Important Banking MCQ GK
প্রিয় পাঠক, আমরা আসন্ন ব্যাংকিং পরীক্ষার জন্য ব্যাংকিং প্রশ্ন (Important Banking MCQ GK)উপস্থাপন করছি।
ব্যাংকিং জিকে- Miscellaneous Multiple choice questions-Set 1
1) নিচের কোনটি সরকারি ক্ষেত্রের ব্যাংক নয়?
A) কর্পোরেশন ব্যাংক
B) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
C) বিজয়া ব্যাঙ্ক
D) ফেডারেল ব্যাংক
2) নিম্নলিখিত পরিষেবাগুলির মধ্যে কোনটি শুধুমাত্র RBI দ্বারা সরবরাহ করা হয়?
A) কারেন্সি নোট ইস্যু করা
B) সোনার ক্রয় ও বিক্রয়
C) ডিমান্ড ড্রাফট বিক্রি
D) মূল্যবান জিনিসপত্র রাখার জন্য ডিপোজিট লকার বিক্রি
3) SEBI এর পূর্ণরূপ কি?
A) Secured Economy Bureau of India
B) Small Economy based Investment
C) Securities & Exchange Board of India
D) Severe Ecological balance & Internet
4) নিচের কোনটি RBI দ্বারা সিদ্ধান্ত নেওয়া হয়?
A) সময় জমার সুদ
B) নিরাপদ আমানত মূল্যের ভাড়া
C) মুদ্রাস্ফীতির হার
D) নগদ রিজার্ভ অনুপাত (CRR)
5) ব্যাংকিং কার্যক্রমে ব্যবহৃত CBS শব্দটিতে C অক্ষরটি কী বোঝায়?
A) কেন্দ্রীয় (central)
B) সমালোচনামূলক (critical)
C) বাণিজ্যিক (commercial)
D) কোর (core)
6) নিচের কোন পদটি(term) ব্যাঙ্কিং ফাইন্যান্সের সাথে যুক্ত নয়?
A) আরটিজিএস (RTGS)
B) এসএলআর (SLR)
C) ক্রেডিট
D) এলবিডব্লিউ (LBW)
7. নিচের কোনটি ভারতের নতুন রেটিং সূচক অর্থ মন্ত্রক দ্বারা তৈরি করা হয়েছে?
A) CECA
B) ক্রিস (CRIS)
C) সেনসেক্স
D) TIEA
8) ASBA শব্দটির পূর্ণরূপ কী?
A) Allotment Supported by Blocked Amount
B) Application Supported by Bank Amount
C) Application Supported by Blocked Amount
D) Allotment & social banking Amount
9) ভারতের সমস্ত ব্যাঙ্ক তাদের দিনের সাথে সম্পর্কিত প্রধান নীতিগত সিদ্ধান্ত/নির্দেশ/নির্দেশিকা কোথা থেকে পায়?
A) স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সরকার। ভারতের
B) সেবি
C) আরবিআই
D) সর্বভারতীয় ব্যাঙ্ক কর্মচারী
10) ব্যাঙ্কের আমানতগুলি ডিআইসিজিসি দ্বারা প্রতি ব্যাঙ্ক প্রতি আমানতকারীর সর্বোচ্চ কত এর জন্য বীমা করা হয়?
A) কোন সীমা নেই
B) 50,800 টাকা
C) 5,00,000 টাকা
D) 1,00,000 টাকা
Read More :Important fact of RRBs
11) MUDRA এর পূর্ণরূপ কি, যা ভারত সরকার স্থাপন করেছে?
A) Micro Units Development & Refinance Agency
B) Major units Division & Regulating Agency
C) Micro Units Division & Regulating Agency
D) Micro Units Development & regulating Agency
12) একটি নতুন পরিভাষা যা আজকাল ব্যবহৃত হচ্ছে তাকে P2P ঋণ বলা হয়। কি
P2P এর পূর্ণরূপ কি?
A) Proper – to-proper
B) People – to-people
C) Peer – to -peer
D) Point- to-point
13) ব্যাংকিং ন্যায়পাল (Banking ombudsman) নিয়োগ করেন কে?
A) রাষ্ট্রের প্রধান ব্যাঙ্ক
B) নিজ নিজ রাজ্যের গভর্নর
C) আরবিআই
D) ভারতের রাষ্ট্রপতি
14) নিচের কোনটি ভারতে বিদেশি মুদ্রা আদান প্রদান নিয়ে কাজ করে এমন ব্যাঙ্ক গুলোকে নিয়ন্ত্রণ করে?
A) সেবি
B) FEDAI
C) আইবিএ (IBA)
D) সরকারী কর্মচারী
15) নিম্নোক্ত পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির মধ্যে কোনটি সম্পদ ব্যবস্থাপনার অফার করা প্রথম ব্যাঙ্ক
? (Which of the following public sector bank is the first bank to offer wealth management service?)
A) ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
B) ব্যাঙ্ক অফ বরোদা
C) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
D) কানারা ব্যাঙ্ক
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> >>>>>>>>>>>>>
উত্তর:
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
D | A | C | D | D | D | B | C | C | D | A | C | C | B | C |
16) BBPS এর পূর্ণরূপ হল
A) Bill Finger Berger Power series
B) Best Business Practices
C) Bits Bites Pixel Sprites
D) Bharat Bill Payments Systems
17) যে প্রক্রিয়ার মাধ্যমে দেশের কেন্দ্রীয় ব্যাংক মূল্য স্থিতিশীলতা বজায় রাখার জন্য সুদের হারের উপর নিয়ন্ত্রণ প্রয়োগ করে অর্থনীতিতে অর্থের সরবরাহ নিয়ন্ত্রণ করেএবং উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন হিসাবে পরিচিত
A) অর্থনৈতিক নীতি (Economic policy)
B) মুদ্রানীতি (Monetary Policy)
C) আর্থিক নীতি (Fiscal Policy)
D) ক্রেডিট নীতি (credit Policy)
18) 10 বছরের কম বয়সী শিশুদের ব্যাংকে কোন সুবিধা দেওয়া হয়?
A) চলতি হিসাব (current account)
B) সেভিংস এ/সি (savings A/C)
C) জিরো ব্যালেন্স এ/সি (Zero Balance A/C)
D) কোনোটিই নয়
Read More :Important CRR Repo Rate Questions
19)নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটির কোনো আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক (RRBs) নেই
A) পাঞ্জাব
B) গোয়া
C) উত্তরাখণ্ড
D) কর্ণাটক
20) ভারতে পণ্য বাজারের (commodity market) নিয়ন্ত্রক কে?
A) এফএমসি (FMC)
B) এনএসই (NSE)
C) সেবি (SEBI)
D) IRDA
21) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি নাবালকদের অনুমতি দিয়েছে স্বাধীনভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনা করতে যদি তাদের বয়স কত হয়?
A) 14 বছর বেশি
B) 13 বছর বেশি
C) 16 বছর বেশি
D) 10 বছর বেশি
22) একটি ফিজিক্যাল চেককে ইলেকট্রনিক আকারে রূপান্তর করার প্রক্রিয়াকে কি বলা হয়?
A) চেক আলোচনা (Cheque Negotiation)
B) চেক অনুমোদন (Cheque Endorsement)
C) চেক ট্রাঙ্কেশন (Cheque Truncation)
D) চেক বিকল্প (Cheque Alternation)
23) প্রাইম লেন্ডিং রেট (PLR) এর আগের ব্যবস্থার নতুন নাম কি? (The earlier system of Prime Lending Rate(PLR) has now been replaced by)
A) রিভার্স রেপো রেট সিস্টেম
B) রেপো রেট সিস্টেম
C) ব্যাঙ্ক রেট সিস্টেম
D) বেস রেট সিস্টেম
24) একটি ব্যাঙ্কনোট যার একটি অংশ অনুপস্থিত বা যা দুটি টুকরার বেশি দিয়ে গঠিত তাকে কি বলা হয় (A banknote of which a portion is missing or which is composed of more than two pieces is known as)
A) একটি বিকৃত নোট (A mutilated banknote)
B) একটি জাল নোট (A counterfeit banknote)
C) একটি নোংরা নোট (A soiled banknote)
D) একটি ক্ষতিগ্রস্ত ব্যাঙ্কনোট (A damaged banknote)
25) ICICI ব্যাঙ্কের ট্যাগলাইন কী?
A) একসাথে আমরা উন্নতি করি (Together we prosper)
B) খেয়াল আপকা (Khayal aapka)
C) ব্যাংকিং এর বাইরে সম্পর্ক (Relationships Beyond Banking)
D) বিশ্বাসের ঐতিহ্য (A tradition of trust)
Read More: Capitals and Currencies of different countries
26) 1975 সালে RRB প্রথমা গ্রামীণ ব্যাঙ্ক গঠনের মাধ্যমে তাদের কার্যকলাপ প্রক্রিয়া শুরু করে মোরাদাবাদে । এই ব্যাংক এর পৃষ্ঠপোষকতা করেছিল কোন ব্যাঙ্ক ? (The RRBs started their development process in 1975 with the formation of Prathama Grameen Bank in Moradabad. This bank was sponsored by
A) এসবিআই
B) পিএনবি
C) সিন্ডিকেট ব্যাংক
D) ভারতীয় ব্যাঙ্ক
27) IFSC কোড হল একটি আলফানিউমেরিক কোড যা RTGS এবং NEFT লেনদেনে ব্যবহৃত হয়।
“S” অক্ষরটি IFSC শব্দটিকে কি বোঝায়?
A) গ্রাহক (Subscriber)
B) স্টেশন (Station)
C) রাজ্য (state)
D) সিস্টেম (system)
28) যখন আন্তঃব্যাংক তরলতা সম্পূর্ণরূপে শুকিয়ে যায়,জরুরী পরিস্থিতিতে ব্যাঙ্কগুলির আরবিআই থেকে ঋণ নেওয়ার উইন্ডো কে কি বলা হয় ?(The window for banks to borrow from RBI in emergency situation when inter-bank liquidity dries up completely, is called)
A) এমএসএফ (MSF)
B) এলএএফ (LAF)
C) Call money
D) রেপো রেট
29) নিচের কোনটি ভারতে সরকারি ক্ষেত্রের ব্যাঙ্ক কাজ করছে?
A) ফেডারেল ব্যাংক
B) ICICI ব্যাঙ্ক
C) ভারতীয় ব্যাঙ্ক
D) ইউকো ব্যাঙ্ক
30) নিচের কোন পদটি (term) ব্যাঙ্কিং এবং ফাইন্যান্সে ব্যবহৃত হয় না?
A) ক্রেডিট ডিফল্ট অদলবদল (Credit default swaps)
B) ইলেকট্রনিক ক্লিয়ারিং সিস্টেম (ECS)
C) আকস্মিক শাস্তি (Sudden penalty)
D) ব্লু চিপ (Blue chip)
উত্তর :-
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | |
D | B | C | D | A | D | C | D | A | C | C | D | A | D | C |