Question on Indian National Congress in Bengali
প্রিয় পাঠক, আজকে তোমাদের সামনে ইতিহাসের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রশ্ন (Question on Indian National Congress in Bengali) তুলে ধরলাম।
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রশ্ন-(1901-1915)
1)1901 খ্রিস্টাব্দে 17th অধিবেশন কোথায় হয়েছিল?
কলকাতা
2) 1901 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত 17th অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
দিনশ ই.ওয়াচা
3) গান্ধীজি প্রথমবার কংগ্রেসের মঞ্চে হাজির হন কোন অধিবেশনে?
1901 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত কলকাতা অধিবেশনে
4)1902 খ্রিস্টাব্দে 18th অধিবেশন কোথায় হয়েছিল?
আহমেদাবাদ
5) 1902 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত 18th অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
সুরেন্দ্রনাথ ব্যানার্জি
6)1903 খ্রিস্টাব্দে 19th অধিবেশন কোথায় হয়েছিল?
মাদ্রাজ
7) 1903 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত 19th অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
লালমোহন ঘোষ
8)1904 খ্রিস্টাব্দে 20th অধিবেশন কোথায় হয়েছিল?
বোম্বে
9) 1904 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত 20th অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
স্যার হেনরি কটন
10) 1905 খ্রিস্টাব্দে 21st অধিবেশন কোথায় হয়েছিল?
বারানসি
11) 1905 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত 21st অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
গোপাল কৃষ্ণ গোখলে
12) 1905 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত 21st অধিবেশনে কোন শব্দটি গৃহীত হয়েছিল ?
স্বদেশী
13) স্বদেশী পতাকার নকশা কে করেছিলেন?
পিঙ্গালি ভেঙ্কাইয়া
বাংলায় স্বদেশী আন্দোলনের সময় এই তেরঙা পতাকা তৈরি করা হয়েছিল।
14) 1906 খ্রিস্টাব্দে 22nd অধিবেশন কোথায় হয়েছিল?
কলকাতা
15) 1906 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত 22nd অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
দাদাভাই নওরোজি
16) 1906 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত 22nd অধিবেশনে কোন শব্দটি গৃহীত হয়েছিল ?
স্বরাজ
17) 1906 সালে প্রথম ভারতীয় কে স্বরাজ্য শব্দটি ব্যবহার করেন?
দাদাভাই নওরোজি
18) 1906 সালে স্বরাজের পতাকা উত্তোলন করেন কে?
দাদা ভাই নওরোজি
দাদা ভাই নওরোজি 1906 সালে কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে স্বরাজের পতাকা উত্তোলন করেছিলেন।
**** দাদা ভাই নওরোজি ভারতের গ্রেট গ্র্যান্ড ওল্ড ম্যান হিসাবে পরিচিত ছিলেন।
19)চরমপন্থীদের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা করার জন্য, মডারেটরা দাদাভাই নওরোজিকে 1906 খ্রিস্টাব্দে 22nd অধিবেশনে সভাপতিত্ব করার জন্য আমন্ত্রণ জানান।তিনি কোনদেশ থেকে এসেছিলেন ?
ইংল্যান্ড থেকে
20) 1907 খ্রিস্টাব্দে 23rd অধিবেশন কোথায় হয়েছিল?
সুরাট
Read More: –Indian national congress questions: How to Remember easily
21) 1907 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত 23rd অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
রাসবিহারী ঘোষ
22) 1907 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত 23rd অধিবেশনে গুরুত্বপূর্ণ কি ঘটনা ঘটেছিলো ?
কংগ্রেস চরমপন্থী (Extremists)এবং নরমপন্থী (moderates) এই দুই ভাগে ভাগ হয়েছিল।
23) 1907 সালে কংগ্রেসে বিভক্তির কারণ কী ছিল?
মডারেটরা তাদের লক্ষ্য অর্জনের জন্য আলোচনা এবং আবেদনকে অগ্রাধিকার দিয়েছিল, যখন চরমপন্থীরা ব্রিটিশ শাসন থেকে পূর্ণ স্বাধীনতার দাবিতে বয়কট, বিক্ষোভ এবং গণআন্দোলন গ্রহণ করেছিল।
24)1907 সালে বিভক্ত হওয়ার পরে কোন দল কংগ্রেসের আধিপত্য বিস্তার করেছিল ?
এদিকে, 1907 সালে কংগ্রেস বিভক্ত হয়। নরমপন্থী রা বয়কটের বিরোধিতা করে। তারা অনুভব করেছিল যে এটি শক্তি প্রয়োগের সাথে জড়িত। বিভক্তির পর কংগ্রেস নরমপন্থী দের আধিপত্যে চলে আসে এবং বাল গঙ্গাধর তিলকের অনুগামীরা বাইরে থেকে কাজ করে।
25) 1907 সালে সুরাটে ভারতীয় জাতীয় কংগ্রেসের দুটি দল তাদের বিভক্ত হওয়ার পর পুনরায় একত্রিত হয়েছিল?
ভারতীয় জাতীয় কংগ্রেসের দুটি শাখার পুনর্মিলন 1916 সালে লখনউ অধিবেশনে অনুষ্ঠিত হয়েছিল।
26)সুরত বিভক্ত (Surat Split)হওয়ার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
লর্ড মিন্টো
27) নরমপন্থী পর্যায়ের কয়েকজন বিশিষ্ট নেতা কারা ছিলেন?
দাদাভাই নওরোজি, গোপাল কৃষ্ণ গোখলে এবং ফিরোজশাহ মেহতার মতো নেতারা ছিলেন নরমপন্থী দের মধ্যে বিশিষ্ট ব্যক্তিত্ব।
28) চরমপন্থী (Extremists) পর্যায়ের কয়েকজন বিশিষ্ট নেতা কারা ছিলেন?
লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল
29) 1908 খ্রিস্টাব্দে 24th অধিবেশন কোথায় হয়েছিল?
মাদ্রাজ
30) 1908 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত 24th অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
রাস বিহারী ঘোষ
31) 1909 খ্রিস্টাব্দে 25th অধিবেশন কোথায় হয়েছিল?
লাহোর
32) 1909 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত 25th অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
মদন মোহন মালভিয়া
33) 1909 খ্রিস্টাব্দে কোন এক্ট চালু হয়েছিল ?
ইন্ডিয়ান কাউন্সিল এক্ট
34) কোন আইন ভারতে প্রথমবারের মতো পৃথক সাম্প্রদায়িক নির্বাচকমণ্ডলী (communal electorates)চালু করেছিল?
1909 সালের ভারতীয় কাউন্সিল আইন
35)কোন গভর্নর জেনারেল মুসলমানদের জয় করতে এবং তাদের কংগ্রেসের বিরুদ্ধে করার জন্য পৃথক নির্বাচনী কলেজের ব্যবস্থা ব্যবহার করেছিলেন?
লর্ড মিন্টো।
Read More: –Important fact about Indian State-Do not Miss Out
36) পৃথক নির্বাচকমণ্ডলীর (separate electorate)জনক কে?
লর্ড মিন্টো
37) 1910 খ্রিস্টাব্দে 26th অধিবেশন কোথায় হয়েছিল?
এলাহাবাদ
38) 1910 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত 26th অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
স্যার উইলিয়াম ওয়েডারবার্ন
39)1910 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত 26th INCঅধিবেশনে পৌরসভা এবং স্থানীয় সংস্থাগুলিতে হিন্দু ও মুসলমানদের জন্য পৃথক নির্বাচকমণ্ডলী চালু করার ঔপনিবেশিক সরকারের সিদ্ধান্তের নিন্দা করেছিলেন কে ?
মোহাম্মদ আলী জিন্নাহ
40) 1911 খ্রিস্টাব্দে 27th অধিবেশন কোথায় হয়েছিল?
কলকাতা
41) 1911 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত 27th অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
বি.এন. ধর
42) 1911 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত 27th অধিবেশনে গুরুত্বপূর্ণ কি ঘটনা ঘটেছিলো ?
প্রথম জাতীয় অন্থেম(Anthem) “জন গন মণ” গাওয়া হয়েছিল।
42) 1912 খ্রিস্টাব্দে 28th অধিবেশন কোথায় হয়েছিল?
বাঁকিপুর (পাটনা)
43) 1912 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত 28th অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
রঘুনাথ নরসিংহ মুধোলকর
44) 1913 খ্রিস্টাব্দে 29th অধিবেশন কোথায় হয়েছিল?
করাচি
45) 1913 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত 29th অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
সৈয়দ মোহাম্মদ
46) 1914 খ্রিস্টাব্দে 30th অধিবেশন কোথায় হয়েছিল?
মাদ্রাজ
47) 1914 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত 30th অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
ভূপেন্দ্র নাথ বসু
48) 1915 খ্রিস্টাব্দে 31th অধিবেশন কোথায় হয়েছিল?
বোম্বে
48) 1915 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত 31th অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
এসপি সিনহা
49) 1915 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত 31th অধিবেশনে গুরুত্বপূর্ণ কি ঘটনা ঘটেছিলো ?
চরমপন্থী দের থেকে প্রতিনিধি নেওয়ার জন্য কংগ্রেসের
সংবিধান পরিবর্তন করা হয়।
50) 1915 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত 31th অধিবেশনে কতজন প্রতিনিধি ছিল ?
2259
See also: মানবদেহের হাড় সম্পর্কিত ৫০ টি প্রশ্ন এবং উত্তর
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>