Important River Questions asked in WBCS Exam(Main) -2015 & 2016
প্রিয় পাঠক , আজকে ডাব্লুবিসিএস পরীক্ষার পূর্ববর্তী বছরের ভূগোলের মেন পরীক্ষার নদী সম্পর্কিত প্রশ্ন (Important River Questions asked in WBCS Exam )এবং তার উত্তর দিলাম।
বিষয় – ভূগোল -নদী সম্পর্কিত প্রশ্ন
1)নিচের কোনটি সাদৃশ্যপূর্ণ নয় ?
(a) শ্রীনগর: ঝিলাম
(b) লখনউ: গোমতী
(c) তিরুচিরাপল্লী: পেরিয়ার
(d) পানাজি: মান্ডোভি
1.c)
শহর– নদী
আগ্রা–যমুনা
আহমেদাবাদ–সবরমতি
এলাহাবাদ–গঙ্গা, যমুনা ও সরস্বতীর এলাহাবাদ সঙ্গম
অযোধ্যা–সরয়ু
বদ্রীনাথ–অলকানন্দা
ভাগলপুর–গঙ্গা
কটক–মহানদী
কোয়েম্বাটুর–নয়য়াল
দিল্লি–যমুনা
ডিব্রুগড়–ব্রহ্মপুত্র
গুয়াহাটি–ব্রহ্মপুত্র
গয়া–ফাল্গু (নীরঞ্জনা)
গোয়ালিয়র–চম্বল
হরিদ্বার–গঙ্গা
হায়দ্রাবাদ–মুসি
জবলপুর–নর্মদা
কানপুর–গঙ্গা
কলকাতা–হুগলি
কুর্নুল–তুঙ্গভদ্রা
কোটা–চম্বল
লক্ষ্ণৌ–গোমতী
লুধিয়ানা–সতলেজ
মথুরা–যমুনা
মাদুরাই–ভাইগাই
নাসিক–গোদাবরী
পন্ধরপুর–ভীম
পাটনা–গঙ্গা
রাউরকেলা–ব্রাহ্মণী
সম্বলপুর–মহানদী
শ্রী নগর–ঝিলাম
সুরত–তাপ্তি
তিরুচূড়াপল্লি-কাবেরী
উজ্জয়িনী–শিপ্রা
বারাণসী–গঙ্গা
বিজয়ওয়াড়া-কৃষ্ণা
2)যে নদীটি ‘বৃদ্ধ গঙ্গা‘ (Vridha Ganga) নামে পরিচিত?
(a) কৃষ্ণা
(b) কাবেরী
(c) গোদাবরী
(d) মহানদী
2.c)
3)নিচের কোনটি গোদাবরী নদীর উপনদী নয়?
(a) ওয়ার্ধা
(b) ওয়েনগঙ্গা
(c) মানজরা
d) তেল (Tel)
3.d)
নদী– উপনদী
ব্রহ্মপুত্র/দিহাং/সাংপো–দিবাং, লোহিত, ধানসিঁড়ি, মানস, তিস্তা
চম্বল–বনস, কালী, সিন্ধু, শিপ্রা, পার্বতী, মেজ
দামোদর–বরাকর, কোনার
গঙ্গা–রামগঙ্গা, গোমতী, ঘাঘর, গন্ডক, কোসি, মহানন্দা, (ডানে)/ যমুনা, পুত্র, দামোদর (বামে)
গোদাবরী ((বৃধা গঙ্গা)-ইনরাবতী, মঞ্জিরা, বিন্দুসারা, সরবারী, পেনগঙ্গা, প্রাণহিতা
সিন্ধু– ঝিলাম, চেনাব, রবি, বিয়াস, সতলেজ
কৃষ্ণ–তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, ভীম, কয়না, ওয়ারনা, দিন্ডি, মুসি, দুধগঙ্গা
কাভেরি/দক্ষিণ গঙ্গা– কাবিনি, হেমাবতী, সিমশা, আরকাবতী, অমরাবতী
মহানদী–সিওনাথ, হাসদেও, জঙ্ক, মানদ, অং, তেল
নর্মদা–কোলার, দুধি, হিরণ, তাওয়া
রবি–বুধিল, সেউল,
তাপ্তি–পূর্ণা, গির্না, পাঞ্জারা, বোরি, আনার
যমুনা–চাম্বল, সিন্ধু, বেতওয়া, কেন,
Read More: –Ganga River objective question -How to know ans.
4)নিচের কোনটি কৃষ্ণার উপনদী নয়?
(a) তুঙ্গভদ্রা
(b) পেনার
(c) ভীম
(d) সিনা
4.b)
5) নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি মোহনা (estuary) তৈরি করে?
(a) কৃষ্ণা
(b) গোদাবরী
(c) কাবেরী
(d) তাপ্তি
5.d)
***নর্মদা, পেরিয়ার এবং তাপ্তি হল একমাত্র দীর্ঘ নদী, যা পশ্চিমে প্রবাহিত হয়ে মোহনা তৈরি করে।
6) কোনটি ভুল?
(a) নাগার্জুন সাগর প্রকল্প – কৃষ্ণা
(b) হীরাকুণ্ড – মহানদী
(c) ভাকরা নাঙ্গল – সাতলুজ
(d) উকাই – চম্বল
6.d)
7) ব্রহ্মপুত্র নদী কোন কোন দেশের মধ্য দিয়ে বয়ে গেছে?
(a) তিব্বত, বাংলাদেশ, ভারত
(b) ভারত, চীন, বাংলাদেশ, তিব্বত
(c) ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সিকিম
(d) বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ভুটান
7.a)
8) কাবেরী নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়?
(a) মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু
(b) কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু
(c) মধ্যপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু
(d) কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ
8.b)
9)মাজুলি দ্বীপ কোন নদী দ্বারা গঠিত?
(a) গোদাবরী
(b) কাবেরী
(c) ব্রহ্মপুত্র
(d) কৃষ্ণা
9.c)
10)সিন্ধু ও ব্রহ্মপুত্র নদী কোনটির উদাহরণ
(A) পরবর্তী নিষ্কাশন (Subsequent drainage)
(খ) অতিরিক্ত জল নিষ্কাশন (Super-imposed drainage)
(গ) ফলস্বরূপ নিষ্কাশন (Consequent drainage)
(D) পূর্ববর্তী নিষ্কাশন (Antecedent drainage)
10.d)
পরবর্তী নিষ্কাশন নদী (Subsequent River of drainage) – চম্বল, সিন্ধ, কেন, বেতওয়া, টনস এবং সোন
ফলস্বরূপ নিষ্কাশন নদী Consequent drainage) – গোদাবরী, কৃষ্ণা, কাবেরী
নিষ্কাশনের পূর্ববর্তী নদী ((Antecedent drainage) – সিন্ধু, ব্রহ্মপুত্র, সতলেজ, কোসি
অতিরিক্ত জল নিষ্কাশনের নদী (Super-imposed drainage)– দামোদর, সুবর্ণরেখা, চম্বল, বানাস
11)নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি ট্রান্স হিমালয় নয়?
(a) সতলেজ
(b) ব্রহ্মপুত্র
(c) সিন্ধু
(d) গঙ্গা
11.d)
ট্রান্স-হিমালয়ান নদীগুলি হ’ল সেই নদীগুলি যা বৃহত্তর হিমালয়ের বাইরে উৎপন্ন হয়। ট্রান্স–হিমালয়ের তিনটি প্রধান নদী হল সিন্ধু, ব্রহ্মপুত্র এবং সতলেজ।
হিমালয় নদীগুলি বৃহত্তর হিমালয়ের মধ্যে উৎপন্ন এবং উত্তর সমভূমির মধ্য দিয়ে প্রবাহিত নদী। উদাহরণস্বরূপ: গঙ্গা ও যমুনা তাদের উপনদীসহ
Read More: –Indus river and their tributaries-How to Know easily
12)নিম্নলিখিত হিমালয় নদীগুলির মধ্যে কোনটি পূর্ববর্তী (antecedent) স্ট্রিম নয় ?
(a) সিন্ধু
(b) সতলেজ
(c) কালি
(d) ব্রহ্মপুত্র
13.c)
14)মানসরোবর হ্রদ থেকে উৎপন্ন নদীটি কী?
(a) গঙ্গা
(b) যমুনা
(c) রবি
(d) সতলেজ
14.d)
15)কোনটি ভুল?
(a) আহমেদাবাদ – সবরমতী
(b) হায়দ্রাবাদ – কৃষ্ণা
(c) কোটা – চাম্বল
(d) নাসিক – গোদাবরী
15.b)
16) নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি ফাটল উপত্যকার (rift valley) মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে?
(a) গোদাবরী
(b) তাপ্তি
(c) কৃষ্ণা
(d) কাবেরী
16.b)
****নর্মদা এবং তাপি হল ভারতের প্রধান নদী যা ফাটল উপত্যকার (rift valley)মধ্য দিয়ে প্রবাহিত হয়।
17)গঙ্গার দুটি শাখার মধ্যে রয়েছে:
(a) ভাগীরথী ও যমুনা
(b) ভাগীরথী ও আলকানন্দা
(c) মন্দাকিনি ও যমুনা
(d) মন্দাকিনি ও সোন–গঙ্গা
17.b)
18)মার্বেল ((ধুঁয়াধার)জলপ্রপাত কোন নদীর তীরে পাওয়া যায়?
(a) কাবেরী নদী
(b) সরস্বতী নদী
(c) নর্মদা নদী
(d) গোদাবরী নদী
18.c)
i)জগ বা গেরোসোপা জলপ্রপাত- সারাবতী নদী দ্বারা গঠিত- এটি সর্বোচ্চ জলপ্রপাত
ii) কুঞ্চিকাল জলপ্রপাত – ভারাহি নদী দ্বারা গঠিত
iii) গোকাক, কালহাটি, তীর্থম, মানিক্যধারা জলপ্রপাত – কৃষ্ণা নদী দ্বারা গঠিত
iv) নর্মদা নদী দ্বারা গঠিত সহস্রধারা জলপ্রপাত
19)গঙ্গার দুটি শাখা, ভাগীরথী এবং আলাকানন্দ কোথায় মিলিত হয়?
(a) রুদ্রপ্রয়াগ
(b) হরিদ্বার
(c) দেবপ্রয়াগ
(d) সোনপ্রয়াগ
19.c)
20)নিচের কোনটি গঙ্গার উপনদী নয়?
(a) গন্ডক
(b) গোমতী
(c) কোসি
(d) ঘাগর
20. d)
1)নিম্নলিখিত স্থানগুলির মধ্যে অলকানন্দ ও ভাগীরথী কোথায় মিলিত হয়?
(a)বিষ্ণুপ্রয়াগ
(b)দেবপ্রয়াগ
(c)রুদ্রপ্রয়াগ
(d)কর্ণপ্রয়াগ
1.b)
2)অমরকান্তক পাহাড় দুটি নদীর উৎস।
নদী দুটি পশ্চিম এবং পূর্ব বাহিনী । তারা হল-
(a) নর্মদা ও তাপ্তি
(b) নর্মদা ও মহানদী
(c) তাপ্তি ও বেতওয়া
(d) তাপ্তি ও শোন
2.b)
3)সিন্ধু ও ব্রহ্মপুত্র নদী নিচের কোনটির উদাহরণ:
(a) পরবর্তী নিষ্কাশন (subsequent drainage)
(b) অতিরিক্ত নিষ্কাশন (superimposed drainage)
(c) ফলস্বরূপ নিষ্কাশন (Consequent Drainage)
(d) পূর্ববর্তী নিষ্কাশন (Antecedent Drainage)
3.d)
Read More: –Important fact about Indian State-Do not Miss Out
4)হীরাকুদ বহুমুখী প্রকল্প কোন নদীর তীরে গড়ে উঠেছে ?
(a) গোদাবরী
(b) মহানদী
(c) নর্মদা
(d) কৃষ্ণা
4.b)
Important River Questions asked in WBCS Exam
5)নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি ভুল?
(a) কোসি: ফলস্বরূপ নদী (consequent river)
(b) নর্মদা: রিফ্ট ভ্যালি নদী
(c) সতলেজ: পূর্ববর্তী নদী (Antecedent river)
(d) ঘাঘর: অভ্যন্তরীণ নিষ্কাশন (River with interior)
5.a)
See also: – সিন্ধু নদীর উপনদী সম্পর্কিত প্রশ্ন
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>