Important MCQ GK set 3 in Bengali
প্রিয় পাঠক, আজকে আসন্ন পরীক্ষার জন্য মিসলেনিয়াস মাল্টিপল চয়েস প্রশ্ন (Important MCQ GK set 3)আলোচনা করলাম ।
জেনারেল নলেজ- মাল্টিপল চয়েস প্রশ্ন- সেট ৩
1) রাতকানা রোগ প্রতিরোধে ভিটামিন হলো
a) ভিটামিন C
b) ভিটামিন D
c) ভিটামিন B
d) ভিটামিন A
2) ভারতের পর্তুগিজ গোয়ার প্রথম গভর্নর কে ছিলেন?
a) আলবুকার্ক
b) জোয়াও ডিকাস্ত্রো
c) ফ্রান্সিসকো আলমেদা
d) নুনো দা কুনহা সি
3) ইউরেনাস তার অক্ষের উপর কোন দিক থেকে কোন দিকে ঘোরে?
a) পূর্ব থেকে পশ্চিমে
b) পশ্চিম থেকে পূর্ব
c) উত্তর থেকে দক্ষিণে
d) দক্ষিণ থেকে উত্তর
4)পৃথিবীর নিরক্ষরেখা থেকে পৃথিবীর ভূমধ্যসাগরীয় রেখার ব্যাসের পার্থক্য হল
a)44 কিমি
b) 42 কিমি
c) 76 কিমি
d) কোনটিই নয়
5) রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
a) অ্যারিস্টটল
b) বাধা
c) রিকার্ডো
d) হাইকেটিয়াস
6)সূর্য থেকে পৃথিবী যে তাপ পায় তাকে কি বলা হয়?
a) ইনসোলেশন
b) সৌর বিকিরণ
c) সৌর তাপ
d) তাপ বিকিরণ
7) রেডিও তরঙ্গ কি ধরণের তরঙ্গ?
a) অনুদৈর্ঘ্য তরঙ্গ (Longitudinal Waves)
b) তির্যক তরঙ্গ (Transverse Wave)
c) উভয় a & b
d) কোনটিই নয়
8) যে শব্দটি পৃথিবীর আকৃতিকে সর্বোত্তমভাবে বর্ণনা করে তা হল
a) উপবৃত্ত
b) জিওড
c) গ্লোব
d) কোনটিই নয়
9) বিশ্ব শিক্ষক দিবস কোন দিন পালন করা হয়?
a) 6 জুন
b) 8 জুলাই
c) 9 ডিসেম্বর
d) 5 অক্টোবর
10) মহাবিষুব দিবস কোন দিন হয়?
a) 23 সেপ্টেম্বর
b) 21 মার্চ
c) 22 জুন
d) উভয় a & b
Read More:-About Himalayan mountains-How to know easily
11)সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে
a) 2 সেকেন্ড
b) 8 মিনিট 20 সেকেন্ড
c) 6 সেকেন্ড
d) 10 সেকেন্ড
12) ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদ কোনটি?
a) ডাল লেক
b) চিল্কা হ্রদ
c) উলার লেক
d) সম্ভার লেক ডি
13)ভারতের প্রথম কটন মিল কোথায় স্থাপিত হয়?
a) শ্রীরামপুর (বাংলা)
b) মুম্বাই
c) আহমেদাবাদ
d) কোয়েম্বাটোর
14) জেনেটিক কোড কে আবিষ্কার করেন?
a) এস. চন্দ্রশেখর
b) সি.ভি.রমন
c) এইচ জি খোরানা
d) কোনটিই নয়
15)ভারতের নির্বাচন কমিশন কোন অনুচ্ছেদের অধীনে প্রতিষ্ঠিত হয়?
a) 324 ধারা
b) 372 ধারা
c) 333 ধারা
d) 380 ধারা
Read More: –Indus river and their tributaries-How to Know easily
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
Important MCQ GK set 3-ব্যাখ্যা সহ উত্তর
1-d)
ভিটামিনের নাম এবং অভাবজনিত রোগ –
ভিটামিন A-রাতকানা, কেরাটোমালেসিয়া
ভিটামিন B1 -বেরিবেরি
ভিটামিন B2- স্টোমাটাইটিস, গ্লসাইটিস
ভিটামিন B5 -পেল্লাগ্রা
ভিটামিন B6- নিউরোপ্যাথি
ভিটামিন B12 -এনেমিয়া
ভিটামিন C- স্কার্ভি
ভিটামিন D – রিকেট , অস্টিওম্যালিসিয়া
ভিটামিন E – বন্ধ্যাত্ব
ভিটামিন K- হেমারেজ
2-a)
i) লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। 1858 থেকে 1862 সালের মধ্যে তার মেয়াদ চার বছর স্থায়ী হয়েছিল।
ii) 1833 সালে ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন উইলিয়াম বেন্টিঙ্ক
iii) বাংলার প্রথম গভর্নর-জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস 1772-1785 পর্যন্ত অফিসের মেয়াদকাল
iv) লর্ড মাউন্টব্যাটেন (1947-48) ছিলেন ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর-জেনারেল।
v) ফ্রান্সিসকো ডি আলমেদা ভারতের পর্তুগিজ রাজ্যের প্রথম গভর্নর এবং ভাইসরয় হিসাবে নিযুক্ত হন।
vi) পর্তুগিজ গোয়ার প্রথম গভর্নর ছিলেন-আলফোনসো ডি আলবুকার্ক 1503 খ্রিস্টাব্দে ভারতে আসেন এবং 1509 খ্রিস্টাব্দে ভারতে পর্তুগিজদের গভর্নর হন। তিনি 1510 খ্রিস্টাব্দে বিজাপুরের সুলতানের কাছ থেকে গোয়া দখল করেন। তিনি সাম্রাজ্যবাদের নীতি (policy of Imperialism) প্রবর্তন করেন।
3.a)
i) শুক্র এবং ইউরেনাস হল একমাত্র দুটি গ্রহ যা পূর্ব থেকে পশ্চিমে ঘোরে।
ii) শুক্র এবং ইউরেনাস বাদে অন্য সব গ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে।
iii) আমাদের সৌরজগতে মাত্র দুটি গ্রহ আছে যেগুলো ঘড়ির কাঁটার দিকে ঘুরছে যেমন ইউরেনাস এবং শুক্র।
iv) শুধুমাত্র শুক্র এবং ইউরেনাসের এই “পিছন দিকে” ঘূর্ণন আছে।
v) শুক্র এবং ইউরেনাস বাদে সমস্ত গ্রহ সূর্যকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রদক্ষিণ করে এবং তাদের অক্ষের উপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে (পশ্চিম থেকে পূর্ব) ঘোরে।
vi) বৃহস্পতি হল আমাদের সৌরজগতের দ্রুততম ঘূর্ণায়মান গ্রহ মাত্র 10 ঘন্টার মধ্যে গড়ে একবার ঘুরছে। এর মানে হল সৌরজগতের সমস্ত গ্রহের মধ্যে বৃহস্পতির সবচেয়ে কম দিন রয়েছে।
vii) শুক্র এর সবচেয়ে ধীর ঘূর্ণনকাল আছে।
4.b)
i) বিষুব রেখায় পৃথিবীর ব্যাস 12,756 কিলোমিটার (কিমি)
ii) মেরুতে পৃথিবীর ব্যাস 12,714 কিমি
Read More:-Answer on Lok Sabha-You need to know quickly
5-a)
i) অ্যারিস্টটলকে জীববিজ্ঞানের জনক বলা হয়
ii) অ্যারিস্টটল প্রাণিবিদ্যার জনক হিসাবে পরিচিত
iii) থিওফ্রাস্টাসকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়।
iv) আইজ্যাক নিউটন আধুনিক পদার্থবিজ্ঞানের জনক
v) আর্কিমিডিসকে গণিতের জনক বলা হয়।
vi) প্রাচীন গ্রীক পণ্ডিত এরাটোস্থেনিসকে ভূগোলের জনক বলা হয়।
vii) অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়।
viii) ইতিহাসের জনক – হেরোডোটাস
ix) অগাস্ট কমতেকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়
x) উইলহেম ওয়ান্ডকে মনোবিজ্ঞানের জনক বলা হয়
xi) ইউক্লিড ছিলেন একজন গ্রীক গণিতবিদ এবং তাকে জ্যামিতির জনক বলা হয়।
xii)মুহাম্মদ ইবনে মুসা আল-খোয়ারিজমিকে বীজগণিতের জনক বলা হয়
xiii) ইউক্লিডকে জ্যামিতির জনক বলা হয়
xiv) স্যার উইলিয়াম টিন্ডেলকে ইংরেজি গদ্যের জনক বলা হয়
xv) জিওফ্রে চসারকে ইংরেজি কবিতার জনক বলা হয়
Important MCQ GK set 3
6.b)
বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি
বিকিরণ -কোনো মাধ্যম ছাড়াই যখন তাপমাত্রা এক বস্তু থেকেই অন্য বস্তুতে পরিবাহিত হয়।
বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ সঞ্চারিত হয়।
পরিবহন – এই পদ্ধতিতে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ প্রবাহিত এ হয় কিন্তু পদার্থের অনু গুলোর কোনো স্থান পরিবর্তন হয় না।
এই পদ্ধতিতে ভূপৃষ্ট সংলঙ্গ স্তর থেকে উপরের বায়ুস্তরে তাপ পরিবাহিত হয়।
পরিবহন পদ্ধাতিতে তাপ সঞ্চারিত হয় কঠিন পদার্থে।
পরিচলন-উপর থেকেই নিচের শীতল বায়ু এবং নিচে থেকেই উপরে উষ্ণ বায়ুর একসঙ্গে চক্রাকার আবর্তনের ফলে যে সঞ্চালন পক্রিয়া সৃষ্টি হয় তাহাকে পরিচলন বলে।
পরিচলন পদ্ধাতিতে তরল পদার্থ্য উত্তপ্ত হয়।
Also Read:-What is the answer of important Nobel award fact
7.b)
আড়াআড়ি তরঙ্গের (Transverse waves) কারণে মাধ্যমটি তরঙ্গের দিকের লম্বভাবে চলে (move)।
অনুদৈর্ঘ্য তরঙ্গের (Longitudinal waves )কারণে মাধ্যমটি তরঙ্গের দিকের সমান্তরালে চলে (move) ।
অনুদৈর্ঘ্য তরঙ্গের (longitudinal) উদাহরণ-
i)বাতাসে শব্দ তরঙ্গ (Sound waves in air)
ii)ভূমিকম্পের প্রাথমিক তরঙ্গ (The primary waves of an earthquake)
iii)আল্ট্রাসাউন্ড।
iv)একটি বসন্তের কম্পন (The vibration of a spring)
v)গ্যাসের ওঠানামা (The fluctuations in a gas)
vi)সুনামির ঢেউ (The tsunami waves)
অনুপ্রস্থ তরঙ্গের (Transverse)উদাহরণগুলির মধ্যে রয়েছে-
i)জলের পৃষ্ঠে ঢেউ (ripples on the surface of water)
ii)একটি গিটার স্ট্রিং মধ্যে কম্পন (vibrations in a guitar string)
iii)স্পোর্টস স্টেডিয়ামে একটি মেক্সিকান তরঙ্গ (a Mexican wave in a sports stadium)
iv)ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ – যেমন আলোক তরঙ্গ, মাইক্রোওয়েভ, রেডিও তরঙ্গ (electromagnetic waves –
eg. light waves, microwaves, radio waves)
v)সিসমিক এস-তরঙ্গ (seismic S-waves)
8.b)
পৃথিবী মেরুতে সামান্য চ্যাপ্টা। এজন্য এটিকে “জিওড” বলা হয়।
9.d)
10.b)
বিষুব (Equinox)বলতে দিন এবং রাতের সমান সময়কাল বোঝায়।
21শে মার্চ মহাবিষুব
23 সেপ্টেম্বর জলবিষুব
অন্যদিকে, অয়নকাল (solstice) এমন একটি দিনকে বোঝায় যা দীর্ঘতম দিন বা সবচেয়ে ছোট দিন।
22 ডিসেম্বর শীতকালীন অয়নকাল (winter solstice)
21 জুন গ্রীষ্মকালীন অয়নকাল (summer solstice)
11.b)
সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় নেয় – 8 মিনিট 20 সেকেন্ড
চাঁদের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় নেয় -1.34 সেকেন্ড
Read Also: –Heat and Temperature -know the answer quickly
12.c)
হ্রদ(Lake) সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
উলার হ্রদ-এশিয়ার বৃহত্তম মিঠা জলের হ্রদগুলির মধ্যে একটি এবং এটি টেকটোনিক কার্যকলাপের ফলে গঠিত হয়েছিল।
ওড়িশার চিলিকা হ্রদ- ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ।
কেরালার ভেম্বানাদ হ্রদ -ভারতের দীর্ঘতম হ্রদ।
সিকিমের চোলামু হ্রদ -ভারতের সর্বোচ্চ হ্রদ।
লোনার হ্রদ- মহারাষ্ট্রের বুলধানা জেলার লোনারে অবস্থিত একটি বিজ্ঞাপিত জাতীয় ভূ-ঐতিহ্যের স্মৃতিস্তম্ভ (a national Geo-hertage monument), লবণাক্ত, সোডা হ্রদ।
*** উদয়পুর ভারতের হ্রদ এর শহর (city of lake) হিসেবে পরিচিত।
লেকের ধরন উদাহরণ (ভারত)
প্রাকৃতিক হ্রদ -উলার লেক (জম্মু ও কাশ্মীর)
হিমবাহী হ্রদ- রূপকুন্ড হ্রদ (উত্তরাখণ্ড)
আগ্নেয়গিরির হ্রদ- লোনার হ্রদ (মহারাষ্ট্র)
টেকটোনিক হ্রদ -চিলিকা হ্রদ (ওড়িশা)
অক্সবো লেক -নলসরোবর লেক (গুজরাট)
জলাধার- নাগার্জুন সাগর হ্রদ (অন্ধ্রপ্রদেশ)
মেরোমিটিক হ্রদ- লোনার হ্রদ (মহারাষ্ট্র)
লবণাক্ত জলের হ্রদ -চিল্কা হ্রদ (ওড়িশা)
13.a)
i) মহারাষ্ট্র হল প্রধান কাগজ উৎপাদনকারী রাজ্য।
ii) মহারাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যক পেপার মিল রয়েছে
iii) ভারতের বৃহত্তম নিউজপ্রিন্ট পেপার মিল রয়েছে নেপানগরে (মধ্যপ্রদেশ)
14.c)
সিভি. রামনকে রমন প্রভাব (Raman effect)আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে 1930 সালের নোবেল পুরষ্কার দেওয়া হয়েছিল, যাতে কোনও উপাদানের মধ্য দিয়ে যাওয়া আলো বিক্ষিপ্ত হয় এবং বিক্ষিপ্ত আলোর তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তিত হয় কারণ এটি পদার্থের অণুতে শক্তির অবস্থার পরিবর্তন ঘটায়
হর গোবিন্দ খোরানাকে 1968 সালে মেডিসিনে নোবেল পুরষ্কার দেওয়া হয়েছিল। খোরানা ছিলেন প্রথম বিজ্ঞানীদের একজন যিনি প্রোটিন সংশ্লেষণে নিউক্লিওটাইডের ভূমিকা প্রদর্শন করেছিলেন এবং জেনেটিক কোড ক্র্যাক করতে সাহায্য করেছিলেন।
1931 সালে, সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর গণনা করেছিলেন যে একটি নক্ষত্র যদি যথেষ্ট বড় হয় যখন তার জ্বালানী ফুরিয়ে যায়, তাহলে একটি ব্ল্যাক হোল তৈরি করতে তার মূল পতন থেকে মাধ্যাকর্ষণকে আটকানোর কিছু নেই।
Read Also: –Who is the head of the diff organization-know easily
15.c)
নির্বাচন সম্পর্কিত ধারা
অনুচ্ছেদ 324- নির্বাচনের তত্ত্বাবধান, নির্দেশনা এবং নিয়ন্ত্রণ একটি নির্বাচন কমিশনের উপর ন্যস্ত করা হবে
অনুচ্ছেদ 325- ধর্ম, জাতি, বর্ণ বা লিঙ্গের ভিত্তিতে কোনও ব্যক্তিকে একটি বিশেষ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য অযোগ্য বা দাবি করা যাবে না
ধারা 326- লোকসভা ও রাজ্যসভা এবং রাজ্যগুলির আইনসভার নির্বাচনগুলি প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে হতে হবে।
অনুচ্ছেদ 327- আইনসভা নির্বাচনের বিষয়ে বিধান করার সংসদের ক্ষমতা
ধারা -328- এই জাতীয় আইনসভার নির্বাচনের বিষয়ে বিধান করার জন্য একটি রাষ্ট্রের আইনসভার ক্ষমতা
ধারা 329- নির্বাচনী বিষয়ে আদালতের হস্তক্ষেপের বাধা
অনুচ্ছেদ 329A- মামলায় সংসদ নির্বাচনের জন্য বিশেষ বিধান
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>