BABUR
প্রিয় পাঠক,আমরা আসন্ন পরীক্ষার জন্য ইতিহাসের (Remember Emperor Babur )প্রশ্ন (questions) উপস্থাপন করছি। আমরা পরবর্তী পোস্টে আরও প্রশ্ন দেবো।
ইতিহাস –বিষয়ভিত্তিক অবজেকটিভ প্রশ্ন। সেট-১। মুঘল সম্রাট-“বাবর” সম্পর্কিত(Remember Emperor Babur )
প্রশ্ন | উত্তর | |
১) | মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ? | বাবর |
২) | বাবর ভারতে কোথা থেকেই আসেন ? | ফরগানা |
৩) | বাবর কাহাকে পরাজিত করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করেন ? | ইব্রাহিম লোদী |
৪) | কোন মুঘল সম্রাট নিজের স্মৃতি কথা লিখেছেন ? | বাবর |
৫) | বাবর কেন পানিপথ এর যুদ্ধ জয়লাভ করেছিল ? | তাহার সামরিক দক্ষতার জন্য |
৬) | বাবর কোথায় মারা গিয়েছিলো | আগ্রা |
৭) | বাবরের সমাধি কোথায় ছিল ? | কাবুল |
৮) | খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ? | বাবর এবং সগ্রাম সিংহ |
৯) | কোন যুদ্ধের জয়লাভের পর বাবর ভারত জয় লাভ করে ? | সামুগড় |
১০) | ভারত আক্রমণ করার জন্য বাবর কে আমন্ত্রণ করেছিল? | দৌলত খান লোদী |
১১) | ১৫২৮ খ্রিস্টাব্দে বাবর কোন সাম্রাজ্য দখল করেছিল? | চান্দেরি |
১২) | পানিপথ এর যুদ্ধ কোথায় হয়েছিল ? | হরিয়ানা |
১৩) | পানিপথ এর যুদ্ধ কবে হয়েছিল ? | ১৫২৬ খ্রিস্টাব্দে |
১৪) | পানিপথ এর যুদ্ধ কে জয় লাভ করেছিল ? | বাবর |
১৫) | কোন শাসক প্রথম সামরিক অস্ত্র ব্যবহার করেছিল ? | বাবর |
১৬) | প্রথম পানিপথ এর যুদ্ধ বাবর কোন গুরুত্বপূর্ণ শহর দুটি দখল করেছিল ? | দিল্লী এবং আগ্রা |
১৭) | বাবর কবে মারা যায় ? | ১৫৩০ খ্রিস্টাব্দে |
১৮) | বাবরকে সমাধিস্থ্য প্রথম কোথায় করা হয়েছিল ? | আগ্রা |
১৯) | ১২ বৎসর বয়সেই বাবর তাহার বাবার উত্তরাধিকারীর হিসেবেই কোন সাম্রাজ্যের শাসক হয়েছিল ? | ফরগানা |
২০) | কোন যুদ্ধ জয়লাভের পর সমগ্র উত্তর ভারতের প্রধান শাসক হয়েছিল বাবর ? | ঘর্ঘরা |
২১) | রানা সংঘ এর বিরুদ্ধেই কে “জিহাদ” স্লোগান দিয়েছিলো ? | বাবর |
২২) | খানুয়া যুদ্ধ জয়লাভের পার বাবর কোন উপাধি নিয়েছিল ? | গাজী |
২৩) | TuZuk-i-Babri” কি ? | বাবর এর আত্মজীবনী |
২৪) | “TuZuk-i-Babri” কোন ভাষায় লেখা হয়েছিল ? | তুর্কিশ |
২৫) | “TuZuk-i-Babri” আর কি নামে পরিচিত ? | বাবরনামা |
২৬) | কে বাবরনামা পারসী ভাষায় অনুবাদ করেন ? | আব্দুর রাহিম খান |
২৭) | আগ্রা তে আরামবাগ কে নির্মাণ করেন ? | বাবর |
২৮) | বাবরি মসজিদ নির্মাণ কাজের জন্য বাবর কাহাকে নিযুক্ত করেন ? | মীর তাকী |
২৯) | বাবর কোথায় জন্মগ্রহন করেন ? | ফরগানা |
৩০) | বাবর কবে কাবুল দখল করে ? | ১৫০৪ খ্রিস্টাব্দে |
৩১) | কোন শহর কে বলা হয় ” গার্ডেন অফ বাবর” | কাবুল |
৩২) | “ বাবরনামা “ বইটি কে লিখেছে ? | বাবর |
৩৪) | ১৫২৯ খ্রিস্টাব্দে ঘর্ঘরা যুদ্ধের কাহাকে বাবর পরাজিত করেছিল ? | মাহমুদ লোদী |
৩৫) | চান্দেরি যুদ্ধে বাবর এর বিরুদ্ধেই কে যুদ্ধ করেছিল ? | মেদিনী রাই |
৩৬) | “বাবর” শব্দের অর্থ্য কি ? | সিংহ |
৩৭) | বাবর এর প্রকৃত নাম কি? | জাহির উদ দিন মাহমুদ |
৩৮) | বাবর পানিপথ এর প্রথম যুদ্ধে কাহাকে পরাজিত করেছিল ? | ইব্রাহিম লোদী |
৩৯) | মুঘল সম্রাট বাবরের পিতার নাম কি ছিল ? | উমর শেখ মির্জা দ্বিতীয় |
See more : ইতিহাস-200+ মুঘল সম্রাট “আকবর ” সম্পর্কিত অবজেক্টিভ প্রশ্ন এবং তাহার উত্তর