22nd to 31st May Current Affairs-2023
প্রিয় পাঠকগণ, এখানে আমরা ২২ই থেকে ৩১ই মে, ২০২৩ তারিখে অবজেক্টিভ টাইপ কারেন্ট অ্যাফেয়ার্স (Know Easily 22nd to 31st May Current Affairs)প্রশ্ন পোস্ট করছি। আসন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটি গুরুত্বপূর্ণ।
কারেন্ট অ্যাফেয়ার্স- অবজেক্টিভ টাইপ-২২ই থেকে ৩১ই মে, ২০২৩
Know Easily 22nd to 31st May Current Affairs-Award
1)”টাইম শেল্টার” উপন্যাসের জন্য 2023 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন কোন লেখক?
জর্জি গোস্পোদিনভ
2)2023 সালে শেভালিয়ার দে লা লিজিওন ডি’হোনুর (ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পুরষ্কার) পেয়েছেন?
নটরাজন চন্দ্রশেখরন (টাটা গ্রুপের চেয়ারম্যান।)
3)সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার (CVC) হিসেবে কে শপথ নিয়েছেন?
প্রবীণ কুমার শ্রীবাস্তব
4)25 মে কে UPSC-এর সদস্য হিসেবে অফিস ও গোপনীয়তার শপথ নেন কে?
সুমন শর্মা
5)বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) বহিঃনিরীক্ষক (External Auditor) হিসেবে কে পুনঃনির্বাচিত হয়েছেন?
গিরিশ চন্দ্র মুর্মু
6)2023-24 সালের জন্য কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) সভাপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন?
আর দীনেশ
7)গ্রীসের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছেন?
আইওনিস সারমাস
8)মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন?
সঞ্জয় বিজয়কুমার গঙ্গাপুরওয়ালা
9)টুইটার এর সিইও হিসেবেই কাহাকে নিযুক্ত করা হয়েছে ?
লিন্ডা ইয়াকারিনো
10)5 পয়সা ক্যাপিটাল লিমিটেড এর সিইও হিসেবেই কে নিযুক্ত হয়েছে ?
নারায়ণ গঙ্গাধর
11)কর্ণাটক ব্যাংক এর MD এবং সিইও হিসেবেই কে নিযুক্ত হয়েছেন ?
শ্রীকৃষ্ণন হরি হারা শর্মা
13)কোন বলিউড অভিনেতাকে রিয়েলমি স্মার্ট ফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে?
শাহরুখ খান
14)আইডিবিআই ব্যাংক এ নতুন ডেপুটি MD হিসেবে কে নিযুক্ত হয়েছে ?
জয়কুমার এস পিল্লাই
15)স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী (এমওএস) হিসাবে কে নিযুক্ত হয়েছেন?
প্রফেসর এস পি সিং বাঘেল
16)2023-24 সালের জন্য কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) সভাপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন?
আর দীনেশ
Read More : Number odd man out questions
17)LOGISEM – 23 – জাতীয় লজিস্টিক ম্যানেজমেন্ট সেমিনারের আয়োজন করেছিল কোন শহর?
নয়া দিল্লী.
18)আন্তর্জাতিক জাদুঘর এক্সপো 2023 কোথায় উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
নতুন দিল্লি।
Know Easily 22nd to 31st May Current Affairs-Country In News
19)কোন দেশ “NextSAT-2” নামে তার প্রথম বাণিজ্যিক গ্রেড উপগ্রহ উৎক্ষেপণ করেছে?
দক্ষিণ কোরিয়া
20)কোন দেশ খোররামশহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে?
ইরান
21)কোন দেশ সম্প্রতি তার দেশীয় মহাকাশ রকেট ‘নুরি’ উৎক্ষেপণ করেছে?
দক্ষিণ কোরিয়া
22)ভারতীয় রেল সম্প্রতি 20 ব্রডগেজ লোকোমোটিভ কোন দেশকে হস্তান্তর করেছে?
বাংলাদেশ।
23)কোন কেন্দ্রীয় মন্ত্রক ‘ফেম-২ স্কিম’ বাস্তবায়ন করে?
ভারী শিল্প মন্ত্রণালয়
24)কোন কেন্দ্রীয় মন্ত্রক ‘উড়ান 5.1’ প্রকল্পটি চালু করেছে ?
বিমান পরিবহন মন্ত্রণালয়
25)বিশ্ব তামাকমুক্ত দিবস কবে পালন করা হয়?
MAY 31
26)আন্তর্জাতিক এভারেস্ট দিবস কবে পালন করা হয়?
MAY 29
27)’বিশ্ব টেলিকম দিবস’ কবে পালন করা হয়?
MAY 17
28)কমনওয়েলথ দিবস কবে উদযাপিত হয়?
MAY 24
Read More : Remember Emperor Babur-related objectives easily
29)’ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস রিপোর্ট’ প্রকাশ করেছে কোন প্রতিষ্ঠান?
UN
30)মহাকাশে যাওয়া প্রথম আরব মহিলা নভোচারী কে?
রায়না বারনাভি
31)টিনা টার্নার, কোন পেশার সাথে যুক্ত ছিলেন?
সিঙ্গার
32)দিল্লির নয়া দিল্লীতে নবনির্মিত জনগণনা ভবনের উদ্বোধন করেন কে?
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
33)’গ্লোবাল অ্যানুয়াল টু ডেকাডাল ক্লাইমেট আপডেট’ প্রকাশ করেছে কোন প্রতিষ্ঠান?
WMO
34)’ওয়ার্ল্ড হেলথ স্ট্যাটিস্টিকস 2023′ প্রকাশ করেছে কোন প্রতিষ্ঠান?
WHO
35)কোন প্রতিষ্ঠান ‘ট্রান্সপোর্ট আউটলুক 2023’ প্রকাশ করেছে ?
ITF
36)Hanke’s Annual Misery Index (HAMI) ২০২২ অনুযায়ী বিশ্বের সবচেয়ে দুর্দশাগ্রস্ত দেশগুলির তালিকায় ভারতের অবস্থান কী?
103
Know Easily 22nd to 31st May Current Affairs-Summit
37)কোন দেশ ISO COPOLCO প্লেনারির 44তম সংস্করণের আয়োজন করছে?
ভারত
38)ভারত-প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ সহযোগিতার (FIPIC শীর্ষ সম্মেলন) 3য় ফোরাম কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
পাপুয়া নিউ গিনি
39)কোন রাজ্য সরকার বেকার যুবকদের জন্য সিএম লার্ন অ্যান্ড আর্ন স্কিম নামে একটি নতুন প্রকল্প চালু করেছে?
মধ্য প্রদেশ
40)বন্যা ত্রাণ অনুশীলন ‘জল রাহাত’ আয়োজন করেছিল কোন রাজ্য ?
আসাম
41)রাজ্যের রাস্তাগুলিকে পট গর্ত মুক্ত করার জন্য কোন রাজ্য ‘প্যাচ রিপোর্টিং অ্যাপ্লিকেশন’ চালু করেছে?
উত্তরাখন্ড
42)অন্ধ্রপ্রদেশের কোন জেলা বিশেষ শিশুদের জন্য রাজ্যের স্বাস্থ্য বীমা প্রকল্প “নিরামায়া স্বাস্থ্য বীমা প্রকল্প” চালু করেছে?
বিশাখাপত্তনম জেলা
43)অনলাইন গ্রামীণ শিক্ষা প্রোগ্রাম ‘পাহল’ উদ্বোধন করেছে কোন রাজ্য সরকার?
UP
44)কোন রাজ্য ভারতের প্রথম সম্পূর্ণ e-governed state হয়ে উঠেছে ?
কেরালা
45)ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) 2023 কোন দল জিতেছে?
চেন্নাই সুপার কিংস
46)IPL 2023-এ অরেঞ্জ ক্যাপ জিতেছে কোন খেলোয়াড়?
শুভমান গিল
47)ইন্টারন্যাশনাল জাম্পিং মিটিং অ্যাথলেটিক্স 2023 এ পুরুষদের লং জাম্প ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছে?
মুরলী শ্রীশঙ্কর
48)পুরুষদের এককে মালয়েশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন শিরোপা 2023 কে জিতেছে?
এইচ এস প্রনয়
49)পুরুষদের জ্যাভলিন থ্রো র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর খেলোয়াড় কে হয়েছেন?
নীরজ চোপড়া
50)ইতালিয়ান ওপেন 2023-এ কোন খেলোয়াড় তার প্রথম ক্লে কোর্টের শিরোপা জিতেছিল?
ড্যানিল মেদভেদেভ