Weekly Current Affairs in Bengali
প্রিয় পাঠকগণ, বাংলায় সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স –১৫-২১ই অক্টোবর, ২০২৩ অবজেক্টিভ টাইপ প্রশ্ন(Weekly Current Affairs in Bengali) পোস্ট করছি।
কারেন্ট অ্যাফেয়ার্স- অবজেক্টিভ টাইপ প্রশ্ন- ১৫-২১ই অক্টোবর, ২০২৩
Appointment
1)Puma রোপস ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাহাকে নিয়োগ করেছে?
মোহাম্মদ শামিকে
2)HUDCO-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদান করেছেন কে?
সঞ্জয় কুলশ্রেষ্ঠ
3)নিউজিল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছেন?
ক্রিস্টোফার লুক্সন
Awards
4)জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছে?
আলিয়া ভাট এবং কৃতি স্যানন
5)কোন চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্রের জন্য ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার‘ জিতেছে?
‘রকেট্রি‘: ‘দ্য নাম্বি এফেক্ট‘
6)69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মর্যাদাপূর্ণ সেরা মহিলা প্লেব্যাক গায়কের পুরস্কার পেয়েছেন কে?
গায়িকা শ্রেয়া ঘোষাল
7)জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023-এ সেরা অভিনেতার পুরস্কার জেতা প্রথম তেলেগু অভিনেতা কে?
আল্লু অর্জুন
Banking & Economy
8)কোন ব্যাঙ্ক তার প্রতিষ্ঠাতার গ্রামে ‘মুক্কান্নুর মিশন‘ উদ্যোগ চালু করেছে?
ফেডারেল ব্যাঙ্ক
City in News
9)কোন শহরে জাতীয় হস্তশিল্প প্রদর্শনী ‘গান্ধী তাঁতি মেলা’ আয়োজিত হয়েছে?
কলকাতা
10)গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট 2023 কোন শহরে আয়োজিত হয়েছে?
মুম্বাই
11)ভারতের বাইরে সবচেয়ে উচ্চ BR আম্বেদকরের মূর্তি উন্মোচন করা হয়েছে কোথায়?
ওয়াশিংটন
Country in News
12)সম্প্রতি, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কোন দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচন করেছেন?
ভিয়েতনাম
Day in News
13)প্রতি বছর বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয়?
16 অক্টোবর
14)2023 সালের বিশ্ব খাদ্য দিবসের প্রতিপাদ্য কি?
“জলই জীবন, জলই খাদ্য। কাউকে পিছু ছাড়বেন না“
15)এ বছর ‘আয়ুর্বেদ দিবসের‘ প্রতিপাদ্য কি?’ –
‘এক স্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ‘
16)ওয়ার্ল্ড অ্যানেস্থেশিয়া ডে, প্রতি বছর কবে পালিত হয়?
16 অক্টোবর
National News
17)পাঁচ বিচারপতির বেঞ্চ সমকামী বিয়ের দাবিতে করা আবেদন খারিজ করেছ।
নেতৃত্বে কে ছিলেন ?-
CJI বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়
Read More: –August 2023 Objective current Affairs -Know easily
Person in News
18)ভারতের প্রথম আঞ্চলিক রেল RapidX উদ্বোধন করবেন কে?
নরেন্দ্র মোদি
19)নাগাল্যান্ডের প্রথম মেডিকেল কলেজের উদ্বোধন করেন কে?
মনসুখ মান্ডাভিয়া
20)কোন কেন্দ্রীয় মন্ত্রী ইভি–রেডি ইন্ডিয়া ড্যাশবোর্ড চালু করেছেন?
আর কে সিং
21)দীনদয়াল বন্দর কর্তৃপক্ষের টুনা টেকরা ‘অল ওয়েদার ডিপ ড্রাফ্ট টার্মিনাল‘-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন কে?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
22)কোন কেন্দ্রীয় মন্ত্রী নয়া দিল্লিতে ইন্ডিয়া স্কিল 2023-24 উদ্বোধন করেছিলেন?
ধর্মেন্দ্র প্রধান
23)মিশন চন্দ্রযান–৩–এ কার্যকলাপ–ভিত্তিক ওয়েব পোর্টাল ‘আপনা চন্দ্রযান‘ চালু করেছেন কে?
ধর্মেন্দ্র প্রধান
24)বিহারে চতুর্থ কৃষি রোড ম্যাপ (2023-2028) চালু হয়েছিল কার দ্বারা?
দ্রৌপদী মুর্মু
Report & Ranking
25)গ্লোবাল রিমোট ওয়ার্ক ইনডেক্সে ভারত কত স্থানে রয়েছে?
64তম
State in News
26)ওড়িশার নতুন রাজ্যপাল হিসেবে কে নিযুক্ত হয়েছেন?
রঘুবর দাস
27)প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 511টি ‘প্রমোদ মহাজন গ্রামীণ দক্ষতা উন্নয়ন কেন্দ্র‘ চালু করেছেন কোন রাজ্যে?
মহারাষ্ট্র
28)কোন রাজ্য বাঘ সংরক্ষণের জন্য ‘বিশেষ বাঘ সুরক্ষা বাহিনী‘ গঠনের অনুমোদন দিয়েছে?
অরুণাচল প্রদেশ
29)রাজ্যকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে পাঞ্জাব সরকার কোন উদ্যোগ শুরু করেছে?
‘হোপ ইনিশিয়েটিভ‘
30)ত্রিপুরার নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে?
ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু
31)দেশের প্রথম রাজ্য হিসাবে শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে কোন রাজ্য?
ঝাড়খণ্ড
Read More: –Question on Indian National Congress-You need to know
Sports in news
32)2028 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কোন খেলাটিকে অন্তর্ভুক্ত করেছে?
ক্রিকেট
33)2036 অলিম্পিক হোস্ট করার জন্য ভারতের বিডকে নিশ্চিত করেছেন কে?
প্রধানমন্ত্রী মোদী
34)ODI ক্রিকেটের ইতিহাসে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ৩০০ ছক্কা হাঁকিয়েছেন কে?
রোহিত শর্মা
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>