Few Tips to pass the Interview
প্রিয় পাঠক , ইন্টারভিউয়ের এ সময় কি কি প্রশ্ন হতে পারে এবং তার উত্তর কি হতে পারে তার কিছু দিকনির্দেশ (How do overcome an interview)করা হলো। এ ছাড়া কি করা উচিত আর কি করা উচিত নয় সে নিয়ে কিছু তথ্য তুলে ধরা হলো।
How do overcome an interview-Questions and Answers
1)প্রাথমিক /পরিচয় সংক্রান্ত প্রশ্ন
i) নিজের সম্পর্কে বলুন- (আপনার নাম থেকে শুরু হয়, আপনার স্থানের তথ্য, আপনার
শিক্ষাগত যোগ্যতা, চাকরির অভিজ্ঞতা থাকলে,আপনার পরিবারের বিবরণ)
উদাহরণ- (আমার নাম “X”। আমি 2009 সালে B.SC করেছি “X” বিশ্ববিদ্যালয় থেকে 60% সহ। আমি 3 বছর আছে ব্যাংকিং কাজের অভিজ্ঞতা আছে । আমার পরিবারে আমরা ৬ জন সদস্য। আমার বাবা সরকারী কর্মচারী এবং মা গৃহিনী।)
ii) পিতামাতার পেশা/আয়, এবং তাদের নিয়ে কিছু বলুন ।
iii)আপনি কাকে বেশি পছন্দ করেন বাবা না মা?
উত্তর- বলুন আমি তাদের দুজনকেই পছন্দ করি।
iv)আপনার বাবা-মা/ভাইবোনের সাথে আপনার সম্পর্ক কেমন?
v) আপনি কিভাবে তাদের সাহায্য করেন?
i)কোন বছরে পাস্ করেছেন?
ii)কত মার্কস পেয়েছেন?
iii)কোন বছরে ড্রপ দিয়েছিলেন এবং কেন?
iv)কোর্স করার সময় ফাঁক (gap) কেন?
v)আপনার প্রিয় বিষয় কি এবং কেন?
vi)আপনি আপনার স্ট্রিম পরিবর্তন করেছিলেন কেন?
vii)আপনার প্রিয় শিক্ষক কে?
C)আগ্রহ/শখ/পাঠক্রম বহির্ভূত কার্যক্রম সক্রান্ত প্রশ্ন
i) আপনার শখ (hobby) কি?
ii) আপনি কেন এই শখ (hobby)গ্রহণ করেছেন?
iii) বই/পত্রিকা/সংবাদপত্রের ক্ষেত্রে
উদাহরণ- আপনি কি ধরনের সাহিত্যে আগ্রহী?
আপনার প্রিয় লেখক কে ?
কেন আপনি উনাকে পছন্দ করেন ?
উনার ভালো কাজ কোনটি ?
আপনি পড়েছেন উনার লেখা একটি বই এর নাম বলুন এবং কেন ওই বই টিকে বাঁচলেন?
ওই বইয়ের গুরুত্বপূর্ণ একটি চরিত্রের নাম বলুন
সংবাদপত্রের জন্য-
কোন সংবাদপত্র আপনি নিয়মিত পড়েন?
এই সংবাদপত্রের সম্পাদক কে ?
আজকের শিরোনাম কি?
Read More : Five-year Plan Questions-You Need to Know easily
D) জেনারেল নলেজ /জব সম্পর্কিত বিষয় সক্রান্ত প্রশ্ন-
2)Open ended question
i)আপনি এই পেশায় যোগদান করতে চাইছেন কেন?
ii)এই পেশায় আসার জন্য কোন কোন ফ্যাক্টর গুলো কাজ করছে?
iii)যদি আপনি নির্বাচিত না হন তবে কি করবেন?
iv)যদি এর আগে এই ধরনের কাজে আৱেদন করে থাকেন, তাহলে তার ফলাফল কি? কেনই বা নির্বাচিত হতে পারেন নি?
v)এই বার যাতে নির্বাচিত হতে পারেন তার জন্য কোন কোন বিষয় গুলো উন্নতি করেছেন?
vi)যদি আপনি নির্বাচিত হতে পারেন, তাহলেই এই প্রতিঠানের জন্য আপনি কি করবেন?
vii)আমি আপনাকেই নির্বাচিত কেন করবো?
3)বর্তমান সময়ে বিতর্কিত কিছু প্রশ্ন ।
4) আপনার উত্তর উপর ভিত্ত করে কিছু প্রশ্ন।
5) অস্বস্তিকর কিছু প্রশ্ন –
i)আপনার দুর্বলতা কি?
ii)আপনার শক্তিশালী পয়েন্ট কি কি?
iii)কোন ধরনের মানুষকেই আপনি অপছন্দ করেন?
iv)আপনি যদি হটাৎ রেগে যান, তবে কেন রেগে যান?
v) আপনাকে 10 এর মধ্যে কত দিবেন?
vi)প্রতিষ্ঠানে যোগদান করার পর আপনার প্রথম কাজ কি হবে?
vii)নিজেকে তিনটা শব্দের মাধ্যমে বর্ণনা করুন
viii)আপনি কোনোদিন এই কাজ পরিবর্তন করবেন? যদি করেন তাহলে কেন করবেন ?
How do overcome an interview-Keep in mind
- মেইনটেইন eye কন্টাক্ট
- হাত আপনার কোলে বা হাঁটুর উপর অথবা টেবিলে উপর রাখুন।
- কথা বলার সময় আপনার হাত নিয়ন্ত্রণ করুন
- সোজা হয়ে বসুন।
- আপনার চেয়ারে একটু সামনের দিকে ঝুঁকুন / চেয়ারের সাথে আপনার উপরের অংশটি স্পর্শ করবেন না।
- Be Relaxed
- i)12 টার আগে বলুন -শুভ সকাল ii)12-4 তার মধ্যে বলুন -শুভ বিকাল iii)4টার পর বলুন- শুভ সন্ধ্যা
8) বোর্ড আপনাকে বসার অনুমতি না দেওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং বসার আগে ধন্যবাদ বলুন ।
9)কণ্ঠস্বর স্পষ্ট/শ্রবণযোগ্য/নম্র হতে হবে ।
10)আত্মবিশ্বাসের সাথে উত্তর দিন।
11)যখন বোর্ড আপনাকে যেকোন জায়গায় সংশোধন করে দিবে তখন সর্বদা ধন্যবাদ স্যার বলুন।
12)আপনি যখন কোন প্রশ্নের উত্তর দিতে অক্ষম হন তখন বলুন- দুঃখিত স্যার আমি জানি না।
13)স্যার আমি এটার কথা শুনেছি কিন্তু এই মুহূর্তে মনে করতে পারছি না, দুঃখিত স্যার।
14)আপনার ইন্টারভিউ শেষ হয়ে গেছে বলেই যখন বোর্ড ধন্যবাদ বলে ,তখন আপনিপ বলবেন যে ধন্যবাদ স্যার .. আপনার দিনটি সুন্দর কাটুক (বিকাল 4 টার আগে।
1)তর্ক করবেন না
2)যদি আপনি উত্তর না জানেন – বলুন দুঃখিত, বর্তমানে মনে পড়ছে না ।
3)অন্তর্বাস যেন না দেখা যায়।
4)জিন্স পরবেন না।
5)ছোট পোশাক পরিধান করবেন না।
6)ট্রেন্ড সেটার হওয়ার চেষ্টা করবেন না
7)অনেক কথা বলা বন্ধ করুন ।
8)ইন্টারভিউয়ারের প্রশ্ন করে বাধা দিবেন না।
9)যথেষ্ট হাসছেন না ।
10)সমালোচনা করবেন না ।
11)অজুহাত তৈরি করবেন না ।
12) আপনার পূর্ববর্তী নিয়োগকর্তা সম্পর্কে নেতিবাচক মন্তব্য করবেন না
Read More :Ganga River objective question -How to know ans.
1)মহিলাদের জন্য – সালোয়ার-কামিজ / শাড়ি এবং ব্লাউজ
সাদা, অফ হোয়াইট, হালকা নীলে সিল্ক ব্লাউজ অপরিহার্য। ব্লাউজ স্লিভলেস হওয়া উচিত নয়।
পোশাকের রং হালকা থেকে কিছুটা কালো হতে পারে।
পুরুষদের জন্য –
শার্টগুলি চকচকে বা প্যাটার্নযুক্ত হওয়া উচিত নয়, বিশেষত ফ্যাব্রিক পাতলা। পুরুষদের ড্রেস শার্ট লম্বা হাতা হওয়া উচিত।
পুরুষদের জন্য, নেভি নীল অবশ্যই পছন্দের।
মহিলাদের জন্য, নীল রঙের একটি মাঝারি শেড আদর্শ
2)সর্বদা পরিষ্কার থাকুন ।
3)সাধারণ জুতো পরবেন। ট্রেন্ডি স্টাইল নেগেটিভ ইফেক্ট পড়বেই। অনেক হিল তোলা জুতো পরবেন না।
4)কম গয়না পরিধান করবেন।
5)সেল ফোন/চুড়ি ব্যাবহার করবেন না।