Important Biology Questions in WBCS main exam-2019
প্রিয় পাঠক, পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পূর্ববর্তী বছরের পরীক্ষার জীববিদ্যা প্রশ্ন (Important Biology Questions in WBCS main exam-2019) এখানে দেওয়া হলো।
জেনারেল নলেজ –পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস উপযোগী জীববিদ্যা প্রশ্ন-2019
1) নিচের কোনটি নিউক্লিয়াসের উপাদান নয়?
a) ক্রোমোজোম
b) নিউক্লিওলাস
c) সাইটোপ্লাজম
d) নিউক্লেও মেমব্রেনে
রবার্ট ব্রাউন 1804 সালে কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন।
নিউক্লিয়াস হল ইউক্যারিওটিক কোষে উপস্থিত একটি ঝিল্লি–আবদ্ধ অর্গানেল। ইউক্যারিওটে, RBC এর কোন নিউক্লিয়াস নেই।
এর কাজ হল জিনের অভিব্যক্তি নিয়ন্ত্রণ করা এবং ডিএনএর প্রতিলিপি নিয়ন্ত্রণ করা।
নিউক্লিয়াস তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত – নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিওলাস।
নিউক্লিওলাস: নিউক্লিয়াসের ভিতরে এবং বাইরে পদার্থের চলাচলে সহায়তা করে।
নিউক্লিয়ার মেমব্রেন/এনভেলপ: নিউক্লিয়াসের প্রতিরক্ষামূলক হিসেবেই কাজ করে ।
নিউক্লিওপ্লাজম: নিউক্লিয়াসের সাইটোপ্লাজম।
নিউক্লিয়াস এ থ্রেডের মতো গঠন থাকে যাকে ক্রোমোজোম বলা হয়। ক্রোমোজোমগুলো জিন দিয়ে তৈরি।
2) নিচের কোন ভিটামিনটি হরমোনের অগ্রদূত (Hormone precursor) হিসেবে কাজ করে?
a) ভিটামিন–C
b) ভিটামিন–A
c) ভিটামিন–K
d) ভিটামিন–D
কোলেস্টেরল, সবচেয়ে সাধারণ স্টেরয়েড, প্রধানত লিভারে সংশ্লেষিত হয় এবং এটি অনেক স্টেরয়েড হরমোনের অগ্রদূত।
মানুষ তাদের খাওয়ার পূর্বসূরি থেকে কিছু ভিটামিন তৈরি করতে পারে
উদাহরণস্বরূপ, ভিটামিন এ বিটা ক্যারোটিন থেকে সংশ্লেষিত হয়; এবং নিয়াসিন অ্যামিনো অ্যাসিড ট্রিপটোফ্যান থেকে সংশ্লেষিত হয়। ভিটামিন ডি এর অগ্রদূত (precursor) হল 7-ডিহাইড্রোকোলেস্টেরল (7-DHC)
3) নিয়াসিনের অভাবজনিত রোগের নাম কি?
a) পেলাগ্রা
b) রিকেটস
c) স্কার্ভি
d) পার্নিসিয়াস এনিমিয়া (anemia)
Read More: – Biology Questions asked in WBCS Main Exam-2018
4) DNA থেকে অনুলিপি করা জেনেটিক তথ্য বহন করতে ব্যবহৃত RNA অণুর নাম কি?
a) tRNA
b) mRNA
c) rRNA
d) snRNA
তিনটি প্রধান ধরনের RNA হল:
mRNA (messenger RNA): এটি অনুবাদের সময় প্রোটিন সংশ্লেষণের জন্য টেমপ্লেট প্রদান করে।
tRNA (transfer RNA): এটি অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে এবং অনুবাদের সময় জেনেটিক কোড পড়ে।
rRNA (ribosomal RNA): এটি অনুবাদের সময় একটি কাঠামোগত এবং অনুঘটক ভূমিকা পালন করে।
Important Biology Questions in WBCS main exam-2019
5) নিচের মধ্যে কোনটিতে পলিপেপটাইড চেইনটিকে 3-ডি কাঠামোতে ভাঁজ করার জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য রয়েছে?
a) DNA ক্রম (sequence)
b) RNA
c) হিস্টোন প্রোটিন
d) অ্যামিনো অ্যাসিডের ক্রম (sequence)
6) অ্যাসপিরিন হল একটি
a) অ্যান্টিবায়োটিক
b) এন্টিসেপটিক
c) অ্যান্টিপাইরেটিক
d) উপরের কোনটি নয়
অ্যান্টিবায়োটিক হল এমন ওষুধ যা মানুষ এবং প্রাণীর ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে।
অ্যান্টিবায়োটিক গুলি হল :
i) পেনিসিলিন
ii) সেফালোস্পোরিন
iii) টেট্রাসাইক্লাইন
জ্বর প্রতিরোধ, চিকিৎসা এবং উপশমের জন্য অ্যান্টিপাইরেটিক ব্যবহার করা হয়
অ্যান্টিপাইরেটিকগুলি হল- অ্যাসপিরিন, অ্যাসিটামিনোফেন
7) রক্তের গ্রুপ–A-এর একজন পুরুষ রক্তের গ্রুপ–AB-এর একজন মহিলাকে বিয়ে করেন, কোন ধরনের বংশধর নির্দেশ করবে যদি মানুষটি ভিন্নধর্মী হয় (heterozygous)?
a) O
b) B
c) A
d) AB
8) অন্ধকারে চোখের ‘অভিযোজন কি কারণে হয়?’
a) রড কোষ গুলোতে দৃষ্টি রঙ্গক (vision pigment) হ্রাস হয়
b) কোন কোষ গুলোতে দৃষ্টি রঙ্গক ((vision pigment) হ্রাস হয়
c) রড কোষ গুলিতে দৃষ্টি রঙ্গক ((vision pigment) পূর্ণতা (repletion) হয়
d) কোন কোষ গুলিতে দৃষ্টি রঙ্গক ((vision pigment) পূর্ণতা (repletion) পায়
চোখের দুটি প্রধান ধরণের আলো–সংবেদনশীল কোষ রয়েছে: রড এবং কোন ।
রডগুলি দুর্বল আলোতে দৃষ্টি সক্ষম করে, যেখানে কোন কোষ গুলি রঙের দৃষ্টিশক্তির জন্য দায়ী।
Read More: –Monthly Objective Current Affairs in Bengali-October 2023
9) নিচের কোন ভিটামিনটি জলে দ্রবণীয় এবং অ্যান্টিঅক্সিডেন্ট
a) ভিটামিন B1
b) ভিটামিন A
c) ভিটামিন–D
d) ভিটামিন–C
অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন–ভিটামিন C, E
Cholecalciferol একটি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন নয়।
10) DNA ডাবল হেলিক্সের গঠন কে বর্ণনা করেন?
ক) পিটার মিচেল
খ) আন্দ্রে জাগেনডর্ফ
গ) আর্নেস্ট উরিব
ঘ) ওয়াটসন এবং ক্রিক
নিউক্লিক অ্যাসিড হল দীর্ঘ শৃঙ্খলের মতো অণু যা নিউক্লিওটাইড নামক প্রায় অভিন্ন বিল্ডিং ব্লকের একটি সিরিজের সমন্বয়ে গঠিত।
নিউক্লিক অ্যাসিডের দুটি প্রধান প্রকার হল ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড (ডিএনএ) এবং রাইবোনিউক্লিক অ্যাসিড (আরএনএ)।
Important Biology Questions in WBCS main exam-2019
11) প্রোটিন ভাঁজ একটি প্রক্রিয়া যার মধ্যে একটি পলিপেপটাইড ভাঁজ হয়
a) 2-D কাঠামো (structure)
b) গ্লোবুলার ফর্ম (Globular form)
c) 3-ডি কাঠামো (structure)
d) লিনিয়ার ফর্ম (linear form)
12) একজন প্রাপ্তবয়স্ক মানুষের সবচেয়ে বড় গ্রন্থি নিচের কোনটি?
a) থাইমাস
b) লিভার
c) থাইরয়েড
d) অগ্ন্যাশয়
i)সবচেয়ে বড় ধমনী –এবডোমিনাল মহাধমনী
ii)সবচেয়ে বড় শিরা– ইনফেরিওর ভেনাকাভা
iii)বৃহত্তম W.B.C –মনোসাইট
iv)সবচেয়ে ছোট W.B.C –লিম্ফোসাইট
v)ফিল্টার অঙ্গ– কিডনি
vi) বৃহত্তম অঙ্গ– চামড়া
vii) বৃহত্তম গ্রন্থি– লিভার
viii) ক্ষুদ্রতম গ্রন্থি –পিনিয়াল বডি
ix) বৃহত্তম এন্ডোক্রাইন গ্রন্থি –থাইরয়েড
x) ক্ষুদ্রতম এন্ডোক্রাইন গ্রন্থি –পিনিয়াল বডি
xi) সবচেয়ে বড় হাড়– ফিমার (উরুর হাড়)
xii) সবচেয়ে ছোট হাড়– স্টেপিস (কান)
xiii) সবচেয়ে শক্ত হাড়– মান্ডিবোল (চোয়াল)
xiv) বৃহত্তম কোষ –পেশী কোষ
xv) দীর্ঘতম কোষ – স্নায়ু কোষ (নিউরন)
xvi) দীর্ঘতম নার্ভ –সায়াটিক
xvii) বৃহত্তম পেশী –গ্লুটিয়াস পেশী
xviii) দীর্ঘতম পেশী– সার্টোরিয়াস পেশী
xix) মাস্টার অর্গান (প্রভু গ্রন্থি) –ব্রেন
xx) বৃহত্তম লিম্ফ্যাটিক গ্রন্থি –প্লীহা
Read More: –Important fact of Biology–You need to know
13) কোনটি সঠিকভাবে মিলেছে?
a) এপিকালচার–মধু মৌমাছি (honey bee)
b) পিসিকালচার চাষ–সিল্ক মথ
c) সেরিকালচার–মাছ
d) একোয়াকালচার–মশা
i)এপিকালচার–মধু মৌমাছি
ii)একোয়াকালচার–জলজ উদ্ভিদ ও প্রাণী
iii)হরটিকালচার– উদ্যানপালন
iv)পিসিকালচার– মাছ
v)সেরিকালচার–সিল্ক মথ
vi)সিলভিকালচার–বন
14) রক্তে কার্বন ডাই-অক্সাইড প্রধানত পরিবাহিত হয় কি রূপে?
a) কার্বনিক এসিড
b) সোডিয়াম কার্বনেট
c) বাইকার্বনেট
d) কার্বক্সি হিমোগ্লোবিন
অক্সিজেন,অক্সি–হিমোগ্লোবিন হিসাবে পরিবাহিত হয়
15) Kupffer কোষ উপস্থিত আছে কোথায়?
a) অগ্ন্যাশয়
b) লিভার
c) থাইরয়েড
d) ক্ষুদ্রান্ত্র
i)স্নায়ু কোষ– মস্তিষ্কে
ii)RBC, WBC, প্লেটলেটস–রক্ত
ii)কনড্রোসাইটস কোষ –তরুনাস্থি
iv)হেপাটোসাইট কোষ, হেপাটিক কোষ, কুফার কোষ – লিভারে
v)মিউকাস সেল, প্যারিটাল কোষ, চিফ কোষ, জি কোষ – পাকস্থলী (stomach)
vi)অস্টিওব্লাস্ট কোষ, অস্টিওসাইট কোষ, অস্টিওক্লাস্ট কোষ –হাড়ে (Bone)
vii)আলফা কোষ, বিটা কোষ, গামা কোষ, ডেল্টা কোষ, পিপি কোষ – অগ্ন্যাশয় (Pancreas)
16) রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিন কোনটি?
a) ভিটামিন–A
b) ভিটামিন–B
c) ভিটামিন–C
d) ভিটামিন–K
17) নিচের কোনটি মানুষের মধ্যে ভেস্টিজিয়াল নয়?
a) লেজের কশেরুকা (Tail vertebrate)
b) নখ (Nails)
c) নিকটীটেটিং মেমব্রেন
d) ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স
ভেস্টিজিয়াল অঙ্গ–
অ্যাপেন্ডিক্স, কক্সিক্স, শরীরের লোম,উইজডম টিথ (ক্যানাইন), পুরুষদের স্তনবৃন্ত, চোখের নিকটিটেটিং মেমব্রেন, টনসিল
18) উদ্ভিদের খাদ্য কোন আকারে পরিবাহিত হয়?
a) সুক্রোজ
b) ফ্রুক্টোজ
c) গ্লুকোজ
d) ল্যাকটোজ
i)জাইলেম টিস্যু–উদ্ভিদে জল পরিবহন করে
ii)ফ্লোয়েম– উদ্ভিদে খাদ্য পরিবহন করে
19) উদ্ভিদের, জল সরবরাহ কিভাবে হয়?
a) অসমোসিস (Osmosis)
b) ইমবাইবিশন (Imbibition)
c) গুটেশন (Guttation)
d) এডহেসিওন ফোর্স (Adhesion force)
20) Indusium পাওয়া যায়
a) শেওলা
b) moss
c) ফার্ন
d) সাইকাস
Read More: –Important Questions on Light-You need to know
21) প্রোটিন গঠিত হয় কি দিয়ে?
a) ভিটামিন
b) কার্বোহাইড্রেট
c) আলফা–অ্যামিনো অ্যাসিড
d) খনিজ লবণ
22) নিম্নলিখিত কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট নয়
a) ম্যাগনেসিয়াম
b) ক্যালসিয়াম
c) লোহা
d) পটাসিয়াম
i)উদ্ভিদের ম্যাক্রোনিউট্রিয়েন্টস– নাইট্রোজেন (N), পটাসিয়াম (K), ক্যালসিয়াম (Ca), ফসফরাস (P), ম্যাগনেসিয়াম (Mg), সালফার (S), অক্সিজেন (O), কার্বন (C), এবং হাইড্রোজেন (H)।
ii)উদ্ভিদের মাইক্রোনিউট্রিয়েন্টস– বোরন (B), ক্লোরিন (Cl), কপার (Cu), আয়রন (Fe), ম্যাঙ্গানিজ (Mn), মলিবডেনাম (Mo), নিকেল (Ni) এবং জিঙ্ক (Zn)।
23) কালো পায়ের রোগ (Black foot disease) প্রাথমিকভাবে কিসের বিষাক্ততার কারণে ঘটে?
a) ফ্লোরাইড
b) ক্যাডমিয়াম
c) আর্সেনিক
d) সীসা
i)মার্কারি – মিনামাটা রোগ।
ii)সীসা– রক্তাল্পতা, উচ্চ রক্তচাপ, ইমিউনোটক্সিসিটি
iii)আর্সেনিক–ফুসফুস ও ত্বকের ক্যান্সার, কালো পায়ের রোগ
iv)ক্যাডমিয়াম–ইটাই–ইটাই
v)ফ্লোরাইড–ডেন্টাল ফ্লুরোসিস, আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস
24) নিম্নলিখিত জীব এর মধ্যে কোনটি এন্ডোসিম্বিয়নট (endosymbiont)
a) এনাবিনা (Anabaena)
b) অ্যাজাটোব্যাক্টর
c) ক্লোস্ট্রিডিয়াম
d) নাইট্রোব্যাক্টর
25) নিচের কোন ভাইরাসটি জলবাহিত
a) হেপাটাইটিস A
b) হেপাটাইটিস B
c) হেপাটাইটিস C
d) হেপাটাইটিস E
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>