Know Easily 22nd to 30th June CA
প্রিয় পাঠকগণ, আমরা ২২ই থেকে ৩০ই জুন, ২০২৩ তারিখে অবজেক্টিভ টাইপ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন(Know Easily 22nd to 30th June CA) পোস্ট করছি।
কারেন্ট অ্যাফেয়ার্স- অবজেক্টিভ টাইপ-২২ই থেকে ৩০ই জুন, ২০২৩
1)ফিনল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছেন ?
পেটেরি অর্পো
2)গ্রীসে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচনে জিতেছেন কে ?
কিরিয়াকোস মিৎসোটাকিস
3)হিন্দুস্তান ইউনিলিভারের নতুন এমডি এবং সিইও হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে ?
রোহিত জাওয়া
4)কোন আইপিএস অফিসারকে সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর নিযুক্ত করা হয়েছে ?
অজয় ভাটনাগর
5)ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন কে?
টিএস সিংদেও
6)হিন্দি ভাষা বিভাগে বাল সাহিত্য পুরস্কার 2023 কে জিতেছেন?
সূর্যনাথ সিং
7)কোন দেশ সম্প্রতি প্রধানমন্ত্রী মোদিকে তার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করেছে ?
মিশর
8)ভারতের কোন গায়ক-সুরকারকে বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি ডক্টরেট ডিগ্রি দিয়ে সম্মানিত করেছে?
শঙ্কর মহাদেবন
9)‘এক্স খান কোয়েস্ট 2023’ বহুপাক্ষিক শান্তিরক্ষা যৌথ মহড়ার আয়োজক কোন দেশ?
মঙ্গোলিয়া
10)সম্প্রতি কোন দেশটি NASA এর আর্টেমিস প্রোগ্রামে অন্তর্ভুক্ত হয়েছে ?
ভারত
11)সমকামী বিবাহকে স্বীকৃতি প্রদানকারী প্রথম বাল্টিক দেশ কোনটি ?
এস্তোনিয়া
12)স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমস 2023 কোন শহর হোস্ট করেছে?
বার্লিন, জার্মানী
13)ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট- ভিয়েনা (অস্ট্রিয়া) অনুসারে বিশ্বের সেরা বসবাসযোগ্য শহর কোনটি ?
ভিয়েনা (অস্ট্রিয়া)
14)ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের মতে, যা বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে খারাপ শহর
দামেস্ক (সিরিয়া)
15)ভারতের G20 প্রেসিডেন্সির অধীনে তৃতীয় G20 ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্কিং গ্রুপের বৈঠক কোথায় অনুষ্ঠিত হচ্ছে ?
ঋষিকেশ (উত্তরাখণ্ড)
16)আমেরিকার কোন শহরে দীপাবলিতে স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে ?
নিউইয়র্ক
17)‘টাইম’ ম্যাগাজিন দ্বারা প্রকাশিত 100টি সবচেয়ে প্রভাবশালী কোম্পানির মধ্যে কোন ভারতীয় কোম্পানি অন্তর্ভুক্ত
NPCI
18)‘তরুণ পেশাদারদের জন্য DAKSHTA’ চালু করেছে কোন কেন্দ্রীয় মন্ত্রক?
কর্মী, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রণালয়
19)কোন তারিখে আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হয়?
২৩শে জুন
20)‘গোয়া ঘোষণা’ যেটি সংবাদে দেখা গেছে, সেটি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত?
পর্যটন
21)উত্তর ভারতের প্রথম স্কিন ব্যাঙ্ক কোথায় উদ্বোধন করা হয়েছিল?
সফদরজং হাসপাতাল, নয়াদিল্লি
Read More :May 2023 Objective current Affairs
22)আন্তর্জাতিক যোগ দিবসে নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে যোগ সেশনের নেতৃত্ব দেন কে?
নরেন্দ্র মোদি
23)বিশ্বের দ্রুততম মোটরবাইক রেস ‘মটো জিপি’ 2023 কোন দেশ আয়োজন করবে?
ভারত
24)প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দুইবার ভাষণ দেন ?
নরেন্দ্র মোদি
25)কে PM কিষান মোবাইল অ্যাপ চালু করেছেন ?
নরেন্দ্র সিং তোমর
26)‘গ্লোবাল ফুড পলিসি রিপোর্ট (GFPR) 2023’ প্রকাশ করেছে কোন প্রতিষ্ঠান?
আইএফপিআরআই
27)কোন প্রতিষ্ঠান ‘জেন্ডার গ্যাপ রিপোর্ট 2023’ প্রকাশ করেছে?
বিশ্ব অর্থনৈতিক ফোরাম
28)ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক প্রকাশিত এনার্জি ট্রানজিশন ইনডেক্সে ভারতের স্থান কত ?
67তম
29)ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক প্রকাশিত এনার্জি ট্রানজিশন সূচকে কোন দেশ শীর্ষে রয়েছে ?
সুইডেন
30)ওয়ানডে ক্রিকেটে টানা তিনটি ওয়ানডেতে পাঁচ উইকেট নেওয়ার প্রথম স্পিনার কে হয়েছেন ?
ওয়ানিন্দু হাসরাঙ্গা
31)একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 15টি সেঞ্চুরি পূর্ণ করা তৃতীয় দ্রুততম ক্রিকেটার কে হয়েছেন ?
শাই হোপ
32)কোন রাজ্যের হকি দল হকি ইন্ডিয়া জুনিয়র মেনস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2023 জিতেছে ?
মধ্যপ্রদেশ
33)ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সুপার ওভারে কোন দল সবচেয়ে বড় স্কোর করেছে?
নেদারল্যান্ডস
34)হকি ইন্ডিয়া কাকে জুনিয়র মহিলা জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করেছে?
তুষার খন্দকার
35)বিশ্ব ক্রিকেটে টানা 100 টেস্ট খেলা প্রথম বোলার কে?
নাথান লিয়ন
36)ফিফা ক্লাব বিশ্বকাপ 2023 কোন শহরে আয়োজিত হবে?
জেদ্দা
37)এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ 2023-এর শিরোপা কোন দেশ জিতেছে?
ভারত
38)সিনিয়র জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে কোন রাজ্য?
তামিলনাড়ু
39)সম্প্রতি প্রকাশিত ফিফা র্যাঙ্কিং-এ ভারতীয় পুরুষ ফুটবল দলের র্যাঙ্ক কত?
100তম
40)’ওয়ান-ট্যাপ-ওয়ান-ট্রি’ অভিযান শুরু হয়েছে কোন রাজ্যে?
উত্তরপ্রদেশ
Read More :Who is the head of the diff organization