Important Nobel award fact
প্রিয় পাঠক,আমরা আসন্ন পরীক্ষা-নার্সিং, পুলিশ, clerk, WBCS এর জন্য স্ট্যাটিক জিকে (important Nobel award fact) উপস্থাপন করছি।
সূচি তালিকা
A) নোবেল পুরস্কার পরিচিতি
B) নোবেল পুরস্কার প্রাপক
C) ভারতীয় নোবেল বিজয়ীদের তালিকা
- 1)1901 সালে প্রবর্তিত হয়।
- 2) প্রতিষ্ঠাতা- আলফ্রেড নোবেল
- 3) যে সব ক্ষেত্রে দেওয়া হয় সে গুলো হলো – i) পদার্থবিজ্ঞান ii) রসায়ন iii) চিকিৎসা iv) সাহিত্য v) শান্তি
- (1901 সালে শুরু হয় এবং সুইডেনের স্টকহোম থেকে বিতরণ করা হয়, শান্তি ব্যতীত।নরওয়ের রাজধানী অসলো থেকে শান্তি পুরস্কার বিতরণ করা হয়।
- 4) অর্থনীতি (1968 সালে প্রবর্তিত কিন্তু 1969 সালে প্রথম প্রদান)
- 5) প্রতি বছর 10 ডিসেম্বর তারিখ এ দেওয়া হয়। (আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী)
- 6) নোবেল পুরস্কারের মূল্য 7 মিলিয়ন সুইডিশ ক্রোনার
- 7) নোবেল পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠানের নাম-
i)পদার্থবিজ্ঞান ও রসায়নে – রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স
ii)মেডিসিন – ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি
iii)সাহিত্য – সুইডিশ একাডেমি
iv)শান্তি – নরোজিয়ান সংসদের কমিটি
v)অর্থনীতি – সুইডেনের ব্যাংক
নোবেল বিজয়ীদের সম্পর্কে বিবরণ –
- প্রথম প্রাপক – উইলিয়াম রন্টজেন (জার্মানি) – আবিষ্কার – এক্স রে
- প্রথম মহিলা প্রাপক – পদার্থবিজ্ঞানে ম্যাডাম কৌরি (1903),
- সর্ব কনিষ্ঠ প্রাপক (প্রথম)- ১৯১৫ সালে পদার্থবিজ্ঞানে লরেন্স ব্রাগ
- বেশি বয়সে প্রাপক – ২০০৭ সালে অর্থনীতিতে ৯০ বছর বয়সে লিওনিদ হারউইচ
Read More : Important nick name of place
- দুইবার প্রাপক –
i)ম্যাডাম কৌরি (পদার্থবিজ্ঞানে, 1903 এবং রসায়নে, 1911)
ii) এল কে পলিং (রসায়ন, 1954 এবং শান্তিতে, 1962)
iii) জন বার্ডিন (পদার্থবিজ্ঞানে, 1956 এবং 1972)
iv) ফেডেরিক স্যাঙ্গার (রসায়ন, 1958 এবং শান্তির জন্য1980)
- তিনবার প্রাপক – রিসেপিয়েন্ট ইন্টারন্যাশনাল রেড ক্রস – (1917,1944,1963)
- প্রথম দম্পতি প্রাপক – পদার্থবিজ্ঞানে ম্যাডাম কৌরি এবং পিয়ার কৌরি (1903),
- প্রথম মরণোত্তর প্রাপক- সাহিত্যে এরিক এক্সেল কার্লফেড ,1931
- নোবেল পুরস্কার বিজয়ী প্রথম ব্যক্তি –
i) সাহিত্য -রেনে এফ এ এবং সুলাই প্রধান (ফ্রান্স)
ii)পদার্থবিজ্ঞানের জন্য – ডাব্লু কে রেন্টজেন (জার্মানি)
iii) রসায়নের জন্য – জে হেন্টহফ
iv) মেডিসিনের জন্য – এ. ই.ওন বেহরিগ
v) অর্থনীতির জন্য – রাঙ্গার ফিশ
vi) শান্তির জন্য – জিম এফ ডুরান্ট এবং ফেডেরিক পেইরি
- প্রথম এশীয় ও ভারতীয়- রবীন্দ্রনাথ ঠাকুর , 1913 গীতাঞ্জলির জন্য
i) গীতাঞ্জলির সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর (প্রথম ভারতীয়)1913,
ii) রমন এফেক্ট আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে -সিভি রমন (প্রথম ভারতীয় বিজ্ঞানী), 1930
iii) জেনেটিক কোড আবিষ্কারের জন্য মেডিসিনে- এইচ.ডি.খোরানা, 1968
iv) মাদার তেরেসা ইন পিস (ফার্স্ট লেডি), 1979
v)সুপারনোভা গবেষণার জন্য পদার্থবিজ্ঞানে -এস চন্দ্রশেখর, 1983
vi)অর্থনীতিতে অমর্ত্য সেন, 1998