Indus river and their tributaries related information
প্রিয় পাঠক, আজকে তোমাদের সামনে ভূগোল এর সিন্ধু নদী এবং তাহার উপনদী সম্পর্কিত তথ্য (Indus river and their tributaries) তুলে ধরলাম।
Table of content (সূচি তালিকা)
- 1)সিন্ধু নদী (Indus )
- 2)শতদ্রু নদী
- 3)বিয়াস নদী
- 4)রাভি নদী
- 5)ঝিলাম নদী
- 6)চেনাব নদী
Geography- Theory-Indus river and their tributaries
উত্তর ভারতীয় নদীগুলি হল সিন্ধু এবং উপনদী ঝিলাম, রাভি, চেনাব, বিয়াস এবং শতদ্রু
1) এটি মানসরোবর হ্রদের কাছে তিব্বতের কৈলাস পর্বতের উত্তর ঢালে সিন্ধু উৎপন্ন হয়।
2)এটি তিব্বতের মধ্য দিয়ে উত্তর-পশ্চিম দিকের পথ অনুসরণ করে।
3)ভারত ও পাকিস্তান উভয় দেশেই এর বিপুল সংখ্যক উপনদী রয়েছে এবং উৎস থেকে করাচির কাছের বিন্দু পর্যন্ত এর মোট দৈর্ঘ্য প্রায় ২৮৯৭ কিলোমিটার যেখানে এটি আরব সাগরে পড়ে যার মধ্যে প্রায় ৭০০ কিলোমিটার ভারতে অবস্থিত।
4)এটি জম্মু ও কাশ্মীরের ভারতীয় অঞ্চলে প্রবেশ করে কাশ্মীর অঞ্চলে, এটি অনেক উপনদীর সাথে মিলিত হয়েছে – জাস্কার, শ্যাওক, নুব্রা এবং হুনজা।এটি লাদাখ, বাল্টিস্তান এবং গিলগিট অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং লাদাখ রেঞ্জ এবং লেহ-তে জাসকার রেঞ্জের মধ্যে প্রবাহিত হয়েছে।
5) মোট দৈর্ঘ্য 3180 KM ।
6)সিন্ধুর কাছে আরব সাগরে মিশেছে ।
1) শতদ্রু, সিন্ধু নদীর উপনদী ।
2) শতদ্রু (সাতলুজ) নদীর মোট দৈর্ঘ্য 1450 কিলোমিটার, যার মধ্যে 1050 কিলোমিটার ভারতীয় অঞ্চলে অবস্থিত।
3) উত্তর-পশ্চিম দিকে এবং তারপর পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিকে প্রবাহিত নদী ।
4) শতদ্রু নদীর উৎপত্তিস্থল কৈলাস পর্বতমালার আশেপাশে তিব্বতের রাখাস্তাল হ্রদের কাছে।
5) শতদ্রু নদী,সিন্ধুতে নামার আগে পাকিস্তানের চেনাবের সাথে মিশে যায়।
6)শতদ্রু নদী শিপকি লা পাস দিয়ে ভারতে প্রবেশ করে ।
8) শতদ্রু নদীর নদীর তীরে অবস্থিত শহর হল -লুধিয়ানা ।
9) শতদ্রু নদীর উপর ভাকরা নাঙ্গল প্রকল্প (HP), হরিকে, সিরহিন্দ, গোবিন্দ বল্লভ সাগর, করচাম ওয়াংটু জলবিদ্যুৎ কেন্দ্র, নেপথা ঝাখারি বাঁধ বাঁধ নির্মিত হয়েছে ।
10)শতদ্রু নদী ভারতের পাঞ্জাব, হিমাচল প্রদেশ রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত
11) শতদ্রু নদী সুতুদ্রি (প্রাচীন নাম); Zarodros (গ্রীক নাম); ল্যাঙ্গেচেন খাম্বাব (তিব্বতি নাম) নামেও পরিচিত ।
12)সিন্ধু নদী প্রণালীর সমস্ত উপনদীর মধ্যে এটি দীর্ঘতম নদী।
Read More :Ganga River objective question
1) বিয়াস (বিপাশা), সিন্ধু নদীর উপনদী ।
2) বিয়াস (বিপাশা) নদীর দৈর্ঘ্য 470 কিলোমিটার ।
3) বিয়াস (বিপাশা) নদী দক্ষিণ দিকে প্রবাহিত নদী ।
4) বিয়াস (বিপাশা) নদীর উৎপত্তিস্থল ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের রোহতাং লা পাসের বিয়াস কুন্ড ।
5) বিয়াস (বিপাশা)নদী, হিমাচল প্রদেশে তার উত্স থেকে পাঞ্জাব পর্যন্ত প্রায় 470 কিলোমিটার ভ্রমণ করে, এটি সাতলুজ নদীর সাথে মিলিত হয়েছে।
6) বিয়াস (বিপাশা) নদীর প্রধান উপনদীগুলি হল বাইন, বানগঙ্গা, লুনি এবং উহাল।
8) বিয়াস (বিপাশা) নদীর নদীর তীরে অবস্থিত শহর হল-কুল্লু
9) বিয়াস (বিপাশা) নদীর উপর বিয়াস প্রকল্প, পং বাঁধ,পান্ডোহ বাঁধ নির্মিত হয়েছে
10) বিয়াস (বিপাশা)নদী ভারতের পাঞ্জাব এবং হিমাচল প্রদেশেরাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত ।
Indus river and their tributaries-রাভি নদী
1) রাভি, সিন্ধু নদীর উপনদী ।
2) রাভি নদীর দৈর্ঘ্য 720 কিলোমিটার ।
3) রাভি নদী জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত সীমানায় দক্ষিণ-পশ্চিমে ঘুরে চাম্বার অতিক্রম করে পশ্চিম-উত্তরপশ্চিমে প্রবাহিত হয়।
4) রাভি নদী হিমাচল প্রদেশের কাংড়া জেলায় শুরু হয়েছে ।
5) রাভি হিমাচল প্রদেশের চম্বা জেলার রোহতাং পাসের কাছে যাত্রা শুরু করে এবং প্রায় 720 কিলোমিটার পরে, এটি পাকিস্তানের চেনাব নদীর সাথে মিলিত হয়।
6) রাভি নদীর উপনদীগুলো-বুধিল, তুন্দাহান বেলজেদি, সাহো এবং সিউ ।
7) রাভি নদীর নদীর তীরে অবস্থিত শহর -লাহোর ।
8) রাভি নদীর উপর রঞ্জিত সাগর বাঁধ বাঁধ নির্মিত হয়েছে ।
9) রাভি নদী ভারতের হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীররাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত ।
10)রাভি নদী, ইরাবতী বা “লাহোরের নদী” নামেও পরিচিত ।
পারুস্নি (প্রাচীন নাম); এরাবতী
1) ঝিলাম, সিন্ধু কোন নদীর উপনদী ।
2) ঝিলাম নদীর দৈর্ঘ্য 725 কিলোমিটার ।
3) ঝিলাম নদী কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে পশ্চিম দিকেপ্রবাহিত নদী ।
4) কাশ্মীরের দক্ষিণতম অঞ্চলে অবস্থিত ভেরিনাগের কাছে একটি ঝর্ণা থেকে ঝিলাম শুরু হয়।
5) ঝিলাম নদী পাকিস্তানের চেনাব নদীতে মিলিত হয়েছে ।
6) ঝিলাম নদী ভারতের জম্মু রাজ্য পেরিয়ে ঝিলাম নদী পাকিস্তানে পৌঁছেছে ।
7) ঝিলামের ডান তীর উপনদী – পোহরু, সান্দ্রিন, আরাপাল, সিন্ধু, আরাপথ, ব্রিংগি এবং লিড্ডার। বাম তীর উপনদী- নিঙ্গাল, বিশ্ব, রমশি, দদগঙ্গা, রামবিয়ারা এবং সুখনাগ।
8) ঝিলাম নদীর নদীর তীরে অবস্থিত শহর -শ্রীনগর ।
9) ঝিলাম নদীর উপর মংলা বাঁধ নির্মিত হয়েছে ।
10) ঝিলাম নদী ভারতের জম্মু এবং কাশ্মীর রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ।
11) ঝিলাম নদী ঋগ্বেদে ভিতুস্তানামেও পরিচিত ।
Read More :About Himalayan mountains
1) চেনাব, সিন্ধু নদীর উপনদী ।
2) চেনাব নদীর দৈর্ঘ্য 960 কিলোমিটার ।
3) চেনাব নদী উত্তর-পশ্চিম দিকে দিকে প্রবাহিত নদী ।
4) চেনাব নদীর উৎপত্তিস্থল হিমাচল প্রদেশের লাহৌল ও স্পিতি জেলা: বড় লাচা পাস ।
5) চেনাব নদী হিমাচল প্রদেশ রাজ্যের পশ্চিম হিমালয় অঞ্চলে, চেনাব নদী চন্দ্রা এবং ভাগা নদীর সাথে মিলিত হয়েছে।
7) চেনাব নদীর উপনদী- মারুসুদার ।
9) চেনাব নদীর উপর সালাল প্রকল্প ধুলহাস্তি বাঁধ, বাগলিহার বাঁধ, ত্রিমু ব্যারেজ বাঁধ নির্মিত হয়েছে ।
10) চেনাব নদী ভারতের জম্মু এন্ড কাশ্মীর, হিমাচল প্রদেশ রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ।
11) চেনাব নদী লাহুলের বড় লাচা গিরিপথের বিপরীত দিক থেকে আসা দুটি নদীর সঙ্গম, চন্দ্র ও ভাগা, চেনাবের জন্ম দেয়। হিমাচল প্রদেশে, এটি চন্দ্রভাগা নামেও পরিচিত ।
12)সিন্ধু নদী ব্যবস্থার (Indus river system) বৃহত্তম উপনদী