Important facts of governor general
প্রিয় পাঠক, ভারতের গভর্নর জেনারেল তথ্য সম্পর্কিত তথ্য (Important facts of governor general) তুলে ধরলাম। আমরা পরবর্তী পোস্টে আরও তথ্য দেবো। আশা করি এটা তোমাদের খুব কাজে লাগবে।
ভাইসরয় এবং গভর্নর-জেনারেলের মধ্যে পার্থক্য
বাংলার গভর্নর-জেনারেল (1773-1833)-
ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এলে বাংলার গভর্নর পদের মাধ্যমে বাংলাকে নিয়ন্ত্রণ করে। বাংলার প্রথম গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ।
1773 সালের রেগুলেটিং অ্যাক্টের পর, বাংলার গভর্নর পদটিকে “বাংলার গভর্নর-জেনারেল” তে রূপান্তরিত করা হয়। বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। এই আইনের মাধ্যমে বোম্বে ও মাদ্রাজের গভর্নর বাংলার গভর্নর-জেনারেলের অধীনে কাজ করতেন।
ভারতের গভর্নর-জেনারেল (1833-58)-
1)1833 সালের রেগুলেটিং অ্যাক্টের পরে, বাংলার গভর্নর-জেনারেলের পদটি ভারতের গভর্নর-জেনারেল-এ রূপান্তরিত হয়।
2) ভারতের গভর্নর জেনারেলকে কোর্ট অফ ডিরেক্টরস দ্বারা নিযুক্ত করা হয়েছিল
3) গভর্নর জেনারেলের সাংগঠনিক লক্ষ্য (administrative purposes) ছিল।
4) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর-জেনারেল।
5) চক্রবর্তী রাজাগোপালাচারী ছিলেন ব্রিটিশ ভারতের শেষ গভর্নর-জেনারেল।
6) গভর্নর-জেনারেলরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোর্ট অব ডিরেক্টরসকে রিপোর্ট করেন।
ভাইসরয় (1858-1947)-
1)ভারতের গভর্নর-জেনারেল পোস্টটি ভারত সরকারের আইন, 1858 এর মাধ্যমে ভারতের ভাইসরয় হিসাবে রূপান্তরিত হয়েছে
2) ব্রিটিশ সরকারের রাজা ভাইসরয়কে নিযুক্ত করেছিলেন।
3) ভাইসরয়ের কূটনৈতিক ক্ষমতা (diplomatic power) ছিল
4) লর্ড ক্যানিং ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয়।
5) লর্ড লুই মাউন্টব্যাটেন ছিলেন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয়।
6) ভাইসরয় সরাসরি ব্রিটিশ ক্রাউনকে রিপোর্ট করেন।
ভারতের গভর্নর-জেনারেল এবং ভাইসরয়ের শাসন কালের উল্লেখযোগ্য ঘটনা-
লর্ড ওয়ারেন হেস্টিংস (1773-1785)
- 1773 সালে নিয়ন্ত্রণ আইন (Regulating Act) প্রবর্তন করেন।
- 1774 সালে রোহিলা যুদ্ধ (Rohilla War)হয়।
- 1784 সালে পিটস ইন্ডিয়া অ্যাক্ট (Pitts’s India Act )প্রবর্তন করেন।
- 1780-84 সালে দ্বিতীয় মহীশূর যুদ্ধ হয়।
- 1775-1782 সালে প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ হয়।
- 1782 সালে সালবাই চুক্তি (1782) সম্পাদিত হয়।
- ভারতে প্রথম সংবাদপত্র “বেঙ্গল গেজেট” (1780) শুরু করেন জে.এ হিকি।
- প্রশাসনের দ্বৈত ব্যবস্থার অবসান হয়।
- কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়।
- বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন।
লর্ড কর্নওয়ালিস (1786-1793)
- 1790-1792 সালে তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ (টিপু সুলতান পরাজিত হন) হয়।
- শ্রীরঙ্গপত্তনমের সন্ধি (treaty of Seringapatam)সম্পাদিত হয়।
- বেনারসে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন জোনাথন ডানকান
- 1793 সালে বাংলার স্থায়ী বন্দোবস্ত (Permanent Settlement ) প্রবর্তন হয়।
- আপীল আদালত এবং নিম্ন শ্রেণীর আদালত স্থাপন হয়।
- সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয়।
- নাগরিক সেবা (সিভিল সার্ভিসেস )প্রবর্তন হয়।
স্যার জন শোর (1793-1798)
- অ-হস্তক্ষেপের (নন-ইন্টারফেরেন্স) নীতি প্রবর্তন করেন।
লর্ড ওয়েলেসলি (1798-1805)
- 1798 সালে সাবসিডিয়ারি অ্যালায়েন্স (Subsidiary Alliance) সিস্টেম প্রবর্তন করেন।
- 1799 সালে চতুর্থ মহীশূর যুদ্ধ হয়।
- 1799 সালে টিপু সুলতানের মৃত্যু হয়।
- দ্বিতীয় মারাঠা যুদ্ধ (1803-1805) হয়।
- Treaty of Bassein সম্পাদিত হয়।
- মাদ্রাজ প্রেসিডেন্সি প্রতিষ্ঠা হয়।
- কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়।
Read More : Remember Emperor Babur
স্যার জর্জ বার্লো (1805-1807)
- 1806 সালে ভেলোরের বিদ্রোহ সংঘটিত হয়
লর্ড মিন্টো প্রথম (1807-1813)
- 1809 সালে রঞ্জিত সিং এর সাথে অমৃতসরের চুক্তি (Treaty of Amritsar) সম্পাদিত হয়।
- 1813 সালে সনদ আইন (Charter Act) প্রবর্তন হয়।
হেস্টিংস (1813-1823)
- ইঙ্গ-নেপাল যুদ্ধ (1814-16) হয়।
- 1816 সালে সাগৌলি চুক্তি (Treaty of Saugauli) সম্পাদিত হয়।
- তৃতীয় মারাঠা যুদ্ধ (1817-19) হয়।
- 1820 সালে রায়তওয়ারী ব্যবস্থা (Ryotwari Sstem) প্রবর্তন হয়।
- ভূমি রাজস্বের মহালওয়ারী ব্যবস্থা প্রবর্তন হয়।
- পেশওয়াশিপ বিলুপ্তি হয়।
লর্ড আমহার্স্ট (1823-1828)
- প্রথম বার্মিজ যুদ্ধ (1824-1826) হয়।
- ইয়ান্দাবুর সন্ধি সম্পাদিত হয়।
- 1824 সালে ব্যারাকপুরের বিদ্রোহ হয়।
উইলিয়াম বেন্টিঙ্ক (1828-1835)
- 1829 সালে সতীদাহ প্রথার বিলোপ ঘটান
- কন্যা শিশুহত্যা নিষিদ্ধ করেন।
- 1833 সালে সনদ আইন (Charter Act) প্রবর্তন করেন।
- ঠুগী দমন করেন।
- 1835 সালের ইংরেজি শিক্ষা আইন প্রবর্তন করেন।
- কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপন করে।
- ভারতের প্রথম গভর্নর-জেনারেল (1833 সালের চার্টার অ্যাক্ট বাংলার গভর্নর-জেনারেলকে ভারতের গভর্নর-জেনারেল করে।)
লর্ড চার্লস মেটকাফ (1835-1836)
অকল্যান্ড (1836-1842)
- প্রথম আফগান যুদ্ধ (1838-42) হয়।
লর্ড এলেনবোরো (1842-44)
- সিন্ধু অধিভুক্ত হয়
লর্ড হার্ডিঞ্জ (1844-1848)
- প্রথম অ্যাংলো-শিখ যুদ্ধ (1845-46) হয়।
- 1846 সালে লাহোর চুক্তি (Treaty of Lahore) সম্পাদিত হয়।
- সামাজিক সংস্কার যেমন কন্যাশিশু হত্যা (female infanticide)বন্ধ করেন।
Read More : Know Answer to Element Questions for examination
লর্ড ডালহৌসি (1848-1856)
- দ্বিতীয় অ্যাংলো-শিখ যুদ্ধ (1848-49) হয়।
- লোয়ার বার্মার অধিভুক্তি (1852) হয়।
- Doctrine of Lapse চালু হয়।
- 1853 সালে বোম্বে এবং থানে সংযোগকারী প্রথম রেললাইন প্রবর্তন হয়।
- 1853 সালে পোস্ট অফিস আইন প্রবর্তন হয়।
- PWD প্রতিষ্ঠা করেন।
- রুরকিতে ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করেন
- প্রথম টেলিগ্রাফ লাইন চালু করেন।
- পদবি ও পেনশন বিলুপ্তি করেন।
- বিধবা পুনর্বিবাহ আইন (Widow Remarriage Act ) চালু করেন।
- Indian Civil Service Exam চালু করেন।
Continued to ………………
See more : ইতিহাস-200+ মুঘল সম্রাট “আকবর ” সম্পর্কিত অবজেক্টিভ প্রশ্ন এবং তাহার উত্তর