Important Banking Traditional GK in Bengali
প্রিয় পাঠক, আমরা আসন্ন ব্যাঙ্কিং পরীক্ষার জন্য ব্যাঙ্কিং এবং ট্র্যাডিশনাল জিকে প্রশ্ন (Important Banking Traditional GK in Bengali)উপস্থাপন করছি।
ব্যাঙ্কিং জিকে- ব্যাঙ্কিং এবং ট্র্যাডিশনাল– সেট -২
1)ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান (MFIs) বিভিন্ন রাষ্ট্রীয় সমাজ আইনের অধীনে নিবন্ধিত এবং বলা হয় অ-সরকারি সংস্থা (NGO)-MFI গুলি কার নিয়ন্ত্রক তত্ত্বাবধানে আসে? (The microfinance institutions (MFIs) registered under various state society Acts and called non government organization (NGO)-MFIs come under the regulatory supervision of)
A) মুদ্রা ব্যাঙ্ক (Mudra Bank)
B) আরবিআই (RBI)
C) নাবার্ড (NABARD)
D) সিডবি (SIDBI)
E) কোনো নিয়ন্ত্রক তদারকি নেই (No regulatory supervision)
2) পেমেন্ট ব্যাঙ্কগুলি ঋণ দিতে পারে না কিন্তু গ্রাহক প্রতি কত পরিমাণ পর্যন্ত সঞ্চয় আমানত গ্রহণ করতে পারে? (The payment banks can’t offer loans but are allowed to accept savings deposits up to what amount per customer?)
A) Rs 20000
B) Rs 40000
C) Rs 1 lakh
D) Rs 2 lakh
E) কোনো নিয়ন্ত্রন নেই (No restriction)
3) মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি (এমএসএফ) হার হল সেই হার যে হারে তফসিলি ব্যাঙ্কগুলি সরকারী সিকিউরিটির বিপরীতে RBI থেকে রাতারাতি তহবিল ধার করতে পারে। এমএসএফ কার্যকর হয় কবে? (The Marginal Standing Facility (MSF) rate is the rate at which the scheduled banks can borrow funds overnight from RBI against govt securities. The MSF came into effect in)
A)2010
B)2011
C)2012
D)2014
E)2015
4) নিচের কোন জোড়া ব্যাঙ্ক এবং তাদের সদর দপ্তর সঠিকভাবে মেলে না? (Which of the following pairs of banks and their headquarters is NOT matched correctly?)
A) PNB-Chennai
B) UCO Bank-Kolkata
C) SBI-Mumbai
D) Union Bank of India-Mumbai
E) এর কোনোটিই নয় (None of these)
Read More : Important Banking MCQ GK
5) দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের সুবিধার জন্য চালু করা একটি কেন্দ্রীয় প্রকল্প MUDRA ব্যাঙ্ক পরিভাষায় ‘U’ অক্ষরটি কী বোঝায়? (What does the letter ‘U’ denote in the term MUDRA Bank, a central scheme launched to benefit small entrepreneurs in the country?)
A) Umbrella
B) Unit
C) Ultra
D) Uber
E) Ultimate
6) একটি ব্যাঙ্কে একটি বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে, আবেদনকারীর ন্যূনতম বার্ষিক আয় কত হওয়া উচিত? (In case of opening a Basic Savings Bank Deposit Account with a Bank, what should be the minimum annual income of the Applicant?)
A) Rs 25000
B) Rs 50000
C) Rs 1 lakh
D) Rs 2 lakh
E) কোন আয়ের সীমাবদ্ধতা নেই (No income restriction)
7) ভারতের ব্যাঙ্কিং সেক্টরে প্রায়শই ব্যবহৃত PMLA-তে ‘L’ অক্ষরটির অর্থ কী? (What does the letter ‘L’ stand for in PMLA that is frequently used in the banking sector of India?)
A) Loan
B) Liability
C)License
D)Laundering
E) Liquidity
8) নন-তফসিলি ব্যাংক বলতে সেসব ব্যাংককে বোঝায় যেগুলো দ্বিতীয় তফসিলে অন্তর্ভুক্ত নয় কোন অ্যাক্ট দ্বারা? (The non-scheduled banks refer to those banks which are not included in the second schedule of)
A) নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, 1881 (Negotiable Instrument Act, 1881)
B) রাষ্ট্রীয় আর্থিক কর্পোরেশন আইন, 1951 (The state Financial Corporation Act,1951)
C) ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স অ্যাক্ট, 1891 (The bankers’ Books Evidence Act, 1891)
D) RBI আইন, 1934 (RBI Act, 1934)
E) কোনোটিই নয় (None of these)
Read More : Important Banking Reasoning Puzzle-Do not miss out
9) নিচের কোন বন্যপ্রাণী অভয়ারণ্য কর্ণাটক রাজ্যে অবস্থিত? (Which of the following wildlife sanctuaries is located in the state of Karnataka?)
A) পুষ্পগিরি (Pushpagiri)
B) রণথম্ভোর (Ranthambore)
C) কেওলাদেও (Keoladeo)
D) সারিস্কা (Sariska)
E) কানহা (Kanha)
10) মুলশি ড্যাম নিচের কোন রাজ্যে অবস্থিত? (Mulshi Dam is located in which of the following states?)
A) গুজরাট (Gujarat)
B) মহারাষ্ট্র (Maharashtra)
C) এমপি (MP)
D) পাঞ্জাব (Punjab)
E) হরিয়ানা (Haryana)
11) নারোরা বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? (Narora power plant is situated in which of the following Indian states?)
A) গুজরাট (Gujarat)
B) তামিলনাড়ু (Tamil Nadu)
C) কর্ণাটক (Karnataka)
D) ইউপি (UP)
E) রাজস্থান (Rajasthan)
12) রিঙ্গিত নিচের কোন দেশের মুদ্রা? (Ringgit is the currency of which of the following countries?)
A) ভুটান (Bhutan)
B) মালয়েশিয়া (Malayasia)
C) শ্রীলঙ্কা (Sri Lanka)
D) থাইল্যান্ড (Thailand)
E) ফিলিপাইন (Philippines)
13) বিশ্ব শিক্ষক দিবস কোন তারিখে পালন করা হয়? (World Teachers Day is observed on which date?)
A)5 Oct
B)5 Nov
C)5 Dec
D)5 Jan
E)5 March
14) কিউবার মুদ্রা কি? (What is currency of Cuba?)
A) পেসো (Peso)
B) শেকল (Shekel)
C) ক্রোন (Krone)
D) রিয়েল (Real)
E) ইউরো (Euro)
15) সামরিক প্রশিক্ষণ অনুশীলন হ্যান্ড-ইন-হ্যান্ড একটি যৌথ সামরিক মহড়। এটি কোন দুটি দেশের মধ্যে সংগঠিত হয়? (The military training exercise HAND-IN-HAND is a joint military exercise between)
A) চীন ও ভারত (China and India)
B) রাশিয়া ও পাকিস্তান (Russia & Pakistan)
C) ভারত ও জাপান (India & Japan)
D) পাকিস্তান ও তুর্কি (Pakistan & Turkey)
E) ভারত ও ইউএস এ (India & USA)
Read More : How to crack Bank exam in first attempt
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
Important Banking Traditional GK in Bengali- Answers
1.E)
2.C)
3.B)
4.A)
5.B)
6.E)
7.D)
PMLA-Prevention of Money Laundering Act
8.D)
9.A)
10.B)
11.D)
12.B)
13.A)
14.A)
15.A)
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
আপনি এটি দেখতে পারেন | মুঘল সম্রাট আকবর সম্পর্কিত 200 টি অবজেক্টিভ প্রশ্ন এবং তাহার উত্তর |
আপনি এটি দেখতে পারেন | সিপাহী বিদ্রোহ ১৮৫৭ সম্পর্কিত ৬০ টি অবজেক্টিভ প্রশ্ন এবং তাহার উত্তর |
আপনি এটি দেখতে পারেন | গঙ্গার বাম এবং ডান তীরের উপনদী সম্পর্কিত ৮৮ টি অবজেক্টিভ প্রশ্ন এবং তাহার উত্তর |