Recruitment of specialist teacher
স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পড়ানো ও প্রশিক্ষণের জন্য বিশেষজ্ঞ শিক্ষক (Specialist teachers for children with special needs) নিয়োগ সম্পর্কিত খবর উপস্থাপিত করলাম।
বিশেষজ্ঞ শিক্ষক (specialist teacher) নিয়োগ: স্কুলে স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পড়ানো ও প্রশিক্ষণের জন্য
- শিক্ষার অধিকার আইন -2009 অনুযায়ী , 6-14 বছরের শিশুদের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের (চিলড্রেন উইথ স্পেশাল নীডস)পড়ানো ও প্রশিক্ষণের জন্য বিশেষজ্ঞ শিক্ষক (specialist teacher) নিয়োগ করতে বলা হয়েছিল।
- কিন্তু নিয়োগ সেভাবে শুরু হয় নি। এরপর সুপ্রিম কোর্ট 2016 সালে এক রায়ে আবার বলে এটা শুরু করতে। তারপর ও শুরু হয় নি।
- বর্তমানে মাধ্যমিক শিক্ষা পর্ষদ এই নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করছে । এব্যাপারে উদ্যাগ নিয়েছে শিক্ষক নিয়োগ করার জন্য।
- মাধ্যমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত যে সব স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন (চিলড্রেন উইথ স্পেশাল নীডস) চার জনের বেশি পড়ুয়া আছে সেই সব স্কুলে এই বিশেষজ্ঞ শিক্ষক (specialist teacher) শিক্ষক নিয়োগ করা হবে।
- এর মধ্যে প্রথমে ২৫৮৩ টি স্কুলে এই ধরনের শিক্ষক নিয়োগ করা হবে । এই নিয়ে সিদ্ধান্ত হয়েছে।
Specialist teachers for children
- এতদিন জেলা অনুযায়ী একজন করে কো-অর্ডিনেটর , ছয় জন রিসোর্স পার্সন এবং একেকটি সাকের্ল অনুযায়ী স্পেশাল এডুকেটররা ছিলেন।
- কিন্তু এতে অসুবিধা হতো। এইবার সিদ্ধান্ত হয়েছে পার্মানেন্ট ভাবে বিশেষ এডুকেশন শিক্ষক নিয়োগ করা হবে।
- Read more- Unit Digit Math- How to do it in five seconds
- তবে এজন্য অবশ্য আবেদনকারী শিক্ষকদের এক্সাম দিতে হবে। এবং আবেদনকারী শিক্ষকদের রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার সার্টিফিকেট থাকতে হবে।
- সিলেকশন পদ্ধতি এখনো চুড়ান্ত ভাবে ঠিক হয় নি। তবে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নেবে।তবে নিয়োগের যোগ্যত্যা ও পদ্ধতি নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে নিয়োগ সম্পর্কিত যাবতীয় নিয়ম তৈরি করতে বলা হয়েছে।
- স্কুল সার্ভিস কমিশন খুব শীঘ্রই শিক্ষা দপ্তরে নিয়োগ বিধি জমা দিবে। তবে শিক্ষক নিয়োগ পরীক্ষায় উর্তীর্ণ হয়ে কিভাবে ক্লাস নেবেন তার ডেমোন্সট্রেশন দিতে হবে।