
Important fact about Indian State
প্রিয় পাঠক,আমরা আসন্ন পরীক্ষার জন্য স্ট্যাটিক জিকে-ভারতীয় রাজ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য (Important fact about Indian State ) উপস্থাপন করছি। আমরা পরবর্তী পোস্টে আরও তথ্য দেবো।
স্ট্যাটিক জিকে-ভারতীয় রাজ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
Important fact about Indian State
1)স্বাধীনতার পর প্রথম রাজ্য যা ভাষার ভিত্তিতে তৈরি হয়েছিল।
2) সর্বাধিক উৎপাদনকারী রাজ্য – তামাক এবং ভুট্টা, মরিচ, হলুদ ।
3)ভারতের সর্ববৃহৎ টাইগার ফরেস্ট অভয়ারণ্য আছে – যার নাম নাগার্জুন শ্রীশাইলাম অভয়ারণ্য ।
4)পুলিকেট হ্রদ প্রতি বছর ফ্ল্যামিঙ্গো উৎসবের জন্য বিখ্যাত ।
5)শ্রীহরিকোটা,সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্রে নেল্লোর জেলায় অবস্থিত ।
6)অন্ধ্র প্রদেশের উপকূলরেখার দৈর্ঘ্য প্রায়-974 কিমি ।
1)সর্বনিম্ন জনসংখ্যা ঘনত্ব যুক্ত রাজ্য ।
2)উত্তর পূর্ব রাজ্যগুলোর মধ্যে বৃহত্তম ।
3)রাজ্যটিকে ” উদীয়মান সূর্যের দেশ” বলা হয়।
1) সর্বাধিক উৎপাদনকারী রাজ্য-চা ,গোল্ডেন মুগা সিল্ক ,বাঁশ ।
2) ওয়ান হর্ন rhinos এর দেশ বলা হয়।
1)সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজ্য ।
2)সর্বনিম্ন শিক্ষিত রাজ্য ।
3)বিহার থেকে ঝাড়খণ্ড 2000 সালে আলাদা হয় ।
4)বিহারের সোনাপুর স্থানে কার্তিকা পূর্ণিমায় বিখ্যাত গরু মেলা হয়।
5)বিহারের সাসারামে শের শাহ সুরি এর সমাধি আছে।
6)বিহারে পালিত হয় ছট পূজা ।
7)বিক্রমশীলা গাঙ্গেয় ডলফিন অভয়ারণ্য ভাগলপুর জেলায় অবস্থিত।
8)কোসি নদী কুরসেলা তে গঙ্গার সাথে মিলিত হয়েছে।
9)বিহার দিবস 22 মার্চ পালিত হয়।
10)বিহারের বারাউনি শোধনাগার সোভিয়েত ইউনিয়ন এর সহযোগিতায় নির্মিত হয়েছিল।
11)ভারতীয় রাজ্যগুলির জনসংখ্যার দিক থেকে বিহারের স্থান তৃতীয়।
12)পাটনার বিমানবন্দরের নামকরণ করা হয় জয় প্রকাশ নারায়ণ বিখ্যাত ব্যক্তিত্বের নামে।
Read More : Indian national congress questions
1)সর্বাধিক উৎপাদনকারী রাজ্য-তেন্দু পাতা
1) ক্ষুদ্রতম রাজ্য ।
2) বলা হয় পার্ল অফ টি ওরিয়েন্ট (প্রাচ্যের মুক্তা) ।
1)সর্বাধিক উৎপাদনকারী রাজ্য – তুলো, চিনাবাদাম (কটন,গ্রাউন্ডনাট), আইসক্রিম ।
2) ভারতের বৃহত্তম উপকূলরেখা বর্তমান।
1) এই রাজ্যকে বলা হয়-Apple bowl of India/Fruit bowl of India
1)একমাত্র রাজা যার নিজস্ব সংবিধান আছে ।
2)কে বলা হয়-Heaven of India ।
3)সর্বাধিক উৎপাদনকারী রাজ্য -জাফরান, আপেল ।
Important fact about Indian State
1)সর্বাধিক উৎপাদনকারী রাজ্য -কয়লা ।
1)সর্বাধিক জলপ্রপাত রয়েছে।
2) সর্বাধিক উৎপাদনকারী রাজ্য -রেশম, কফি, সূর্যমুখী, গোল মরিচ ।
3)1973 সালে মহীশূরের নাম পরিবর্তন করে কর্ণাটক করা হয়।
4)শরবতী নদীর তীরে জগ জলপ্রপাত (গেরোসোপা জলপ্রপাত) অবস্থিত।
5)বল্লারি জেলা লৌহ আকরিক মজুদ সমৃদ্ধ।
6)ঐতিহাসিক নিদর্শন গোল গুম্বাজ বিজয়পুরা স্থানে অবস্থিত।
7)কর্ণাটকের কাইগা তে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত।
8)SAI অভয়ারণ্য নামে পরিচিত ভারতের একমাত্র ব্যক্তিগত অভয়ারণ্য কর্ণাটকের কোডাগু তে অবস্থিত।
9)সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাংগুয়েজেস মাইসুরু শহরে অবস্থিত।
10)দক্ষিণ রাজ্যের সবচেয়ে ছোট উপকূলরেখা আছে ।
11)দক্ষিণ ভারতের রাজ্যের মধ্যে আয়তনের দিক থেকে বৃহত্তম ।
1)সর্বাধিক উৎপাদনকারী রাজ্য -রাবার, নারকেল, মরিচ ।
2)একে বলা হয়-Garden of spices of India ।
3)পশ্চিমঘাট পর্বত এর সর্বোচ্চ শৃঙ্গ হল -Anaimudi এখানে আছে।
4)সর্বাধিক শিক্ষিত রাজ্য ।
Read More : Ganga River objective question
১)সর্বাধিক উপজাতি লোকের বাস ।
2) সর্বাধিক উৎপাদনকারী রাজ্য -সেগুন কাঠ (Teak wood), ম্যাঙ্গানিজ, তামা ।
3)বেশি বনভূমি এলাকা আছে।
4) এই রাজ্যকে বলা হয়-Heart of India
1)দৈঘ্যের দিক থেকে বেশি সড়ক রয়েছে।
2) সর্বাধিক উৎপাদনকারী রাজ্য- পেঁয়াজ ।
3)মহারাষ্ট্র ছয়টি রাজ্যের সাথে তার সীমানা ভাগ করে।
4)বোম্বে রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে মহারাষ্ট্র গঠিত হয় 01 মে 1960 ।
5)রত্নাগিরি আম উৎপাদনের জন্য বিখ্যাত।
1)উত্তর-পূর্ব ভারতের বৃহতম মিঠা জালের হ্রদ -Loktak lake রয়েছে।
1)সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা চেরাপুঞ্জি এখানে আছে।
1)শতকরা হিসেবে সর্বাধিক এলাকা যুক্ত বনভূমি আছে।
2)বাংলাদেশের পাশাপাশি মিয়ানমারের সাথে রাষ্ট্রের সীমানা আছে ।
1)সর্বাধিক খ্রিষ্ট্রান ধর্মের লোকের বাস এখানে।
1)প্রথম রাজ্য যা স্বাধীনতার আগে ভাষার ভিত্তিতে তৈরি হয়েছিল।
2)সর্বাধিক উৎপাদনকারী রাজ্য -লৌহ আকরিক, আকরিক ।
1)পঞ্চ নদির দেশ বলা ।
2)ভারতের শস্যভাণ্ডার বলা হয়।
3) এই রাজ্যকে বলা হয়-Bread basket of India/Wheat Bowl of India
1)ভারতের বৃহতম আয়তন যুক্ত রাজ্য।
2)দীর্ঘ আন্তর্জাতিক লাইন যুক্ত রাজ্য।
3)সর্বাধিক উৎপাদনকারী রাজ্য -বাজরা, রেপসিড, সরিষা, দুধ, মিলেট ।
1)সবচেয়ে কম জনবহুল রাজ্য ।
1)মন্দিরের দেশ বলে।
2)বিশ্বের প্রথম গ্রানাইট মন্দির হল তামিলনাড়ুর তাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দির।
3)সর্বাধিক উৎপাদনকারী রাজ্য -কলা,আতশবাজি ।
4)এখানকার বিখ্যাত নৃত্য হলো-ভরতনাট্যম।
1)তিন দিক বাংলাদেশ দ্বারা বেষ্টিত রাজ্য ।
2)ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে ছোট রাজ্য।
1)সর্বাধিক সংখ্যক প্রাধানমন্ত্রী এই রাজ্য থেকেই হয়েছে।
2)সর্বাধিক লোকসভা এবং বিধানসভার আসন এই রাজ্যে আছে।
3)সবচেয়ে জনবহুল রাজ্য ।
4)সর্বাধিক উৎপাদনকারী রাজ্য -দুধ, আখ, গম, সালফার ।
5)সর্বাধিক রাজ্যের সঙ্গে সীমানা বর্তমান।
1)দেবভূমি নাম পরিচিত।
1)সর্বাধিক উৎপাদনকারী রাজ্য -মাছ,ধান,পাট, সবজি,আনারস ।
2)রাজ্যের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত আছে ।
Read More : Capitals and Currencies of different countries
পাঁচটি রাজ্য নেপালের সাথে তাদের সীমানা ভাগ করে নেয়।
তিনটি রাজ্য পাকিস্তানের সাথে তাদের সীমানা ভাগ করে নেয়।সে গুলি হলো – রাজস্থান, পাঞ্জাব, গুজরাট ।
ভারতের ৯ টি রাজ্যে উপকূলরেখা রয়েছে .৯
ট্রপিক অফ ক্যানসার ভারতের ৮ টি রাজ্যের মধ্য দিয়ে গেছে ।
যে সব রাজ্যের রাজধানীতে হাইকোর্ট নেই সে গুলো হলো –
রাজ্য -অবস্থান
ছত্তিশগড় -বিলাসপুর
গুজরাট -আহমেদাবাদ
কেরালা -কোচি
মধ্যপ্রদেশ -জবলপুর
ওড়িশা -কটক
রাজস্থান -যোধপুর
উত্তরাখণ্ড -নৈনিতাল
উত্তরপ্রদেশ -এলাহাবাদ