
Fifty Important Biology MCQ in Bengali
প্রিয় পাঠক, আজকে আসন্ন পরীক্ষার জন্য জীববিদ্যা সম্পর্কিত মাল্টিপল চয়েস প্রশ্ন (Fifty Important Biology MCQ in Bengali)আলোচনা করলাম ।
জীববিদ্যা- মাল্টিপল চয়েস প্রশ্ন- সেট ২
1)শিশুর দেহে কত সংখ্যার হাড় পাওয়া যায়?
a)206
b)200
c)300
d)220
2)মানব দেহের দীর্ঘতম হাড় কোথায় পাওয়া যায়?
a) উরু
b) কান
c)হাঁটু
d) চোয়াল
3)পিত্ত মানব দেহের কোন অঙ্গ দ্বারা উৎপাদিত হয়?
a) অগ্ন্যাশয়
b) লিভার
c) জিহ্বা
d) পেট
4)ঘুমের সময় রক্তচাপ কি হয়?
a) হ্রাস হয়
b) বৃদ্ধি হয়
c) উভয়ই হয়
d)কোনটি নয়
5) মানব দেহে রক্তের pH মান কত?
a) 7.4
b)5.6
c)3.4
d)4.2
6) হিমোগ্লোবিনের কার্য কী?
a) হাইড্রোজেন বহন করা
b) জল বহন করা
c) কার্বন বহন করা
d) অক্সিজেন বহন করা
7) মানব দেহে লোহিত রক্ত কণিকা কোথায় উৎপাদিত হয় ?
a) লাল অস্থি মজ্জা
b) প্লীহা
c)সাদা অস্থি মজ্জা
d) কোনটি নয়
8)ভিটামিন K কি কাজে সাহায্য করে?
a) রক্ত জমাট বাঁধা
b) রক্ত সঞ্চালন
c)রক্তে অক্সিজেন বহন করা
d) কোনটি নয়
9)মানুষের মস্তিষ্কে পাওয়া ক্রেনিয়াল স্নায়ুর সংখ্যা কত?
a)18 জোড়া
b)12 জোড়া
c)31 জোড়া
d)13 জোড়া
10)কোষের কোন অঙ্গাণুতে শ্বসন ঘটে ?
a) সাইটোপ্লাজম
b) গলগিবডি
c)মাইটোকন্ড্রিয়া
d) কোনটি নয়
11) প্রস্রাবের রঙ হলুদ কেন হয় ?
a) বিলিরুবিন থাকার জন্য
b) বিলভার্ডিন থাকার জন্য
c) ইউরোক্রোম থাকার জন্য
d) কোনটি নয়
12) কোন হরমোনকে জীবন রক্ষাকারী হরমোন বলা হয়?
a) ইনসুলিন
b) অ্যাড্রেনালিন
c)থাইরক্সিন
d)অ্যান্ড্রোজেন
13) কোন গ্রন্থি ইনসুলিন নিঃসরণের জন্য দায়ী?
a) অগ্ন্যাশয়
b) থাইমাস
c)থাইরয়েড
d)পিটুইটারি
14) মানব দেহের দীর্ঘতম শক্তিশালী পেশী কোথায় থাকে?
a) হাঁটু
b) উরু
c) চোয়াল
d) কান
15) একজন ব্যক্তির পেশীতে কোন অ্যাসিড জমার কারণে ক্লান্তি অনুভব করে?
a) ফর্মিক অ্যাসিড
b) এসিটিক অ্যাসিড
c) ল্যাকটিক অ্যাসিড
d) কোনটি নয়
Read More:Time and Distance Math-How to solve quickly
16) মানব দেহের বৃহত্তম অঙ্গটি হ’ল
a) ত্বক
b) লিভার
c)প্লীহা
17)মানুষের মধ্যে কতগুলি প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়
a) 18
b)20
c)12
d)15
18) নলাকার লেন্স একটি ব্যাবহার করা হয় কোন কারণে?
a) রাতের অন্ধত্ব দূর করার জন্য
b) অ্যাস্টিগম্যাটিজম রোগে
c) রঙিন অন্ধত্ব দূর করার জন্য
d) কোনটি নয়
19) পত্ররন্ধ্র সাধারণত
a) দিনের সময় খোলা থাকে
b) রাতের সময় খোলা থাকে
c)দিন এবং রাত উভয় সময় খোলা থাকে
d) কোনটি নয়
20)কোন যন্ত্রটি বাষ্পমোচন এর হার পরিমাপ করতে সহায়তা করে?
a) পোটোমিটার
b) ফাইটোমিটার
c) ল্যাকটোমিটার
d) কোনটি নয়
21) সালোকসংশ্লেষ কোন বর্ণের আলোতে দ্রুততম হয়?
a) লাল আলো
b) নীল আলো
c) সবুজ আলো
d) হলুদ আলো
22)অক্সিজেনের অনুপস্থিতিতে উদ্ভিদের অঙ্গের কোন অংশটি শ্বাস নিতে পারে?
a) বীজ
b) শিকড়
c)পাতা
d)ফল
23) জিব্বেরেলিন কোন ধরনের উদ্ভিদ থেকেই পাওয়া যায়?
a) শৈবাল
b) ছত্রাক
c)ব্রায়োফাইট
d) টেরিডোফাইটা
24) নাইট্রোজেন স্থিতিকরণ কোন উপাদানটি ভূমিকা পালন করে?
a) নাইট্রোজেন
b) মলিবডেনাম
c)ক্যালসিয়াম
d)দস্তা
25) লিগামেন্ট কিসের সঙ্গে যুক্ত থাকে?
a) হাড়কে পেশী
b) পেশী থেকে পেশী
c)হাড় থেকে হাড়
d) কোনটি নয়
26)বিবর্তনের জনক কে?
a) লামার্ক
b) ডারউইন
c)মেন্ডেল
d)ডি ভ্রিস
27) কাহাকে কোষের এনার্জি কারেন্সী বলা হয় ?
a) ADP
b) NADP
c) ATP
d) GTP
28)কোন হরমোন ফুল ফোটার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
a) ফ্লোরিজেন
b) অক্সিন
c) কাইনিন
d) জিব্বেরেলিন
29) ফুসফুস কোন ঝিল্লি দ্বারা আচ্ছাদিত হয়?
a) পেরিকার্ডিয়াম
b) প্লুরা
c)এন্ডোকার্ডিয়াম
d) মেসোকার্ডিয়াম
30) জীবন প্রথম আবির্ভূত হয়েছিল কোথায়?
a) জল
b) পাহাড়
c)স্থান
d)বনে
31) লবণাক্ত মাটিতে বেড়ে ওঠা উদ্ভিদটি কি নামে পরিচিত হয়?
a) হ্যালোফাইটস
b) ক্রায়োফাইটস
c) মেসোফাইটস
d) অক্সিলোফাইট
Also Read:-Problems of the Parallelogram math-How to solve
32) সালোকসংশ্লেষণ একটি কি ধরনের প্রক্রিয়া?
a) জৈবিক
b) শারীরবৃত্তীয়
c) রাসায়নিক
d)ফটোকেমিক্যাল
33) একটি পদার্থ যা উদ্ভিদ দ্বারা সংশ্লেষিত হতে পারে তবে প্রাণী করতে পারে না
a) গ্লুকোজ
b) সুক্রোজ
c)গ্যালাকটোজ
d)অ্যামিনো অ্যাসিড
34) সালোকসংশ্লেষ এ সাহায্যকারী মূল ধাতু কী?
a) ম্যাগনেসিয়াম
b) ক্যালসিয়াম
c)ম্যাঙ্গানিজ
d) কোনটি নয়
35) সাধারণ শ্বাসবস্তু কোনটি ?
a) glucose
b) fructose
c)গ্যালাকটোজ
d) কোনটি নয়
36) বাষ্পমোচন টান তত্ত্ব কে প্রস্তাব করেছিলেন ?
a) ডিক্সন এবং জলি
b) জগদীশ বোস
c)স্টিফেন হেলস
37) ডিএনএর ডাবল হেলিক্স তত্ত্ব কে প্রস্তাব করেছিলেন ?
a) ওয়াটসন এবং ক্রিক
b) মেন্ডেল
c)স্টারসবার্গার
d) কোনটি নয়
38)জেনেটিক কোডের উদ্ভাবক কে ?
a) মেন্ডেল
b) এইচ জি খুরানা
c)এস চন্দ্রশেখর
d) কোনটি নয়
39) আরশোলার হৃৎপিণ্ডে কয়টি কক্ষ আছে ?
a) 4
b)13
c)14
d)2
40) কোন অংশটি ছোলার ভোজ্য অংশ হিসাবে ব্যবহৃত হয় ?
a) কোটিলেডন
b) মূল
c)বীজ
d) কোনটি নয়
41) নিম্নলিখিত অ্যাসিডগুলির মধ্যে কোনটি পচা মাখনে (Rancid butter) আছে ?
a) বিউটিরিক অ্যাসিড
b) ল্যাকটিক অ্যাসিড
c)ফর্মিক অ্যাসিড
d)এসিটিক অ্যাসিড
42) ইউগ্লিনার রেচন অঙ্গের নাম কী?
a) কিডনি
b) কক্সাল গ্রন্থি
c)সংকোচনগহ্বর
d) কোনটি নয়
43) কেঁচোর গমন প্রক্রিয়ার নাম কী ?
a) সাঁতার
b) উড়া
c) ক্রিপিং
d)লুপিং
44) কাহাকে কোষের আত্মঘাতী থলি বলা হয় ?
a) লাইসোসোম
b) সাইটোপ্লাজম
c)মাইটোকন্ড্রিয়া
d) কোনটি নয়
45) অ্যাসপিরিন ঔষধ কোন অঙ্গের রোগের জন্য ব্যবহৃত হয় ?
a) চোখ
b) স্নায়ু
c)প্লীহা
d)অগ্ন্যাশয়
Read also: –How to prepare for WB ANM/GNM entrance exam.
46)ডানাবিহীন পাখির নাম কী ?
a) অস্ট্রিচ
b) ঈগল
c) উট
d)ইমু
47) ট্র্যাকোমা রোগ কোন অঙ্গের সাথে সম্পর্কিত?
a) চোখ
b) গ্রন্থি
c)ত্বক
d)জিহ্বা
Also see: –মানবদেহের হাড় সম্পর্কিত ৫০ টি প্রশ্ন এবং উত্তর
48) HPLC পরীক্ষা কোন রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়?
a) দৃষ্টিশক্তি
b) সিফিলিস
c) থ্যালাসেমিয়া
d) কোনটি নয়
49) কোন অঙ্গকে মানব দেহের ব্যস্ততম অঙ্গ বলা হয়?
a) ফুসফুস
b) পেশী
c)হৃদয়
d)চোখ
50) ডার্মাটোসিস কিসের অভাবের কারণে হয়
a) ভিটামিন B
b) ভিটামিন A
c) ক্যালসিয়াম
d) কোনটি নয়
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> >>>>>>>>>>>>>>>>>>>
Fifty Important Biology MCQ-Answer
1-c | 2-a | 3-b | 4-a | 5-a | 6-d | 7-a | 8-a | 9-b | 10-c |
11-c | 12-b | 13-a | 14-c | 15-c | 16-a | 17-b | 18-b | 19-a | 20-a |
21-a | 22-a | 23-b | 24-b | 25-c | 26-b | 27-c | 28-a | 29-b | 30-a |
31-a | 32-b | 33-a | 34-a | 35-a | 36-a | 37-a | 38-b | 39-b | 40-a |
41-a | 42-c | 43-c | 44-a | 45-a | 46-a | 47-a | 48-c | 49-c | 50-a |