GK Questions in Bengali
প্রিয় পাঠক , আজ তোমাদের সামনে পূর্ববর্তী বৎসরের জেনারেল নলেজ প্রশ্ন (GK Questions in Bengali)এবং তার উত্তর তুলে ধরলাম।
জেনারেল নলেজ -পূর্ববর্তী বৎসরের প্রশ্ন- WBPSC ক্লার্কশিপ পরীক্ষা 2023
1)ভারতের একটি অঙ্গ রাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করেন?
A) ভারতের প্রধানমন্ত্রী
B) স্বরাষ্ট্রমন্ত্রী
C) রাষ্ট্রপতি
D) শীর্ষ আদালতের প্রধান বিচারপতি
ANS: -B
2) নিচের উল্লিখিত বন্দরগুলির মধ্যে কোনটির অবস্থান পাকিস্তানে নয়?
A) করাচি
B) গোয়াদার
C) পাসনি
D) বন্দর আব্বাস
ANS: -D
এটি ইরানের বন্দর
3) অস্ট্রেলিয়ার রাজধানী হল
A) মেলবোর্ন
B) সিডনি
C) ক্যানবেরা
D) পার্থ
ANS: -C
4)ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করার জন্য নিম্নের উল্লিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি ভারত সরকারের সমালোচনা করেছে?
A) বাংলাদেশ
B) সংযুক্ত আমিরশাহী
C) তুরস্ক
D) সৌদি আরব রাষ্ট্র
CURRENT AFFAIRS
5)‘কমনওয়েলথ গেমস‘ কোন বৎসরে ভারতে অনুষ্ঠিত হয়?
A) 1990
B) 2010
C) 2014
D) 2018
CURRENT AFFAIRS
6) 2020 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যে শহরে সেটি
A) টোকিও
B) বেজিং
C) প্যারিস
D) মস্কো
CURRENT AFFAIRS
7)নিম্নের উল্লিখিত নোবেলপুরস্কার বিজয়ীদের মধ্যে কোন ব্যাক্তির কলকাতার সঙ্গে বিশেষ কোনো যোগাযোগ ছিল না?
A) মাদার টেরেসা
B) হরগোবিন্দ খোরানা
C) সি ভি রামন
D) অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়
ANS: -B
8)নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি BIMSTEK গোষ্ঠির সদস্য নয়?
A) পাকিস্তান
B) মায়ানমার
C) শ্রীলংকা
D) ভারত
CURRENT AFFAIRS
9)কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলেন তা হল
A) ওয়েস্ট ইন্ডিজ
B) ইংল্যান্ড
C) দক্ষিণ আফ্রিকা
D) ভারত
ANS: -C
10)নিম্নে উল্লিখিত ব্যাক্তিগনের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন?
A) দাদাভাই নওরোজী
B) এ অক্টোভিয়ান হিউম
C) উমেশ চন্দ্র ব্যানার্জী
D) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
ANS: -C
Read More: –How to crack WBCS exam in first attempt
11)বর্তমানে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল হলেন
A) এন ভোরা
B) জগমোহন
C) সতপাল মালিক
D) গিরিশ চন্দ্র সাক্সেনা
CURRENT AFFAIRS
12) নিচে কিছু খেলোয়াড়ের নাম এবং যে সব খেলায় তারা পারদর্শী তা দেওয়া হয়েছে। খেলোয়াড় এর নাম এবং খেলা ঠিকমতো উল্লেখ করতে হবে।
A) ক্রিস্টিয়ানো রোনালদো– ক্রিকেট
B) সিমোনা হালেপ – টেনিস
C) টাইগার `উডস –বিলিয়ার্ডস
D) জো রুট –ফুটবল
ANS: -B
13) ভারতের ‘লুক ইস্ট‘ নীতি চালু করেন
A) নরসিংহ রাও
B) অটল বিহারী বাজপেয়ী
C) মনমোহন সিং
D) নরেন্দ্র মোদী
ANS: -D
14) ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন?
A) হোমি ভাবা
B) বিক্রম সারাভাই
C) আর চিদাম্বরম
D)এইচ এন সেথনা
ANS: -A
15)2019 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়
A) সি জিনপিং
B) আবি আহমেদ
C) গ্রেটা টেনবার্গ
D) মালালা ইউসুফজাই
CURRENT AFFAIRS
GK Questions in Bengali
16)স্বাধীন ভারতে প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
A) রাজেন্দ্র প্রাসাদ
B) সি রাজাগোপালাচারী
C) বি আর আম্বেদকর
D) সর্বপল্লী রাধাকৃষ্ণন
ANS: -B
17) আলেকজেন্ডার কবে ভারতবর্ষ আক্রমণ করেন?
A)323 B.C
B)325 B.C
C)326 B.C
D)327 B.C
ANS: -C
18)নিম্নে উল্লিখিত দেশগুলির মধ্যে কোন দেশে বসবাসকারী কুর্দিশদের উপর সম্প্রতি সময়ে তুরুস্ক আক্রমণ করেছে?
A) ইরান
B) ইরাক
C)সিরিয়া
D) সৌদি আরব
CURRENT AFFAIRS
19)নিম্নলিখিত ব্যাক্তিদের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পায়নি?
A) টনি মরিসন
B) গ্রাবিয়েল্লা মিস্ট্রেল
C) অরুন্ধতী রায়
D) ওলগা টোকারজুক
ANS: -C
20)রবীন্দ্রনাথ ঠাকুর তার ‘নাইট ‘ উপাধি পরিত্যাগ করেন কবে?
A)1905
B)1911
C)1914
D)1919
ANS: -D
Read More: –How to crack SSC-MTS exam in first attempt
21)নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতেই চা এর উৎপাদন হয় না?
A) আসাম
B) ত্রিপুরা
C)মধ্যপ্রদেশ
D)পশ্চিমবঙ্গ
ANS: -C
22)নিম্নের উল্লিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোথায় ভারতীয় দূতাবাস প্রধানকে ‘হাই কমিশনার‘ বলা হয়?
A) যুক্তরাষ্ট্র
B) যুক্তরাজ্য
C) জার্মানি
D) রাশিয়া
ANS: -B
23)উসাইন বোল্ট –একজন
A) দূরপাল্লার দৌড়বিদ
B) সাঁতারু
C) বাস্কেটবল খেলোয়াড়
D) তীরন্দাজ
ANS: -A
24)নিম্নে উল্লিখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস হিমালয়ে?
A) দামোদর
B) কাবেরী
C)ব্রহ্মপুত্র
D)নর্মদা
ANS: -C
25)নিম্নে উল্লিখিত ব্যাক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নয়?
A) ধ্যানচাঁদ
B) মিলখা সিং
C)স্যারদের সিং
D) সন্দীপ সিং
ANS: -B
GK Questions in Bengali
26) নিম্নের উল্লিখিত স্থানগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়?
A) ভানুয়াটু
B) নেদারল্যান্ড
C) আলাস্কা
D) কানাডা
ANS: -C
27)অমরকন্টক শহর টি কোথায় আছে?
A) মহারাষ্ট্র
B) মধ্যপ্রদেশ
C) রাজস্থান
D) উত্তরাখন্ড
ANS: -B
28)ISRO- এর সদর দপ্তর হল
A) হায়দ্রাবাদ
B) বেঙ্গালুরু
C) আমেদাবাদ
D) তিরুবন্তপুরম
ANS: -B
29)নিম্নে উল্লিখিত ব্যাক্তিদের মধ্যে বর্তমানে কে ভারতের বিদেশমন্ত্রী
A) অজিত দোভাল
B) রাজনাথ সিং
C) বিজয় গোখেল
D) এস জয়শঙ্কর
CURRENT AFFAIRS
30)বিশ্বের বৃহতম রেইন ফরেস্ট– এ অগ্নিকাণ্ডের জন্য সাম্প্রতিক কালেই কোন দেশের নাম সংবাদ শিরোনামে ছিল?
A) মেক্সিকো
B) ব্রাজিল
C) ভেনিজুয়েলা
D) ইকুয়েডর
CURRENT AFFAIRS
31)বিশ্বের উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি দায়ী নয়?
A)জীবাশ্ম জ্বালানির ব্যাবহার
B) পেট্রল গাড়ি
C) সৌর শক্তির ব্যবহার
D) অরণ্য ছেদন
ANS: -C
32)মামল্লাপুরম সম্পর্কে নিম্নে উল্লেখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি অসত্য?
A) এটি একটি UNESCO অনুমোদিত সংস্কৃতির পীঠস্থান
B) এটি ছিল পল্লব রাজাদের রাজধানী
C) এখানে কথাকলি নৃত্যের জন্ম
D) এটি একটি পর্যটন কেন্দ্র
ANS: -D
33)১৯৪৪ সালের ১৪ ই এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে INA যেখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছিল সেই জায়গার নাম
A) ইমফল
B) মায়রাং
C) কোহিমা
D) মোরে
ANS: -B
Read More: –What is the answer of important Nobel award fact
34)‘অশনিসংকেত ‘ গ্রন্থের রচয়িতা হলেন
A) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
B) মানিক বন্দ্যোপাধ্যায়
C) সমরেশ বসু
D)শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ANS: -A
35)2019–এর সংসদীয় নির্বাচনে রাহুল গান্ধী যে নির্বাচন কেন্দ্র থেকেই জয়লাভ করেন সেটি
A) আমেথি
B) ওয়ানাদ
C) তিরুবনন্তপুরম
D) মেডাক
CURRENT AFFAIRS
36) টেস্ট খেলায় কোন ভারতীয় ক্রিকেটার সর্বাধিক ডাবল সেঞ্চুরি করেছেন?
A) সুনীল গাভাস্কার
B) বিরাট কোহলি
C) সচিন টেন্ডুলকার
D) বীরেন্দ্র শেহবাগ
CURRENT AFFAIRS
37)কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না?
A)পন্ডিচেরী
B) চন্দননগর
C)গোয়া
D)আন্দামান নিকোবর ও দ্বীপপুঞ্জ
ANS: -D
38)শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর হল
A) হাওড়া জেলায়
B) হুগলি জেলায়
C) পূর্ব বর্ধমান জেলায়
D) নদিয়া জেলায়
ANS: -B
39)স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সন্মেলন এ বক্তিতা দিয়েছিলেন?
A) 1890 সালে
B)1892 সালে
C)1893 সালে
D)1894 সালে
ANS: -C
40) 2019 সালের সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী কোন নির্বাচনী কেন্দ্র থেকেই এসেছেন?
A) লখনৌ
B) বারানসি
C)রায়বেরেলি
D)আমেদাবাদ
CURRENT AFFAIRS
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>