রশ্নের উভয় ক্ষেত্রেই কমন লেটার (O)আছে এবং অবস্থান অভিন্ন (2 নাম্বার এ) আছে।
C) ডিরেকশন এ দেওয়া অক্ষর (O)এর কোড হিসাবে কোন অক্ষর টি আছে সেটা লক্ষ্য করতে হবে। এক্ষেত্রে 2 নম্বর স্থানে থাকা অক্ষর (O) টির কোড হিসাবে 2 নম্বর স্থানে থাকা দেওয়া আছে (N)
D) এক্ষেত্রে আমরা দেখবো প্রশ্নে দেওয়া শব্দটিতে (LOTUS) এ 2 নম্বর স্থানে থাকা অক্ষর (O) কোড হিসাবে কোন অপসন এ 2 নম্বর স্থানে অক্ষর N আছে। যেখানে N আছে সেটি হবে উত্তর।
এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে অপসন A তে 2 নম্বর স্থানে লেটার N আছে। সুতরাং উত্তর হবে অপশন A।
Reasoning coding decoding-টাইপ -অক্ষর সংখ্যা সমান এবং নির্দিষ্ট (Fixed)বা ধারাবাহিক (successive)সংখ্যক।বাড়ছে বা কমছে
3)If RUSTICATE is coded as QTTUIDBSD then STATISTIC is coded as
A)RSBUJTUHB B)RSBUITUHB C)RSBUIRSJD D)None
OBSERVATION RULE –
i) ডাইরেকশন এ দেওয়া শব্দটিতে (RUSTICATE) টি তে 9 টি লেটার আছে।
আর প্রশ্নের দেওয়া শব্দটিতে (STATISTIC)টি তে 9 টি লেটার দেওয়া আছে।
ii) ডাইরেকশন এ দেওয়া শব্দটিতে (RUSTICATE)টি তে দেওয়া সাদৃশ্য কোডিং (QTTUIDBSD) এর প্যাটার্ন লক্ষ্য করলেই দেখবো যে নির্দিষ্ট সংখ্যক ভাবে কমছে, বাড়ছে এবং অপরিবর্তিত থাকছে।
R-1=Q/U-1=T/S+1=T/T+1=U/I=unchanged/C+1=D/A+1=B/T-1=S/so on…….
পরিবর্তন প্যাটার্ন টা একটু দেখেই নিতে হবে।
iii) ডাইরেকশন এ দেওয়া শব্দটিতে (RUSTICATE) টি তে এমন কি কোনো লেটার (এখানে I) আছে যেটা কিনা প্রশ্নের দেওয়া শব্দটিতে (STATISTIC)টি তে ও (এখানে I) আছে। এবং অবস্থান অভিন্ন (ডাইরেকশন এবং প্রশ্নের উভয় ক্ষেত্রেই 5 নম্বর এ ) আছে।
Read More : Easy Tricks for Calendar questions-You need to know
TRICK
A) এক্ষেত্রে প্রশ্নে এ দেওয়া সব অক্ষর (STATISTIC) গুলোর কোডিং লেটার আমরা বের করবো না।
B) কেবল মাত্র দেখবো কোথায় উভয় ক্ষেত্রে (Direction এবং Question) কমন লেটার আছেএবং অবস্থান অভিন্ন আছে।
এই প্রশ্নের উভয় ক্ষেত্রেই কমন লেটার (I)আছে এবং অবস্থান অভিন্ন (5 নাম্বার এ) আছে।
C) ডিরেকশন দেওয়া অক্ষর (I)এর কোড হিসাবে কোন অক্ষর টি আছে সেটা লক্ষ্য করতে হবে। এক্ষেত্রে 5 নম্বর স্থানে থাকা অক্ষর (I) টির কোড হিসাবে 5 নম্বর স্থানে দেওয়া আছে (I)
D) এক্ষেত্রে আমরা দেখবো প্রশ্নে দেওয়া শব্দটিতে (STATISTIC) এ 5 নম্বর স্থানে থাকা অক্ষর (I) কোড হিসাবে কোন অপসন এ 5 নম্বর স্থানে অক্ষর (I) আছে। যেখানেই আছে সেটি হবে উত্তর।
এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে অপসন B &C তে 5 নম্বর স্থানে লেটার (I) আছে। সুতরাং উত্তর হবে অপশন B অথবা C।
E) এক্ষেত্রেই আমরা লক্ষ্য করলেই দেখতে পাবো যে দুটো অপসন (B অথবা C) এ শেষ অক্ষর আলাদা। তাই একটু দেখেই নেবো Direction দেওয়া শব্দটির(RUSTICATE) শেষ অক্ষর প্যাটার্ন কিভাবে পরিবর্তিত হচ্ছে। এক্ষেত্রে আমরা লক্ষ্য করলেই দেখতে পাবো E-1=D হচ্ছেই।
F) প্রশ্নে দেওয়া শব্দটিতে (STATISTIC) শেষ অক্ষর C আছে তাই শেষ অক্ষর এর সঙ্গে -1 করলেই হবে (B)। সেই B (RSBUITUHB)আছে B অপশনে। সুতরাং উত্তর হবে Bঅপসন । অপসন C হবে না।
Reasoning coding decoding-টাইপ -অক্ষর সংখ্যা সমান এবং নির্দিষ্ট (Fixed)বা ধারাবাহিক (successive)সংখ্যক।বাড়ছে বা কমছে
4)If MADRAS is coded as NBESBT then BOMBAY is coded as
A)CPNCBX B)CPNCBZ C)CPOBZ D)None
OBSERVATION RULE –
i) ডাইরেকশন এ দেওয়া শব্দটিতে (MADRAS) টি তে 6 টি লেটার আছে।
আর প্রশ্নের দেওয়া শব্দটিতে (BOMBAY)টি তে 6 টি লেটার দেওয়া আছে।
ii) ডাইরেকশন এ দেওয়া শব্দটিতে (MADRAS)টি তে দেওয়া সাদৃশ্য কোডিং (NBESBT) এর প্যাটার্ন লক্ষ্য করলেই দেখবো যে নির্দিষ্ট সংখ্যক ভাবে বাড়ছে
M+1=N/A+1=B/ So on …….
পরিবর্তন প্যাটার্ন টা একটু দেখেই নিতে হবে।
iii) ডাইরেকশন এ দেওয়া শব্দটিতে (MADRAS) টি তে এমন কি কোনো লেটার (এখানে A) আছে যেটা কিনা প্রশ্নের দেওয়া শব্দটিতে (BOMBAY)টি তে ও (এখানে A) আছে। এবং অবস্থান অভিন্ন (ডাইরেকশন এবং প্রশ্নের উভয় ক্ষেত্রেই 5 নম্বর এ ) আছে।
TRICK
A) এক্ষেত্রে প্রশ্নে এ দেওয়া সব অক্ষর (BOMBAY) গুলোর কোডিং লেটার আমরা বের করবো না।
B) কেবল মাত্র দেখবো কোথায় উভয় ক্ষেত্রেই (Direction এবং Question) কমন লেটার আছেএবং অবস্থান অভিন্ন আছে।
এই প্রশ্নের উভয় ক্ষেত্রেই কমন লেটার (A)আছে এবং অবস্থান অভিন্ন (5 নাম্বার এ) আছে।
C) ডিরেকশন দেওয়া অক্ষর (A)এর কোড হিসাবে কোন অক্ষর টি আছে সেটা লক্ষ্য করতে হবে।এক্ষেত্রে 5 নম্বর স্থানে থাকা অক্ষর (A) টির কোড হিসাবে 5 নম্বর স্থানে দেওয়া আছে (B)
D) এক্ষেত্রে আমরা দেখবো প্রশ্নে দেওয়া শব্দটিতে (BOMBAY) এ 5 নম্বর স্থানে থাকা অক্ষর (A) কোড হিসাবে কোন অপসন এ 5 নম্বর স্থানে অক্ষর B আছে। যেখানেই B আছে সেটি হবে উত্তর।
এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে অপসন A,B &C তে 5 নম্বর স্থানে লেটার B আছে।
সুতরাং উত্তর হবে অপশন A,B অথবা C।
E) এক্ষেত্রেই তাই একটু দেখেই নেবো direction দেওয়া শব্দটির (MADRAS) 4th এবং 6th অক্ষর প্যটার্ন কিভাবে পরিবর্তিত হচ্ছে। এক্ষেত্রে আমরা লক্ষ্য করলেই দেখতে পাবো R+1=S,S+1=T হচ্ছে।
F) প্রশ্নে দেওয়া শব্দটিতে (BOMBAY) 4th এবং 6th অক্ষর এর সঙ্গে +1 করলেই হবে B+1=C/Y+1=Z। সেই C এবং Z (CPNCBZ)আছে B অপশনে।
সুতরাং উত্তর হবে Bঅপসন । অপসন A,Cহবে না।
Continued to …………………………..