প্রিয় পাঠক, আজকে আসন্ন পরীক্ষার জন্য জীববিদ্যা সম্পর্কিত অবজেকটিভ প্রশ্ন (Important Biology Cell Related Questions)আলোচনা করলাম ।
জীববিদ্যা- অবজেকটিভ প্রশ্ন – কোশ
1 | জীবনের ক্ষুদ্রতম একক কোনটি ? | কোশ |
2 | জীবনের গঠনগত ও কার্যগত একক কোনটি ? | কোশ |
3 | সবচেয়ে ছোট কোশ কোনটি ? | মাইকোপ্লাজমা |
4 | উদ্ভিদ কোশে অবস্থিত বড়ো কোশঅঙ্গানু কোনটি ? | প্লাস্টিড |
5 | প্রানীকোশে অবস্থিত বড়ো কোশঅঙ্গানু কোনটি ? | মাইটোকনড্রিয়া |
6 | সবচেয়ে ছোট কোশঅঙ্গানু কোনটি ? | রাইবোজোম |
7 | কোশের আবিস্কারক কে ? | রবার্ট হুক |
8 | জীবিত কোশের আবিস্কারক কে ? | লিউয়েন হুক |
9 | রবার্ট হুক যে বইয়ে কর্কে অবস্থিত কোশের বাখ্যা করেন? | মাইক্রোগ্রাফিয়া |
10 | মাইক্রোস্কোপ-এর আবিস্কারক কে ? | জানসেন ও জানসেন |
11 | ইলেকট্রন মাইক্রোস্কোপ-এর আবিস্কারক কে ? | নল ও রাসকা |
12 | মানবদেহের ক্ষুদ্রতম কোশ কোনটি ? | সেরিবেলামের দানা কোশ |
13 | খালি চোখে দেখা যায় এমন একটি উদ্ভিদ কোশ ? | অ্যাসিটাবুলেরিয়া |
14 | আদি নিউক্লিয়াসযুক্ত কোশকে কী বলে ? | প্রোক্যারিওটিক কোশ |
15 | প্রোক্যারিওটিক কোশে কোন ধরনের গহ্বর দেখা যায় না ? | গ্যাসগহ্বর |
16 | প্রোক্যারিওটিক কোশ কোনটী ? | মাইকোপ্লাজমা,ব্যাকটেরিয়া |
17 | আদর্শ নিউক্লিয়াসযুক্ত কোশকে কী বলে ? | ইউক্যারিওটিক কোশ |
18 | একক পর্দাযুক্ত কোশঅঙ্গানু কোনটি ? | লাইসোজোম |
19 | পর্দাবিহীন কোশঅঙ্গানু কোনটি ? | রাইবোজোম |
20 | উদ্ভিদের কোশপ্রাচীর কি দিয়ে নির্মিত? | সেলুলোজ |
21 | কোশপ্রাচীর কোন কোশে থাকে ? | উদ্ভিদ কোশে |
22 | কোশপ্রাচীর কোন কোশে থাকে না ? | প্রানীকোশে |
23 | ব্যাকটেরিয়ার কোশপ্রাচীরের উপাদান কী ? | পেপটাইডোগ্ল্যাইকান |
24 | উদ্ভিদের কোশপ্রাচীরের মধ্যপর্দা কী দিয়ে নির্মিত? | পেকটিন |
25 | কোশপ্রাচীর কী ধরনের পর্দা ? | ভেদ্য পর্দা |
26 | উদ্ভিদকোশে সবথেকে বাইরের আবরনটি কী ? | কোশপ্রাচীর |
27 | কোশপর্দার গঠনগত উপাদান কী কী? | প্রোটিন, লিপিড |
28 | কোশপর্দার তরল খাদ্য পান করার পদ্ধতিকে কী বলে ? | পিনোসাইটোসিস |
29 | “কোশপর্দা প্রভেদক পর্দা”- এর অর্থ কী ? | কিছু উপাদান চলাচল করে |
30 | কোশপর্দার আধুনিকতম মডেল কী ? | ফ্লুইড মোজেইক মডেল |
31 | কোশপর্দাকে P-L-P ত্রিস্তরীয় পর্দারুপে কোন বিজ্ঞানী অভিহিত করেন ? | বিজ্ঞানী রবার্টসন |
32 | কোশপর্দায় উপাদান হিসেবে উপস্থিত লিপিডটি কী ধরনের ? | ফসফোলিপিড |
33 | প্রানীকোশের প্রোটোপ্লাজম সংলগ্ন অবরণটি কী ? | কোশপর্দা |
34 | খালি চোখে দেখা যায় এমন একটি কোশপর্দা কোনটি ? | সেদ্ধ ডিমের শক্ত খোসার নীচে অবস্থিত পাতলা পর্দা |
35 | যে জীবের দেহে সাইটোপ্লাজম থাকে না তাদের কী বলে ? | প্রোটোবায়োটা |
36 | কে প্রোটোপ্লাজমের নামকরন করেন ? | পারকিনজি |
37 | কোশের প্রানকেন্দ্র কাহাকে বলে ? | নিউক্লিয়াস |
38 | নিউক্লিয়াস বিহীন একটি উদ্ভিদ কোশ কী ? | সিভনল |
39 | স্তন্যপায়ীর কোথায় নিউক্লিয়াস থাকে না ? | লোহিত রক্তকণিকা |
40 | নিউক্লিয়াস ছাড়া কোন কোশ অঙ্গানুতে DNA থাকে ? | মাইটোকনড্রিয়ার ও প্লাস্টিড |
41 | সিনসিটিয়াম যুক্ত কোশের উদাহরন দাও | সরেখ পেশিকোশ |
42 | অনুন্নত নিউক্লিয়াস কোথায় দেখা যায় ? | ব্যাকটেরিয়া |
43 | নিউক্লিয়াসের ধাত্রের নাম কী ? | ক্যারিওলিম্ফ |
44 | নিউক্লিওপর্দা কি ধরনের পর্দা ? | দ্বিএকক |
45 | মাইটোকনড্রিয়ার বহিঃপর্দা ও অন্তঃপর্দার মাঝের তরলপূর্ণ স্থানটিকে কি বলে ? | পেরিমাইটোকনড্রিয়াল |
46 | মাইটোকনড্রিয়ার নামকরণ করেন কে ? | বেন্ডা |
47 | প্রোক্যারিওটিক কোশে মাইটোকনড্রিয়ার পরিবর্তে কী থাকে ? | মেসোজোম |
48 | মাইটোকনড্রিয়ার অন্তঃপর্দার ভাঁজগুলিকে কী বলে ? | ক্রিস্টি |
49 | উদ্ভিদকোশের কোন কোশ অঙ্গানু অক্সিজেন শোষন করে এবং বর্জন করে ? | মাইটোকনড্রিয়া ও প্লাস্টিড যথাক্রমে |
50 | একটি অর্ধস্বপ্রজননক্ষম কোশ অঙ্গানু কোনটি ? | মাইটোকনড্রিয়া |
51 | কোশের শক্তিধর কাহাকে বলে ? | মাইটোকনড্রিয়া |
52 | মাইটোকনড্রিয়ার কার্যগত এককের নাম কী ? | অক্সিজোম |
53 | প্লাস্টিডের স্ট্রোমায় অবস্থিত চ্যাপ্টা থলির মত অংশকে কী বলে ? | থাইলাকয়েড |
54 | বর্ণহীন প্লাস্টিডকে কী বলে ? | লিউকোপ্লাস্টিড |
55 | শ্বেতসার সঞ্চিত রাখে যে প্লাস্টিড তার নাম কী ? | লিউকোপ্লাস্টিড |
56 | আলুর বর্ণ সাদা হয় কোন অঙ্গানুর জন্য ? | লিউকোপ্লাস্টিড |
57 | প্লাস্টিড যুক্ত প্রানীকোশ কোনটি ? | ইউগ্লিনা |
58 | রঙিন ফুলের পাঁপড়িতে কী ধরনের প্লাস্টিড থাকে ? | ক্রোমোপ্লাস্টিড |
59 | ক্লোরোপ্লাস্টিডের গঠনগত একক কোনটি ? | থাইলাকয়েড |
60 | গলগিবডির কাছাকাছি যে অঞ্চলে কোনো কোশীয় অঙ্গানু থাকে না তাকে কী বলে ? | “জোন অফ এক্সক্লুশন” |
61 | গলগিবডির প্রধান কাজ কী ? | ক্ষরণ |
62 | শক্রানুর অ্যাক্রোজোম টুপী গঠনে সাহায্য করে কোন কোশ অঙ্গানু ? | গলগিবডি |
63 | উদ্ভিদকোশে গলগিবডিকে কী নামে অভিহিত করা হয় ? | ডিকটিওজোম |
64 | প্লিওমরফিক কোশ অঙ্গানু কোনটি ? | গলগিবডি |
65-A | কোন কোশ অঙ্গানুকে বলে লিপোকনড্রিয়া ? | গলগিবডি |
65-B | সিলিয়া গঠনে সাহায্য করে কোন কোশ অঙ্গানু ? | গলগিবডি |
66 | কোন কোশ অঙ্গানুকে বলে আত্মঘাতী থলি ?/ অটোলাইসিস ঘটায় কোন কোশঅঙ্গানু ? | লাইসোজোম |
67- A | আর্দ্রবিশ্লেষক উৎসেচকযুক্ত কোশ অঙ্গানু কোনটি ? | লাইসোজোম |
67-B | লাইসোজোমে কী ধরনের উৎসেচক থাকে ? | হাইড্রোলাইটিক উৎসেচক |
68- A | কোনো কোশের ভিতর লাইসোজোমগুলি ফেটে গেলে কী ঘটবে ? | কোশটি মারা যাবে |
68- B | অন্তঃকোশীয় পরিপাকে সাহায্য করে কোন কোশ অঙ্গানু ? | লাইসোজোম |
69 | ভ্যাকুওলকে ঘিরে অবস্থিত পর্দাকে কি বলে ? | টোনোপ্লাস্ট |
70 | কোন পর্দাবিহীন কোশ অঙ্গানু যা নিউক্লিওলাস থেকে উৎপন্ন হয় ? | রাইবোজোম |
71 | কোন পর্দাবিহীন কোশ অঙ্গানু যা নিউক্লিওলাস থেকে উৎপন্ন হয় ? | রাইবোজোম |
72 | কোন কোষ অঙ্গানু কে বলে কোশের প্রোটিন কারখানা | রাইবোজোম |
73 | ইউক্যারিওটিক কোশে কোন প্রকৃতির রাইবোজোম থাকে ? | 80S |
74 | প্রোক্যারিওটিক কোশে কোন প্রকৃতির রাইবোজোম থাকে ? | 70S |
75 | রাইবোজোম নামকরন করেন কে ? | প্যালাডে |
76 | প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন কোষ অঙ্গানু ? | রাইবোজোম |
77 | DNA থাকে না এমন একটি কোশ অঙ্গানুর নাম কর । | রাইবোজোম |
78 | কোন কোষ অঙ্গানুতে মাইটোকনড্রিয়া থাকে ? | রাইবোজোম |
79 | রাইবোজোমের গঠনগত উপাদান কী ? | rRNA ও প্রোটিন |
80 | কোশে ‘প্রোটিন কারখানা’ কাকে বলে ? | রাইবোজোম |
81 | সেন্ট্রোজোমের চারপাশে বিন্যস্ত সাইটোপ্লাজমকে কী বলে ? | কাইনোপ্লাজম |
82 | কোশ বিভাজনে সাহায্যকারী কোষ অঙ্গানু কোনটি ? | সেন্ট্রোজোম |
83 | কোন প্রানীকোশে সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকে ? | নিউরোন |
84 | পর্দাবিহীন কোষ অঙ্গানু কোনটি ? | সেন্ট্রোজোম, রাইবোজোম,অণুনালিকা |
85 | সেন্ট্রোজোম কোন ধরনের কোশে দেখা যায় ? | প্রানীকোশে |
86 | বেমতন্তু গঠনে সাহায্যকারী কোষ অঙ্গানু কোনটি ? | সেন্ট্রোজোম |
87 | কাইনোপ্লাজম কোন কোষ অঙ্গানুর সঙ্গে সম্পর্কিত ? | সেন্ট্রোজোম |
88 | শুক্রানুর পুচ্ছ গঠনে সাহায্য করে কোন কোষ অঙ্গানু ? | সেন্ট্রোজোম |
89 | লিংকার অংশ থাকে কোন কোষ অঙ্গানুতে ? | সেন্ট্রিওল |
90 | স্ফেরোজোম উৎপন্ন হয় কী থেকে ? | ER |
91 | কোন কোষ অঙ্গানু কোশপর্দা থেকে নিউক্লীয় পর্দা পর্যন্ত বিস্তৃত ? | ER |
92 | রাইবোজোম কোন কোষ অঙ্গানুর পর্দা সংলগ্ন থাকে ? | ER |
93 | কোন কোষ অঙ্গানু সাইটোপ্লাজমের কাঠামো গঠন করে ? | ER |
94 | RER (অমসৃন) উৎপন্ন হয় কী থেকে ? | নিউক্লীয়পর্দা |
95 | কোন ER লিপিড সংশ্লেষের সঙ্গে জড়িত ? | SER |
96 | অ্যাডিপোসাইট জাতীয় কোশে কোন ধরনের ER থাকে ? | RER (অদানাদার ) |
97 | কোনটির জন্য ER অমসৃন হয় ? | রাইবোজোম |
98 | কোশকে দৃঢ়তা প্রদানকারী কোন কোশঅঙ্গানু ? | মাইক্রোটিউবিউল |
99 | মাইক্রোটিউবিউলের সাংগঠনিক উপাদান কী ? | টিউবিউলিন প্রোটিন |