How to do solve simplification math
প্রিয় পাঠক, ব্যাঙ্কিং পরীক্ষার উপযোগী সিমপ্লিফিকেশন ম্যাথ কত সহজে নির্ণয় করা যেতে পারে (How to do solve simplification math) তার কিছু গুরুত্বপূর্ণ ট্রিকস এখানে দেওয়া হলো।
গণিত- ব্যাঙ্কিং সিমপ্লিফিকেশন ম্যাথ – পার্ট-1
How to do solve simplification math-টাইপ-যোগ বিয়োগ
1)243.910-124.24+6008.74+348.69-10.12=?
a)6662.88 b)6768.48 c)6692.86 d)6466.98 e)9652.28
i) প্রতিটার সংখ্যার একক শুন্য (0) সংখ্যা । হচ্ছে তাই একক সংখ্যা উপেক্ষা করলাম।
ii) দশমিক এর পরে যে সংখ্যা গুলো যেভাবে আছে সেগুলো লিখলাম।
91-24+74+69-12=?
iii) একক সংখ্যা গুলোর মধ্যে সমাধান করতে হবে। তাই একক সংখ্যা গুলো লিখলাম।
1-4+4+9-2=8
সমাধান করলে পেলাম 8
iv) দশক সংখ্যা গুলোর মধ্যে সমাধান করতে হবে। তাই দশক সংখ্যা গুলো লিখলাম।
9-2+7+6-1=19
সমাধান করলে পেলাম 19
v) তাহলে আমরা একক সংখ্যা পেলাম 8 এবং দশক সংখ্যা পেলাম 9।তাই লিখতে পারি 98
90+8=98
vi) এইবার যদি অপশন গুলো দেখি তাহলে দেখতে পাবো কেবল (d) অপশনে শেষ সংখ্যা আছে 98 ।
সুতরাং উত্তর হচ্ছে 6466.98
2)1268.02-1097.20-294.75+389.66=?
a)252.83 b)265.73 c)255.53 d)215.91 e)235.83
i)দশমিক এর পরে যে সংখ্যা গুলো যেভাবে আছে সেগুলো লিখলাম।
.02-.20-.75+.66=?
ii) একক সংখ্যা গুলোর মধ্যে সমাধান করতে হবে। তাই একক সংখ্যা গুলো লিখলাম।
2-0-5+6=3
সমাধান করলে পেলাম 3
iii) দশক সংখ্যা গুলোর মধ্যে সমাধান করতে হবে। তাই দশক সংখ্যা গুলো লিখলাম।
0-2-7+6=-3
সমাধান করলে পেলাম -3
যখন ফলাফল নেগেটিভ (- )পাবো তখন ওর সঙ্গে 10 যোগ করতে হবে।
-3+10=7
সমাধান করলে পেলাম 7
iv) তাহলে আমরা একক সংখ্যা পেলাম 3 এবং দশক সংখ্যা পেলাম 7।তাই লিখতে পারি 73
70+3=73
v) এইবার যদি অপশন গুলো দেখি তাহলে দেখতে পাবো কেবল (b) অপশনে শেষ সংখ্যা আছে 73 ।
সুতরাং উত্তর হচ্ছে 265.73
Read More :Unit Digit Math- How to do it in five seconds
3)28.314-31.427+113.928=? +29.114
a)81.711 b)80.741 c)71.721 d)82.112 e)81.701
i) প্রথমে ডানদিকের সংখ্যাটি কে বামদিকে নিয়ে এলাম। তাহলে লিখলে হবে
28.314-31.427+113.928-29.114=?
দশমিক এর পরে যে সংখ্যা গুলো যেভাবে আছে সেগুলো লিখলাম।
.314-.427+.928-.114=?
ii) একক সংখ্যা গুলোর মধ্যে সমাধান করতে হবে। তাই একক সংখ্যা গুলো লিখলাম।
4-7+8-4=1
সমাধান করলে পেলাম 1
iii) দশক সংখ্যা গুলোর মধ্যে সমাধান করতে হবে। তাই দশক সংখ্যা গুলো লিখলাম।
1-2+2-1=0
সমাধান করলে পেলাম শুন্য (0)
iv) শতক সংখ্যা গুলোর মধ্যে সমাধান করতে হবে। তাই শতক সংখ্যা গুলো লিখলাম।
3-4+9-1=7
সমাধান করলে পেলাম 7
v) তাহলে আমরা একক সংখ্যা পেলাম 1 এবং দশক সংখ্যা পেলাম 0। শতক সংখ্যা পেলাম 7 ।তাই লিখতে পারি 701
700+00+1=701
v) এইবার যদি অপশন গুলো দেখি তাহলে দেখতে পাবো কেবল (e) অপশনে শেষ সংখ্যা আছে 701 ।
সুতরাং উত্তর হচ্ছে 81.701
How to do solve simplification math-টাইপ-যোগ বিয়োগ গুণ
4)34 x41 +65 x29 -45 x 39=? X 26 +16
a)60 b)64 c)58 d)65 e)51
i) প্রথমে নিজেদের মধ্যে একক সংখ্যা গুলো গুণ করে নেবো। গুণ করলেই গুণফলের একক সংখ্যা গুলো নেবো ।
4×1+5×9-5×9=? X6+6
4+5 (45)-5(45) =? X6+6
4+5-5-6=? X6
-2=? X6
সমাধান করলে বামদিকে পেলাম -2
যখন ফলাফল নেগেটিভ (- )পাবো তখন ওর সঙ্গে 10 যোগ করতে হবে।
-2+10=8
সমাধান করলে পেলাম 8
ii) অর্থাৎ ফলাফল হলো 8=? X6
iii) এইবার দেখতে হবে 6 এর সঙ্গে কত গুণ করলে (যেহেতু? আছে) বামদিকের একক সংখ্যা 8 হবে। আমরা যদি 6 এর সঙ্গে 3 অথবা 8 গুণ করি তবে বামদিকের একক সংখ্যা হচ্ছে 8
6 x (3) =18 অথবা 6x (8) =48
iv) এইবার যদি অপশন গুলো দেখি তাহলে দেখতে পাবো কেবল (c) অপশনে শেষ সংখ্যা অর্থ্যাৎ একক সংখ্যা হচ্ছে আছে 8 ।
সুতরাং উত্তর হচ্ছে 58
*** কোনো অপশনে শেষ সংখ্যা অর্থ্যাৎ একক সংখ্যা 3 নেই। সুতরাং 3 কে উপেক্ষা করলাম। ।
How to do solve simplification math-টাইপ-যোগ বিয়োগ ভাগ
5) (320 +342 +530 +915) ÷ (20 +22 -? +18) =43
a)27 b)26 c)15 d)11 e)22
i) প্রথমে প্রতিটা নম্বর এর একক সংখ্যা গুলো যেভাবে আছে সেইভাবে লিখে নেবো।
(0 +2+0+5) ÷ (0+2-? + 8) =3
সমাধান করলে পাবো (7) ÷ (10- ?)=3 অর্থাৎ 7/(10-X) =3
হরে আছে (10-X) l লব আছে 7
সুতরাং সংখ্যা গুলো কে অন্যভাবে লিখলেই হবে 7= 3(10-X)
ii)বামদিকের একক সংখ্যা 7 হতে গেলে 3 কে 9 দিয়ে গুণ করতে হবে অর্থাৎ 27 হবে।
iii) এই 9 কিভাবে পাবো? যদি 10 থেকে 1 (X) বিয়োগ করি তবে 9 পাবো। সুতরাং (X) এর জায়গায় 1 বসাতে হবে। সুতরাং উত্তর হলো 11 ,যার একক সংখ্যা হচ্ছে 1 ।
Continued to ……………
Read More : A simple rule-of-mouth multiplication
সাম্প্রতিক সরকারি চাকরি/ফলাফল বিজ্ঞপ্তি 2023
প্রিয় বন্ধুরা, আমরা সরকারি চাকরির পরীক্ষা সংক্রান্ত সাম্প্রতিক বিজ্ঞপ্তি প্রদান করছি।
Organization | Exam. | Key point |
West Bengal Police | SI ,2020 | Final Result Published |
Central Staff Selection Commission | CGL,2022 | Final Result Published |
Central Staff Selection Commission | Exam Schedule ,2023 | Notification |