Learn easy algebra tricks
প্রিয় পাঠক, সূত্রেই সাহায্য ছাড়া আলজেব্রা ম্যাথ মুখে মুখে কত সহজে করা যেতে পারে তার কিছু গুরুত্বপূর্ণ ট্রিকস (Learn easy algebra tricks) এখানে দেওয়া হলো। আশা করি তোমাদের এটা ভালো কাজেই লাগবে।
Math-Algebra-Learn easy algebra shortcut-part -1
1)আমরা এই ম্যাথ টা করার সময় একটা simple algebra shortcut প্রয়োগ করবো।
এখানে যে প্রশ্নটি টি দেওয়া আছে তার পাওয়ার হিসেবে রয়েছে =2
এখানে যে Tricks প্রয়োগ করবো সেটা হলো –( V2-2) । এখানে V (value) বলতে আমার ধরে নেবো = 5।
সুতরাং আমরা যদি উপরের নিয়ম প্রয়োগ করি তাহলেই সমাধান করলেই হবে =(5)2-2=23 সুতরাং উত্তর হলো =23
2) এই ম্যাথ টা করার সময় একটা shortcut প্রয়োগ করবো।
এখানে যে প্রশ্নটি টি দেওয়া আছে তার পাওয়ার হিসেবে রয়েছে =3
এখানে যে Tricks প্রয়োগ করবো সেটা হলো –(V3-3V) । এখানে V (value) বলতে আমার ধরে নেবো = 5।
সুতরাং আমরা যদি উপরের নিয়ম প্রয়োগ করি তাহলেই সমাধান করলেই হবে =(53)-(3×5)=110 সুতরাং উত্তর হলো =110
3) এই ম্যাথ টা করার সময় একটা shortcut প্রয়োগ করবো।
এখানে যে প্রশ্নটি টি দেওয়া আছে তার পাওয়ার হিসেবে রয়েছে =4
i) প্রথমে প্রশ্ন (1) এর Tricks প্রয়োগ করব। অর্থাৎ এখানে যে Tricks প্রয়োগ করবো সেটা হলো –( V2-2)।
এখানে V (value) বলতে আমার ধরে নেবো = 5। সুতরাং আমরা যদি উপরের নিয়ম প্রয়োগ করি তাহলে সমাধান করলেই হবে =(5)2-2=23 ।
সুতরাং উত্তর হলো =23
ii) দ্বিতীয় ধাপে আবার প্রশ্ন (1) এর Tricks প্রয়োগ করব। অর্থাৎ এখানে যে নিয়ম প্রয়োগ করবো সেটা হলো –( V2-2)।
এখানে V (value) বলতে আমার ধরে নেবো = 23 (যেটি প্রথম ধাপে পেয়েছিলাম )।
সুতরাং আমরা যদি উপরের নিয়ম প্রয়োগ করি তাহলেই সমাধান করলেই হবে =(23)2-2=527 সুতরাং উত্তর হলো =527
4) আমরা এই ম্যাথ টা করার সময় একটা easy shortcut প্রয়োগ করবো।
এখানে যে প্রশ্নটি টি দেওয়া আছে তার পাওয়ার হিসেবে রয়েছে =5
এখানে যে Tricks প্রয়োগ করবো সেটা হলো –(V5– 5.V3+5V )।
এখানে V (value) বলতে আমার ধরে নেবো = 5।
সুতরাং আমরা যদি উপরের নিয়ম প্রয়োগ করি তাহলেই সমাধান করলেই হবে = (55– 5.53+5.5 ) =(3125-625+25)=2525
সুতরাং উত্তর হলো =2525
5) এই ম্যাথ টা করার সময় একটা shortcut প্রয়োগ করবো।
এখানে যে প্রশ্নটি টি দেওয়া আছে তার পাওয়ার হিসেবে রয়েছে =6
i) প্রথমে প্রশ্ন (2) এর Tricks প্রয়োগ করব। এখানে যে Tricks প্রয়োগ করবো সেটা হলো –(V3-3V) ।
এখানে V (value) বলতে আমার ধরে নেবো = 5 । সুতরাং আমরা যদি উপরের নিয়ম প্রয়োগ করি তাহলেই সমাধান করলেই হবে =(53)-(3×5)=110 । প্রথম ধাপে প্রাপ্ত ফলাফল হলো =110
ii) দ্বিতীয় ধাপে Tricks প্রয়োগ করবো সেটা হলো – প্রথম ধাপে প্রাপ্ত ফলাফলের বর্গ করে 2 বিয়োগ করতে হবে।
সমাধান করলেই হবে (110)2-2=12100-2=12098
6) আমরা এই ম্যাথ টা করার সময় একটা shortcut প্রয়োগ করবো।
এখানে যে প্রশ্নটি টি দেওয়া আছে তার পাওয়ার হিসেবে রয়েছে =7
i) প্রথমে প্রশ্ন (1) এর Tricks প্রয়োগ করব। অর্থাৎ এখানে যে Tricks প্রয়োগ করবো সেটা হলো –( V2-2)।
এখানে V (value) বলতে আমার ধরে নেবো = 5। সুতরাং আমরা যদি Tricks প্রয়োগ করি তাহলে সমাধান করলেই হবে =(5)2-2=23 প্রথম ধাপে প্রাপ্ত ফলাফল হলো -23
ii) দ্বিতীয় ধাপে প্রশ্ন (1) এর Tricks প্রয়োগ করব। অর্থাৎ এখানে যে Tricks প্রয়োগ করবো সেটা হলো –( V2-2) এখানে V (value) বলতে আমার ধরে নেবো = 23 (যেটি প্রথম ধাপে পেয়েছিলাম )। সুতরাং আমরা যদি Tricks প্রয়োগ করি তাহলে সমাধান করলেই হবে =(23)2-2=527 দ্বিতীয় ধাপে প্রাপ্ত ফলাফল হলো -527
iii) তৃতীয় ধাপে প্রশ্ন (2) এর Tricks প্রয়োগ করব। এখানে যে Tricks প্রয়োগ করবো সেটা হলো –(V3-3V) এখানে V (value) বলতে আমার ধরে নেবো = 5 সুতরাং আমরা যদি Tricks প্রয়োগ করি তাহলেই সমাধান করলেই হবে =(53)-(3×5)=110 ধাপে তৃতীয় প্রাপ্ত ফলাফল হলো =110
iv) চতুর্থ ধাপে উপরের পাওয়া দুই ধাপের (ii এবং iii )ফলাফল কে গুন (527 x 110)করতে হবে। এবং পরে প্রাপ্ত গুনফল =57970 থেকে 3 বিয়োগ করতে হবে। সুতরাং উত্তর হলো =(527 x110)-3=57967