Weekly Current Affairs in Bengali-1st-7th October 2023
প্রিয় পাঠকগণ, বাংলায় সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স –১ম-৭ম-৩০ই অক্টোবর, ২০২৩ অবজেক্টিভ টাইপ প্রশ্ন(Weekly Current Affairs in Bengali) পোস্ট করছি।
কারেন্ট অ্যাফেয়ার্স- অবজেক্টিভ টাইপ প্রশ্ন- ১ম-৭ম অক্টোবর, ২০২৩
1)কোন বিজ্ঞানীরা যৌথভাবে ফিজিওলজি বা মেডিসিনে ২০২৩ সালের নোবেল পুরষ্কার পেলেন কে?
ক্যাটালিন ক্যারিকো এবং ড্রু ওয়েইসম্যান
2)কোন বিজ্ঞানীরা যৌথভাবে ২০২৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরষ্কার পেলেন?
পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেঙ্ক ক্রুজ এবং অ্যান এল‘হুইলিয়ার
3)কোন বিজ্ঞানীরা যৌথভাবে ২০২৩ সালের রসায়নে নোবেল পুরষ্কার পেলেন?
মঙ্গি জি বাওয়েন্ডি, লুই ই ব্রুস এবং অ্যালেক্সি আই ইকিমোভ
4)কোন আবিষ্কারের জন্য আকিমভ রসায়নে নোবেল পুরষ্কার পেয়েছিলেন?
কোয়ান্টাম বিন্দু আবিষ্কারের জন্য।
5)২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
জন ফস (নরওয়ে)
6)২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন কে?
নার্গেস মোহাম্মদী
7)জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সম্প্রতি স্পিনোজা পুরস্কার পেলেন কে?
ডঃ জয়িতা গুপ্ত
8)2023 সালের দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কে?
ওয়াহিদা রেহমান।
9)মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে কে জয়ী হয়েছেন?
মোহাম্মদ মুইজ্জু
10)ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক নতুন নির্বাহী পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন?
মুনিশ কাপুর
11)স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান কে, যার মেয়াদ ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে?
দীনেশ খারা
12)রিলায়েন্সের JioMart ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাহাকে নির্বাচিত করেছে?
MS ধোনি
13)আরবিআই কোন ব্যাংকের সাথে ফিনটেক স্টার্টআপ স্লাইসের একীকরণের অনুমোদন দিয়েছে?
ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া
14)রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট কত শতাংশে বজায় রেখেছে ?
6.50 শতাংশ
15)ভারতের প্রথম সৌর ছাদ সাইক্লিং ট্র্যাক কোন শহরে উদ্বোধন করা হয়েছিল?
হায়দ্রাবাদ
প্যাসিফিক এশিয়া ট্রাভেল এসোসিয়েশন ট্রাভেল মার্ট ২০২৩ কোথায় আয়োজন করা হচ্ছে?
16) নতুন দিল্লি
17)অল ইন্ডিয়া পুলিশ সায়েন্স কংগ্রেস 7 অক্টোবর কোথায় শুরু হয়েছে ?
দেরাদুনে
Read More: –Question on Indian National Congress-You need to know
18)জি–২০ পার্লামেন্ট স্পিকারস সামিট কোন দেশ আয়োজন করবে?
ভারত
19)কোন দেশ এশিয়া–প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে?
ভারত
প্রতি বছর আন্তর্জাতিক অহিংসা দিবস কবে পালিত হয় ?
20)02 অক্টোবর
প্রতি বছর বিশ্ব শিক্ষক দিবস কবে পালিত হয় ?
21)5 অক্টোবর
ওয়ার্ল্ড নেচার ডে কবে পালিত হবে ?
22)3 অক্টোবর
ওয়ার্ল্ড নেচার ডে 2023-এর থিম কি ?
23)‘Forests and Livelihoods: Sustaining People and Planet’।
24)ভারত ও বাংলাদেশের বার্ষিক যৌথ সামরিক মহড়া “SAMPRITI” কোথায় শুরু হয়েছে?
মেঘালয়ের উমরোইতে
25)সিবিডিটি–র চেয়ারম্যান কে, যার মেয়াদ সম্প্রতি বাড়ানো হয়েছে?
নীতিন গুপ্তা
26)মুম্বাইয়ে খাদি ও গ্রামোদ্যোগ আয়োজিত ‘খাদি মহোৎসব‘-এর উদ্বোধন করলেন কে?
নারায়ণ রানে
27)প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে হাই টেক স্পোর্টস ট্রেনিং সেন্টার উদ্বোধন করেছিলেন?
মধ্যপ্রদেশ
28)মুখ্যমন্ত্রী অশোক গেহলট সম্প্রতি কোন রাজ্যে নুতন তিনটি নতুন জেলা প্রতিষ্ঠার পরিকল্পনা প্রকাশ করেছেন। এই জেলা তিনটি হল মালপুরা, সুজানগড় এবং কুচমান সিটি?
রাজস্থান
29)কোন ক্রিকেট কিংবদন্তিকে আইসিসি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করেছে?
শচীন টেন্ডুলকার
30)আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩–এর জন্য আফগানিস্তান ক্রিকেট দলের মেন্টর হিসাবে কে নিযুক্ত হয়েছেন?
অজয় জাদেজা
31) 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের মাস্কটের নাম কী?
ব্লেজ অ্যান্ড টঙ্ক
32)এশিয়ান গেমসের ইতিহাসে জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ কে?
আন্নু রানী
33)এশিয়ান গেমসে মহিলাদের ৮০০ মিটার দৌড়ে কোন ভারতীয় রৌপ্য পদক জিতেছিলেন?
হারমিলান বেইনস
34)এশিয়ান গেমস ২০২৩–এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে স্বর্ণপদক কে জিতেছেন? নীরজ চোপড়া
35)ক্রিকেট বিশ্বকাপ ২০২৩–এর উদ্বোধনী ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে?
নরেন্দ্র মোদী স্টেডিয়াম,আহমেদাবাদ
36)এশিয়ান গেমসের কোন খেলায় দীপিকা পাল্লিকাল এবং হরিন্দর পাল সান্ধুর জুটি স্বর্ণপদক জিতেছে?
স্কোয়াশ
37)মহিলাদের ৫৩ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ভারতের পক্ষ থেকে কে পদক জিতেছেন?
অন্তিম পানঘাল
38)SAFF অনূর্ধ্ব–19 চ্যাম্পিয়নশিপে জিতেছে কোন মেন্স ফুটবল দল?
ভারত
Read More: –Five-year Plan Questions-You Need to Know easily
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>