
Important polity MCQ in Bengali
প্রিয় পাঠক, আজকে আসন্ন পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত মাল্টিপল চয়েস প্রশ্ন (Important polity MCQ in Bengali)আলোচনা করলাম।
রাষ্ট্রবিজ্ঞান- মাল্টিপল চয়েস প্রশ্ন- সেট ১
1) ভারতের সর্বোচ্চ আইন পদে কে অধিষ্ঠিত?
a) অ্যাটর্নি জেনারেল
b) হিসাবরক্ষক জেনারেল
c) লেফটেন্যান্ট জেনারেল
d) সলিসিটর জেনারেল
2) ভারতের সংবিধানের নিম্নলিখিত তফসিলগুলির মধ্যে কোনটি দলত্যাগ বিরোধী আইন সম্পর্কিত বিধান রয়েছে?
a) ২য় তফসিল
b) ৫ম তফসিল
c) ৮ম তফসিল
d) ১০ম তফসিল
3) ভারতীয় সংবিধানের খসড়া কমিটির প্রথম চেয়ারম্যান কে ছিলেন?
a) বি এল মিত্র
b) মাধব রাও
c) ডঃ বি আর আম্বেদকর
d) টি টি কৃষ্ণমাচারী
4) ভারতীয় সংবিধানসংশোধনের পর এসসি ও এসটিদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষাগত উদ্বেগের সুরক্ষা ও সুরক্ষা প্রদানের জন্য প্রতিষ্ঠিত সংস্থার নাম কী?
a) ভারতের আইন কমিশন
b) এসসি ও এসটি জাতীয় কমিশন
c) ভাষাগত সংখ্যালঘুদের জন্য বিশেষ কর্মকর্তা
d) সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন
5) কেন্দ্রীয় সরকারে মন্ত্রিপরিষদ সম্মিলিতভাবে কার কাছে দায়বদ্ধ?
a) রাষ্ট্রপতি
b) প্রধানমন্ত্রী
c) লোকসভা
d) সংসদ
6) ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ বিনামূল্যে আইনি সহায়তা এবং সমান ন্যায়বিচার প্রদান করে?
a)30
b) 25
c) 39-A
d) 33-B
7) ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী কোন বছরে সংঘটিত হয়েছিল?
a) 1951
b) 1950
c) 1948
d) 1949
8) নিম্নলিখিতগুলির মধ্যে কে 1935 সালে প্রথম একটি গণপরিষদের জন্য প্রস্তাব প্রস্তাব করেছিলেন?
a) নেহরু
b) গান্ধী
c) জে পি নারায়ণ
d) এম.এন. রায়
9) লোকসভার স্পিকার কার কাছে তাঁর পদত্যাগপত্র পাঠান?
a) ভারতের রাষ্ট্রপতি
b) প্রধানমন্ত্রী
c) লোকসভার ডেপুটি স্পিকার
d) ভারতের প্রধান বিচারপতি
10) নিম্নলিখিতগুলির মধ্যে কার জনগণের (House of people) মধ্যে শৃঙ্খলা বজায় রাখার চূড়ান্ত ক্ষমতা রয়েছে?
a) হাউসের মার্শাল
b) প্রধানমন্ত্রী
c) স্পিকার
d) চিফ অব সিকিউরিটি স্টাফ
Read More: –Preamble of the Constitution-know Answers Easily
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
Important polity MCQ in Bengali –ব্যাখ্যা সহ উত্তর
1) অ্যাটর্নি জেনারেল- ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা। তিনি ভারত সরকারের প্রধান আইন উপদেষ্টা। তার সংসদের কার্যক্রমে অংশ নেওয়ার অধিকার রয়েছে, যদিও ভোট দেওয়ার অধিকার নেই।
অ্যাটর্নি জেনারেল সরকারের পরামর্শে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন।
নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে – তাকে একজন ভারতীয় নাগরিক হতে হবে। তাকে অবশ্যই ভারতের যেকোনো রাজ্যের হাইকোর্টে বিচারক হিসেবে 5 বছর পূর্ণ করতে হবে অথবা একজন আইনজীবী হিসেবে হাইকোর্টে 10 বছর পূর্ণ করতে হবে।
অ্যাডভোকেট জেনারেল- রাজ্য সরকারের প্রধান আইনি উপদেষ্টা।
সলিসিটর জেনারেল-আইন কর্মকর্তাদের বিধিমালা, 1987-এ সলিসিটর জেনারেলের দায়িত্বগুলি নির্ধারণ করা হয়েছ। আইনি বিষয়ে ভারত সরকারকে পরামর্শ দেওয়া এবং আইনী চরিত্রের অন্যান্য দায়িত্ব পালন করা। সলিসিটর জেনারেল এবং অতিরিক্ত সলিসিটর জেনারেলের পদগুলি কেবল সংবিধিবদ্ধ (স্ট্যাটুটরি) । মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি (Appointments Committee of the Cabinet) নিয়োগের সুপারিশ করে এবং রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে সলিসিটর জেনারেল নিয়োগ করেন।
অ্যাটর্নি জেনারেলের কার্য এবং দায়িত্ব সংবিধানের 76 অনুচ্ছেদের অধীনে তৈরি করা হয়েছে।
যদিও, সলিসিটর জেনারেল এবং অতিরিক্ত সলিসিটর জেনারেলের কার্য এবং দায়িত্বগুলি আইন কর্মকর্তা (পরিষেবার শর্তাবলী) বিধি, 1987 দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং সংবিধান দ্বারা নয় ।এভাবে তারা বিধিবদ্ধ পদ এবং সাংবিধানিক নয়-(statutory posts and not constitutional) ।
2.d) ভারতীয় সংবিধানের ১০ম তফসিলে আসন অবকাশ এবং দলত্যাগের কারণে সংসদ ও রাজ্য আইনসভার সদস্যপদ থেকে অযোগ্য ঘোষণার কথা বলা হয়েছে। এটি 52 তম সংশোধনী আইন (1985) দ্বারা সংবিধানে যুক্ত করা হয়েছে, যা দলত্যাগ বিরোধী আইন হিসাবে পরিচিত।
দ্বিতীয় তফসিল-ভারতের রাষ্ট্রপতি, ভারতীয় রাজ্যের গভর্নরগণ, লোকসভার স্পিকারদের ভাতা, সুযোগ-সুবিধা সম্পর্কিত।
পঞ্চম তফসিল- অন্ধ্র প্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, রাজস্থান এবং তেলেঙ্গানা সহ ভারতের দশটি রাজ্যে উপজাতীয় অঞ্চলগুলির প্রশাসনের ব্যবস্থা করে।
অষ্টম তফসিল-ভারতের সংবিধানের অষ্টম তফসিলে ভারতীয় প্রজাতন্ত্রের সরকারী ভাষার তালিকা রয়েছে। ভারতীয় সংবিধানের XVII অংশটি 343 থেকে 351 অনুচ্ছেদে অফিসিয়াল ভাষার সাথে সম্পর্কিত। অষ্টম তফসিল সম্পর্কিত সাংবিধানিক বিধানগুলি সংবিধানের 344(1) এবং 351 অনুচ্ছেদে রয়েছে।
Read More: Ganga River objective question -How to know ans.
3.c) 1947 সালের 29 আগস্ট CA ডঃ বি আর আম্বেদকরের সভাপতিত্বে একটি খসড়া কমিটি গঠন করে। CA 1949 সালের 26 শে নভেম্বর সংবিধান গ্রহণ করে
29শে আগস্ট 1947-এ, ভারতীয় সংবিধানের খসড়া কমিটি নিযুক্ত করা হয়েছিল এবং সাতজন সদস্য ছিল:
আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার,
এন গোপালস্বামী।
বি.আর. আম্বেদকর (খসড়া কমিটির চেয়ারম্যান।)
কে এম মুন্সী।
মোহাম্মদ সাদুল্লা।
বি.এল. মিটার।
ডি.পি. খৈতান।
গণপরিষদে(CA ) প্রথম ভাষণ দেন -বি.আর. আম্বেদকর
4.b) জাতীয় এসসি ও এসটি কমিশন (এনসিএসসিএসটি) গঠনের জন্য 1990 সালের 12 ই মার্চ 65 তম সাংবিধানিক সংশোধনী কার্যকর করা হয়েছিল। সংস্থার গঠনের জন্য 338 অনুচ্ছেদে সংশোধন করা হয়েছিল। যাইহোক, 2003 সালে সংবিধানের 89 তম সংশোধনী এনসিএসসিএসটিকে- এসসি এবং এসটি দুটি সংস্থায় বিভক্ত করে।
5.c) ভারতীয় সংবিধানের 75 নং অনুচ্ছেদ অনুযায়ী, মন্ত্রিপরিষদ সম্মিলিতভাবে জনগণের (লোকসভা) প্রতি দায়বদ্ধ থাকবে। রাজ্যে, বিধানসভায়।
6.c) ভারতের সংবিধানের 39A অনুচ্ছেদে সমাজের দরিদ্র ও দুর্বল শ্রেণীর জন্য বিনামূল্যে আইনি সহায়তার ব্যবস্থা করা হয়েছে এবং সকলের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হয়েছে ।
ভারতীয় সংবিধানের 30 অনুচ্ছেদ সংখ্যালঘুদের তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা করার অধিকার প্রদান করে।
অনুচ্ছেদ 25 বিবেকের স্বাধীনতা, সকল নাগরিকের ধর্ম পালন, অনুশীলন এবং প্রচারের স্বাধীনতার নিশ্চয়তা দেয়।(Article 25 guarantees the freedom of conscience, the freedom to profess, practice and propagate religion to all citizens)
অনুচ্ছেদ 33 এর অধীনে, ভারতের সংসদের সশস্ত্র বাহিনী এবং আধা-সামরিক সদস্যদের মৌলিক অধিকার বাতিল বা সীমাবদ্ধ করার ক্ষমতা রয়েছে। (Under Article 33, The Parliament of India has the power to abolish or restrict the Fundamental Rights of the Members of Armed forces and Para-Military.)
7.a) সংবিধানের বিধানসমূহের মৌলিক অধিকারে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে । এটি বাক ও মত প্রকাশের স্বাধীনতার অপব্যবহার, জমিনাদারি বিলুপ্তি আইনের বৈধতা ইত্যাদির বিরুদ্ধে ব্যবস্থা করে ।
Read More: –Important facts of governor general-Do not miss out
8.d) 1934 সালে মানবেন্দ্র নাথ রায় বা এম এন রায় সর্বপ্রথম ভারতের গণপরিষদের ধারণাটি উত্থাপন করেন । 1935 সালে, এটি INC র অফিসিয়াল দাবি হয়ে ওঠে । 1940 সালের আগস্ট মাসে আগস্ট আন্দোলনে এটি গৃহীত হয় । এটি 1946 সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে গঠিত হয়েছিল ।
9.c) এটি ভারতীয় সংবিধানের 94 অনুচ্ছেদের সাথে সম্পর্কিত ।
ডেপুটি স্পিকার-লোকসভার স্পিকারের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠান ।
রাষ্ট্রপতি -উপরাষ্ট্রপতির কাছে । ভারতের উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে, ভারতের প্রধান বিচারপতির কাছে ।
উপরাষ্ট্রপতি- রাষ্ট্রপতির কাছে
রাজ্যপাল/ প্রধানমন্ত্রী/ হাইকোর্টের বিচারপতি/ সুপ্রিম কোর্টের বিচারপতি /অ্যাটর্নি জেনারেল/ UPSC সদস্যরা – ভারতের রাষ্ট্রপতিকে
মুখ্যমন্ত্রী/ অ্যাডভোকেট জেনারেল /PSC সদস্যরা – রাজ্যপালকে
10.c) এটি ভারতীয় সংবিধানের 122 অনুচ্ছেদের সাথে সম্পর্কিত । পদ্ধতি নিয়ন্ত্রণ বা হাউসে শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে স্পিকার সর্বেসর্বা। স্পিকার এর কার্যকলাপ এ কোনো আদালত হস্তক্ষেপ করতে পারবে না।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>