Ganga River Objective Question
প্রিয় পাঠক, আজকে তোমাদের সামনে গঙ্গা নদী সম্পর্কিত প্রশ্ন (Ganga River objective question )সহজে বাংলায় কীভাবে মনে রাখবেন তুলে ধরলাম
Geography- Ganga River Objective Questions-Part-1
1)ভারতের প্রধান নদীর নাম কি?
- গঙ্গা
2) ভারতের সবথেকে দীর্ঘতম নদীর নাম কি?
- গঙ্গা
3)গঙ্গা নদী ভারতে কত কিমি জায়গা জুড়ে আছে?
- 2525 km
4)দৈর্ঘ্যের ভিত্তিতে গঙ্গা (Ganga)নদী পৃথিবীর কত তম সংখ্যার উপর দাঁড়িয়ে আছে?
- 34তম
5)গঙ্গা নদীর উৎপত্তি কোথায়?
- উত্তরাখণ্ডের পশ্চিম হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ
6)উৎপত্তিস্থানে গঙ্গা কি নামে পরিচিত?
- ভাগীরথী
7)গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করার পার কি নামে পরিচিত হয়েছে?
- পদ্মা
8)দেবপ্রয়াগে ভাগীরথী নদী কি নাম পরিচিত?
- গঙ্গা
9)গঙ্গা (Ganga)কোথায় সমতল ভূমিতে প্রবেশ করে?
- হরিদ্বারে
10)গঙ্গা নদী কোথায় গিয়ে পড়েছে?
- বঙ্গোপসাগর
11)গঙ্গা নদী (River)কোন কোন দুটি দেশের মধ্যেই দিয়ে বৃস্তিত?
- ভারত এবং বাংলাদেশ
12) গঙ্গা নদী ভারতের কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে?
- উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ
13) কোন দুটি নদী (River)গঙ্গায় বিভক্ত হয়েছে?
- ডানদিকে ভাগীরথী (হুগলি) এবং বামে পদ্মা
14) কোন নদী দক্ষিণ গঙ্গা Ganga) নামে পরিচিত?
- গোদাবরী নদী
15) গঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে এমন প্রধান শহর গুলোর নাম কি কি?
- বারানসি, হরিদ্বার, এলাহাবাদ, কলকাতা, কানপুর পাটনা, গাজীপুর
16) গঙ্গা (Ganga)কোন শহরে মিলিত হয়েছে?
- এলাহাবাদ
17) গঙ্গার তীরে অবস্থিত বৃহত্তম শহর কোনটি?
- কানপুর
18) কোন স্থানটি গঙ্গার মূল কাণ্ডের সূচনা করে?
- দেবপ্রয়াগ
19) গঙ্গা নদীর (Ganga river )পাঁচটি সঙ্গম কি কি?
- বিষ্ণুপ্রয়াগ: যেখানে অলকানন্দা নদী ধৌলি গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে
- নন্দপ্রয়াগ: যেখানে অলকানন্দা নদী মন্দাকিনী নদীতে মিলিত হয়েছে
- কর্ণপ্রয়াগ: যেখানে অলকানন্দা নদী পিন্ডার নদীতে মিলিত হয়েছে
- রুদ্রপ্রয়াগ: যেখানে অলকানন্দা নদী মন্দাকিনী নদীতে মিলিত হয়েছে
- দেবপ্রয়াগ: যেখানে অলকানন্দা নদী ভাগীরথী-গঙ্গা নদীতে মিলিত হয়েছে
20) গঙ্গার দুটি যমজ উৎস কী?
- অলকানন্দা এবং ভাগীরথী
21) গঙ্গার ডান তীরের উপনদী কী কী?
- যমুনা ও শোন্ ।
22) গঙ্গার (Ganga )বাম তীরের উপনদী কী কী?
- রামগঙ্গা, গোমতী, ঘাঘরা, গন্ডক, কোসি, মহানন্দা।
23) গঙ্গা নদীর (ganga river) একমাত্র উপনদী কোনটি যেটি কিনা সমতলের উৎপত্তি?
- গোমতী
24) গঙ্গার ক্ষুদ্রতম উপনদী কোনটি?
- গৌলা
25) গঙ্গা নদীর (ganga river)দীর্ঘতম উপনদী কোনটি?
- ঘাগরা
26)গঙ্গা নদীর উপনদী রামগঙ্গা এর উৎপত্তি কোথায়?
27)রামগঙ্গা, গঙ্গার এর সঙ্গে কোথায় মিলিত হয়েছে?
- ফারুখাবাদ (উত্তরপ্রদেশ)এর কাছে গঙ্গায় মিলিত হয়েছে।
28)গঙ্গা নদীর উপনদী গন্ডক এর উৎপত্তি কোথায়?
- এটি তিব্বতের নেপাল-চীন সীমান্ত থেকে উৎপন্ন হয়েছে ।
29)গণ্ডক, গঙ্গার এর সঙ্গে কোথায় মিলিত হয়েছে?
30)গঙ্গা নদীর (ganga river )উপনদী মহানন্দা এর উৎপত্তি কোথায় ?
- এর উৎপত্তি হিমালয়ে: দার্জিলিং জেলার কার্সিয়ং-এর পূর্বে চিমলির কাছে মহালদিরাম পাহাড়ে পাগলাঝোরা জলপ্রপাত থেকে উৎপন্ন হয়েছে।
31) মহানন্দা, গঙ্গার এর সঙ্গে কোথায় মিলিত হয়েছে?
- বাংলাদেশের নবাবগঞ্জ জেলার গোদাগিরি ঘাট ।
32) গঙ্গা নদীর উপনদী শোন্ এর উৎপত্তি কোথায় ?
- মধ্যপ্রদেশের অমরকন্টকের কাছে
33) শোন্ ,গঙ্গার এর সঙ্গে কোথায় মিলিত হয়েছে ?
- বিহারের পাটনার কাছাকাছি
- READ MORE –Tricks to solve the answer L.C.M questions quickly
34) কোন নদীটি ‘বিহারের দুঃখ’ নামে পরিচিত?
- শোন্
35) গঙ্গার (Ganga) উপনদী শোন্ নদীর (River)উপর নির্মিত বাঁধের নাম কি?
- বনসাগর বাঁধ
36)গঙ্গার উপনদী ভাগীরথী নদীর উপর নির্মিত বাঁধের নাম কি?
- তেহরি বাঁধ?
37)ভারতের বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
- গঙ্গা এবং ব্রহ্মপুত্র ব-দ্বীপ
38) কোন নদীর দ্বারা সুন্দরবন ব-দ্বীপ গড়ে উঠেছে ?
- গঙ্গা এবং ব্রহ্মপুত্র
- আসসি ঘাট