
Weekly Current Affairs in Bengali-1st-7th November 2023
প্রিয় পাঠকগণ, বাংলায় সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স – ১ ই– ৭ ই নভেম্বর, ২০২৩ অবজেক্টিভ টাইপ প্রশ্ন(Weekly Current Affairs in Bengali) পোস্ট করছি।
কারেন্ট অ্যাফেয়ার্স- অবজেক্টিভ টাইপ প্রশ্ন- ১ ই- ৭ ই নভেম্বর, ২০২৩
Award
1)2023 সালের জন্য ব্রিটিশ একাডেমি বই পুরস্কারে ভূষিত হয়েছেন কে?
নন্দিনী দাস
2)সম্প্রতি দ্বিতীয় রোহিণী নায়ার পুরস্কারে সম্মানিত হয়েছেন কে?
দীননাথ রাজপুত
Appointment
3)ভারতের ‘প্রধান তথ্য কমিশনার‘ হিসেবে নিযুক্ত হয়েছেন কে?
হীরালাল সামারিয়া
4)রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) কাহাকে নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিয়োগ করেছে?
মনোরঞ্জন মিশ্র
5)ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র–এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে?
রোহিত ঋষি
City in news
6)দ্বিতীয় ‘ওয়ার্ল্ড লোকাল প্রোডাকশন ফোরাম‘ কোথায় আয়োজিত হচ্ছে?
হেগ
Country in news
7)বিশ্বের প্রথম AI সেফটি সামিট কোন দেশে আয়োজিত হচ্ছে?
ব্রিটেন
8)কোন দেশ সম্প্রতি ভারতীয়দের ভিসা ছাড়া ভ্রমণের সুবিধা দিয়েছে?
থাইল্যান্ড
9)কোন দেশের সাথে ভারত সম্প্রতি ‘মোবিলিটি এবং মাইগ্রেশন চুক্তি’ স্বাক্ষর করেছে?
ইতালি
10)কোন দেশ আন্তর্জাতিক সৌর জোটের নতুন সদস্য হয়েছে?
চিলি
11)IIT মাদ্রাজ তার প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস স্থাপন করতে চলেছে কোথায়?
তানজানিয়ার জানজিবার দ্বীপে
Day
12)ইন্টারন্যাশনাল ডে ফর বায়োস্ফিয়ার রিজার্ভ কবে পালিত হয়?
3রা নভেম্বর
12.A)ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ার্নেস ডে কবে পালিত হয় ?
05ই নভেম্বর
Person in news
13)’ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল‘-এ আন্তর্জাতিক জুরি প্যানেলের সভাপতিত্ব করবেন কে?
শেখর কাপুর
14)বিশ্বের প্রথম এআই সেফটি সামিটে ভারতের প্রতিনিধিত্ব করছেন কে?
কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর
15)শ্রীলঙ্কার ত্রিনকোমালিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা কে উদ্বোধন করেছিলেন?
নির্মলা সীতারামন
16)’World Food India 2023′-এর দ্বিতীয় সংস্করণ কে উদ্বোধন করেন?
নরেন্দ্র মোদী
17)কোন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্গালুরুতে ‘ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং শো‘ উদ্বোধন করেন?
রাজনাথ সিং
18)’শিশু বিজ্ঞান উৎসব‘ কে উদ্বোধন করেন?
ডঃ জিতেন্দ্র সিং
19)ভুটানের রাজার নাম কি?
ওয়াংচুক
Read More: –Monthly Objective Current Affairs in Bengali-September 2023
Sports in news
20)বিশ্ব ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার যিনি time out এর শিকার হয়েছেন?
অ্যাঞ্জেলো ম্যাথিউস
21)কোন দল সৈয়দ মুশতাক আলী ট্রফির শিরোপা জিতেছে?
পাঞ্জাব
22)ওয়েস্ট ইন্ডিজের কোন খেলোয়াড় সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন?
সুনীল নারিন
23)সম্প্রতি কোন অভিধানে ক্রিকেট সম্পর্কিত ‘বাজবল‘ শব্দটি যোগ করা হয়েছে?
কলিন্স
24)ওয়ানডে ক্রিকেটে দ্রুততম 100 উইকেট নেওয়া বোলার কে?
শাহীন আফ্রিদি
25)মহিলা হকি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে কে?
ভারত
26)কোন ভারতীয় দাবা খেলোয়াড় FIDE মহিলাদের গ্র্যান্ড সুইস 2023-এর খেতাব জিতেছেন?
আর বৈশালী
27) ইংল্যান্ডের কোন ক্রিকেটার 2023 বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করছেন?
ডেভিড উইলি
28)এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপ 2023-এ পুরুষদের 50 মিটার রাইফেল 3P ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছেন?
ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমর
29)ভারতের কোন স্টেডিয়ামে মহান ক্রিকেট খেলোয়াড় শচীন টেন্ডুলকারের মূর্তি উন্মোচন করা হয়েছিল?
ওয়াংখেড়ে স্টেডিয়াম
30)কোন ব্যাটসম্যান ওয়ানডে ক্রিকেটে শচীনের সেঞ্চুরির সমান করেছেন?
বিরাট কোহলি
31)কোন দেশে 24তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে?
বাংলাদেশ
32)ব্রাজিলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2023 জিতেছেন কে?
ম্যাক্স ভার্স্টাপেন
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>