Important History MCQ Questions in Bengali
প্রিয় পাঠক, আজকে আসন্ন পরীক্ষার জন্য ইতিহাস সম্পর্কিত মাল্টিপল চয়েস প্রশ্ন (Important History MCQ Questions)আলোচনা করলাম ।
ইতিহাস – মাল্টিপল চয়েস প্রশ্ন- সেট ১
1) কোন যুদ্ধের পর বাবর গাজী উপাধি লাভ করেন?
a) কাবুলের যুদ্ধ
b) পানিপথের যুদ্ধ
c) খানওয়ার যুদ্ধ
d) ঘাগড়ার যুদ্ধ
2) নিম্নলিখিত ঘটনাগুলির মধ্যে কোনটি ওয়ারেন হেস্টিংসের যুগের সাথে সম্পর্কিত নয়?
a) প্রথম অ্যাংলো-মারাঠা যুদ্ধ
b) রোহিঙ্গা যুদ্ধ
c) চৈত সিংয়ের ঘটনা
d) কলেজ হেলবারি প্রতিষ্ঠা
3) সুরসেনা মহাজনপাড়ার রাজধানী কোথায় ছিল?
a) বিরাটনগর
b) তক্ষিপ্ত
c) কাশি
d) মথুরা
4) হর্ষবর্ধন এর রাজত্বকালে, নিম্নলিখিত কোন সম্প্রদায়ের মতবাদপ্রচারের জন্য কনৌজ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল?
a) হিনানা
b) মহান আল্লাহ
c) শ্বেতাম্বর
d) এগুলোর কোনটিই নয়
5) 1923 সালে স্বরাজ পার্টি কে প্রতিষ্ঠিত করেছিল?
a) আবদুল গাফফার খান এবং ভিঠালভাই প্যাটেল
b) গান্ধীজি এবং জওহরলাল নেহরু
c) শচীন সান্যাল ও যোগেশ চ্যাটার্জি
d) মতিলাল নেহরু ও চিত্তরঞ্জন দাস
6) ভারতের কোন ভাইসরয়ের শাসনামলে ভারতের ১১টি রাজ্যে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়?
a) লর্ড লিনলিথগো
b) লর্ড মাউন্টব্যাটেন
c) লর্ড কার্জন
d) লর্ড আরউইন
7) নিম্নলিখিত গভর্নর-জেনারেলদের মধ্যে কে টিপু সুলতানের বিরুদ্ধে ট্রিপল অ্যালায়েন্স গঠন করেছিলেন?
a) ওয়ারেন হেস্টিংস
b) লর্ড কনরওয়ালিস
c) লর্ড ওয়েলেসলি
d) লর্ড উইলিয়াম বেনটিক
8) নিম্নলিখিত স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে ভারতীয় বিদ্যা ভবন প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন?
a) মদন মোহন মালব্য
b) আচার্য নরেন্দ্র দেব
c) কে এম মুন্সি
d) জে বি কৃপালিনী
9) ক্রিপসের প্রস্তাবগুলিকে কে বর্ণনা করেছিলেন “একটি ভেঙে পড়া ব্যাংকে একটি পোস্ট ডেটেড চেক” (‘a post dated cheque on a crumbling bank”)?
a) প্যাটেল
b) গান্ধীজী
c) আম্বেদকর
d) অ্যানি বেসান্ত
10) ঝাঁসি ভারতীয় রাজ্যকে, ব্রিটিশ সাম্রাজ্যের অংশ করা হয়েছিল কিভাবে?
a) সহায়ক জোট (Subsidiary alliance)এর মাধ্যমে।
b) রানী লক্ষ্মীবাঈয়ের বিরুদ্ধে যুদ্ধ করে।
c) স্বত্ববিলোপ নীতি (Doctrine of Lapse)
d) এগুলোর কোনটিই নয়
Read More: –Important facts of governor general-Do not miss out
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
Important History MCQ Questions-ব্যাখ্যা সহ উত্তর
1.c)
1527 খ্রিষ্টাব্দে খানওয়ার যুদ্ধক্ষেত্রে রানা সাঙ্গার বিরুদ্ধে বিজয়লাভের পর বাবর গাজী (বিশ্বাসের যোদ্ধা) উপাধি গ্রহণ করেন।
বাবর – প্রথম তিমুরিদ শাসক যিনি কাবুল বিজয়ের পর (1507) পাদশাহ উপাধি গ্রহণ করেন।
হুমায়ুন -নাসির-আল-দীন (বিশ্বাসের রক্ষক) উপাধি গ্রহণ করেন।
শের শাহ -1540 খ্রিস্টাব্দে কনৌজের যুদ্ধে হুমায়ুন কে পরাস্ত করে জয়লাভের পর “শের শাহ” উপাধি গ্রহণ করেন।
আকবর-জালাল-আল-দীন (বিশ্বাসের মহিমা) উপাধি গ্রহণ করেন
জাহাঙ্গীর- 1605 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবরের মৃত্যুর পর “পাদশাহ গাজী” উপাধি নিয়ে সিংহাসনে বসেন
শাহজাহান-তার রাজ্যাভিষেকের সময়, আবুল-মুজাফফর সাহেব কিরান-ই-থানি শিহাব-আল-দীন (বিশ্বাসের উল্কা) উপাধি গ্রহণ করেন।
রাজপুতানা ও দাক্ষিণাত্যে জয়লাভের পর যুবরাজ খুররমকে জাহাঙ্গীর শাহজাহান উপাধি দেন।
যখন শাহজাহান সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার বড় ছেলে দারা শিকোহ তার সিংহাসনে বসবেন, তখন তিনি তাকে শাহ বুলন্দ ইকবাল উপাধি দেন।
আকবরের মা রানী হামিদা বানু বেগমকে মরিয়ম মাকানি, জাহাঙ্গীরের মা কে মরিয়ম জামানি এবং শাহজাহানের মা কে বিলকিস মাকানি নামে ডাকা হতো।
মেহরু নিসা, জাহাঙ্গীরের সাথে তার বিয়ের পর, নুর মহল (প্রাসাদের আলো) এবং পরে নূরজাহান (পৃথিবীর আলো) উপাধিতে ভূষিত হন।
শাহজাহানের প্রিয় স্ত্রী, দারা শিকোহ, আওরঙ্গজেব এবং মুরাদের মা,কে মমতাজ মহল (প্রাসাদের সবচেয়ে বিশিষ্ট) বলা হত।
পানিপথের প্রথম যুদ্ধ (1526 খ্রিস্টাব্দে)
i)এটি ছিল প্রাচীনতম ভারতীয় যুদ্ধ যাতে গানপাউডার আগ্নেয়াস্ত্র এবং ফিল্ড আর্টিলারি ব্যবহার করা হয়েছিল।
ii)কাবুলের তৎকালীন শাসক বাবর এবং দিল্লি সালতানাতের রাজা ইব্রাহিম লোধির মধ্যে যুদ্ধ হয়েছিল।
iii)এটি পানিপথের (বর্তমান হরিয়ানা) কাছে যুদ্ধ হয়েছিল।
iv)যদিও বাবরের 8,000 সৈন্যের একটি যুদ্ধ বাহিনী ছিল এবং লোধির প্রায় 40,000 সৈন্যের সাথে 400টি যুদ্ধ হাতি ছিল ।
পানিপথের দ্বিতীয় যুদ্ধ (1556 খ্রিস্টাব্দে)
i)আকবর (মুঘল রাজবংশের শাসক) এবং মুহম্মদ আদিল শাহ (পাশতান সুরি রাজবংশের শাসক) এবং তার প্রধানমন্ত্রী হেমুর মধ্যে যুদ্ধ হয়েছিল।
Read More: –Remember Emperor Babur-related objectives easily
পানিপথের তৃতীয় যুদ্ধ (1761 খ্রিস্টাব্দে)
i)আফগান ও মারাঠাদের মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল।
ii)যুদ্ধটি উল্লেখযোগ্য ছিল কারণ এটি ভারতে মারাঠা আধিপত্যের অবসান ঘটিয়েছিল।
iii)এই যুদ্ধের সময় আফগানরা আহমেদ শাহ আবদালীর নেতৃত্বে ছিল এবং পেশোয়াদের নেতৃত্বে মারাঠারা উত্তর ভারত জুড়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল।
iv)দুই মাস ধরে যুদ্ধ চলে।
খানওয়া যুদ্ধ
i) বাবরের অধীনে মুঘল বাহিনী এবং মেওয়ারের রানা সাঙ্গ এর সঙ্গে।
ii) 1527 খ্রিস্টাব্দে 16 মার্চ এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল।
iii)যুদ্ধে রানা সঙ্গ পরাজিত হন।
iv)বাবরের বিজয় ভারতে নতুন মুঘল রাজবংশকে সুসংহত করে।
v)1527 খ্রিস্টাব্দে 16 মার্চ রাজস্থানের ভরতপুর জেলার খানওয়া নামে একটি গ্রামে যুদ্ধ হয়েছিল।
ঘাঘার যুদ্ধ
i)1529 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ লোদি (আফগান) এবং বাবরের (ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা) মধ্যে ঘাঘার যুদ্ধ হয়েছিল।
ii)লোদী বাবরের কাছে পরাজিত হন।
iii)ঘাঘার যুদ্ধ এর ফলে, উত্তর ভারতে মুঘলদের সম্পূর্ণ নিয়ন্ত্রনে চলে আসে।
চৌসার যুদ্ধ-1539 খ্রিস্টাব্দে -হুমায়ুন ও শেরশাহ এর মধ্যে সংঘটিত হয়েছিল।
কনৌজের যুদ্ধ/বিলগ্রামের যুদ্ধ-1540 খ্রিস্টাব্দে -হুমায়ুন ও শেরশাহ এর মধ্যে সংঘটিত হয়েছিল।
Read More: –Answer on Lok Sabha-You need to know quickly
2.d)
হেস্টিংস 1773 খ্রিস্টাব্দে থেকে 1785 খ্রিস্টাব্দে পর্যন্ত ফোর্ট উইলিয়াম (বেঙ্গল) প্রেসিডেন্সির গভর্নর এবং ভারতের প্রথম ডি ফ্যাক্টো গভর্নর জেনারেল ছিলেন।
ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার ১ম গভর্নর জেনারেল।
মেয়াদ – 20 অক্টোবর 1773 খ্রিস্টাব্দে – 8 ফেব্রুয়ারি 1785 খ্রিস্টাব্দে
Important History MCQ Questions-ঘটনা
i)1773 সালের নিয়ন্ত্রণ আইন (রেগুলেটিং অ্যাক্ট) প্রবর্তন করেন।
ii)বাংলার সুপ্রিম কাউন্সিল প্রতিষ্ঠিত করেন।
iii)ফোর্ট উইলিয়ামে সুপ্রিম কোর্ট অব জুডিকেচার (1774 খ্রিস্টাব্দে) প্রতিষ্ঠিত হয়।
iv)এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত (1784 খ্রিস্টাব্দে)
v)পিটস ইন্ডিয়া অ্যাক্ট (1784 খ্রিস্টাব্দে) প্রবর্তন করেন।
vi)শাহ আলম দ্বিতীয়কে মুঘল পেনশন বন্ধ করে দেন।
vii)বাংলায় দ্বৈত ব্যবস্থা বিলুপ্ত করেন (যা রবার্ট ক্লাইভ প্রবর্তন করেছিলেন ) ।
viii)ট্রেজারি মুর্শিদাবাদ থেকে কলকাতায় নিয়ে যান।
ix)জেমস অগাস্টাস হিকির বেঙ্গল গেজেট- প্রকাশিত প্রথম ভারতীয় সংবাদপত্র (1780 খ্রিস্টাব্দে)
x)প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ (1775-82 খ্রিস্টাব্দে) হয়।
xi)দ্বিতীয় অ্যাংলো-মহীশূর যুদ্ধ (1780-84 খ্রিস্টাব্দে) হয়।
xii)প্রথম রোহিলা যুদ্ধ (1773-1774 খ্রিস্টাব্দে) হয়।
xiii)রিং বেড়া (রিং ফেন্স) নীতি চালু হয়
xiv)প্রতিষ্ঠিত হয় কলকাতা মাদ্রাসা (আলিয়া বিশ্ববিদ্যালয়)
xv)কালেক্টর পদ সৃষ্টি হয়
xvi)প্রথম গভর্নর জেনারেল যিনি অভিশংসনের জন্য বিচারের মুখোমুখি হন (প্রসিকিউটেড ফর ইমপিচমেন্ট )। (প্রথম রোহিলা যুদ্ধে তার অংশগ্রহণের ফলস্বরূপ)
xvii)জমি বন্দোবস্ত উপর পরীক্ষা. (1772 খ্রিস্টাব্দে -পাঁচ বছরের বন্দোবস্ত, 1776 খ্রিস্টাব্দে 1 বছরে পরিবর্তিত)
3d)
সুরসেনা উত্তর প্রদেশের বর্তমান ব্রজ অঞ্চলের সাথে সম্পর্কিত একটি প্রাচীন ভারতীয় অঞ্চল ছিল, যার রাজধানী ছিল মথুরা। বৌদ্ধ ধর্মগ্রন্থ অঙ্গুত্তার নিকয় অনুসারে, খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীর ১৬ টি মহাজনপদগুলির মধ্যে সুরসেন অন্যতম প্রদেশের বর্তমান ব্রজ অঞ্চলের সাথে সম্পর্কিত একটি প্রাচীন ভারতীয় অঞ্চল ছিল, যার রাজধানী ছিল মথুরা। বৌদ্ধ ধর্মগ্রন্থ অঙ্গুত্তার নিকয় অনুসারে, খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীর ১৬ টি মহাজনপদগুলির মধ্যে সুরসেন অন্যতম ছিলেন। রামায়ণেও এর উল্লেখ রয়েছে।
4.b)
মহাযান বৌদ্ধধর্মের মতবাদকে সরল করে ৬৪৩ খ্রিস্টাব্দে রাজা হর্ষ কানৌজ সমাবেশের আয়োজন করেছিলেন। এতে আঠারোটি দেশের রাজা, ৩০০০ ব্রাহ্মণ ও জৈন, মহাযান ও হিনয়ন সম্প্রদায়ের ৩০০০ বৌদ্ধ সন্ন্যাসী এবং নালন্দা বিহারের ১০ বৌদ্ধ সন্ন্যাসী উপস্থিত ছিলেন।
Read More:Preamble of the Constitution-know Answers Easily –
5.d)
i)1923 খ্রিস্টাব্দে 9 জানুয়ারি মতিলাল নেহরু ও চিত্তরঞ্জন দাস স্বরাজ পার্টি গঠন করেন।
ii)এটি বিটিশ রাজের কাছ থেকে ভারতীয় জনগণের জন্য বৃহত্তর স্বায়ত্তশাসন এবং রাজনৈতিক স্বাধীনতা চেয়েছিল।
iii) সি আর দাস ছিলেন এর সভাপতি এবং মতিলাল নেহেরু ছিলেন এর সেক্রেটারি।
iv)এলাহাবাদে 1923 খ্রিস্টাব্দে মার্চ মাসে স্বরাজ পার্টি গঠিত হয়েছিল।
v)মূল উদ্দেশ্য ছিল কাউন্সিলগুলির মধ্যে ব্রিটিশ নীতির বিরোধিতা করা, সংস্কারের পক্ষে যুক্তি দেওয়া এবং এটিও প্রদর্শন করা যে এই কাউন্সিলগুলি সত্যিকারের গণতান্ত্রিক ছিল না।
vi)স্বরাজ পার্টি জাতীয় কংগ্রেসের ডিসেম্বর 1922 খ্রিস্টাব্দে -এ গয়া বার্ষিক সম্মেলনের পরে 1923 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি তে ভারতে গঠিত একটি রাজনৈতিক দল ছিল।
vii)ডাঃ সি আর দাস 1921 খ্রিস্টাব্দে স্বরাজ পতাকার ডিজাইন করেছিলেন।
স্বরাজ বলতে কী বোঝায়?
‘স্বরাজ’ মানে স্বশাসন। এটা ছিল দৃঢ়চেতা জাতীয়তাবাদীদের দ্বারা গৃহীত একটি রাজনৈতিক পন্থা। তারা পিটিশন এবং রেজুলেশনের মতো সাংবিধানিক উপায়ে ব্রিটিশদের কাছে আবেদন করার মধ্যপন্থী পদ্ধতির বিরুদ্ধে ছিল।
পূর্ণ স্বরাজের সময় সভাপতি কে ছিলেন?
রাষ্ট্রপতি জওহরলাল নেহেরু
গ্রাম স্বরাজের স্লোগান কে দেন?
মহাত্মা গান্ধী
কে প্রথম স্বরাজ বলেন?
বাল গঙ্গাধর তিলক
বাল গঙ্গাধর তিলক ছিলেন একজন ভারতীয় সমাজ সংস্কারক এবং স্বাধীনতা কর্মী। তাঁর বিখ্যাত ঘোষণা “স্বরাজ আমার জন্মগত অধিকার, এবং আমি তা পাব” ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় ভবিষ্যত বিপ্লবীদের জন্য একটি অনুপ্রেরণা হিসাবে কাজ করেছিল।
হিন্দ স্বরাজ কি ?
হিন্দ স্বরাজ বা ভারতীয় হোম রুল হল 1909 খ্রিস্টাব্দে মোহনদাস কে গান্ধী রচিত একটি বই।
কে পূর্ণ স্বরাজ দিবস ঘোষণা করেন?
1929 খ্রিস্টাব্দে ডিসেম্বরে লাহোরে কংগ্রেসের সম্মেলন শুরু হয় এবং পন্ডিত নেহেরু সম্মেলনের সভাপতি ছিলেন। তিনি এই অধিবেশনে উল্লেখ করেছেন যে আমাদের সামনে একটিমাত্র লক্ষ্য রয়েছে, তা হল পূর্ণ স্বাধীনতা। 19শে ডিসেম্বর 1929-এ INC-তে পূর্ণ স্বরাজের ঘোষণা প্রচার করা হয়েছিল।
Read More: –Important notes on Rajya Sabha: you should know
6.a) ভারত সরকার আইন 1935 অনুসারে 1936-37 খ্রিস্টাব্দে শীতকালে ব্রিটিশ ভারতে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
লর্ড লিনলিথগো তখন ভারতের ভাইসরয় ছিলেন। ১১টি প্রদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।
লর্ড লিনলিথগো: গভর্নর জেনারেল এবং ভারতের ভাইসরয় (1936-1944 খ্রিস্টাব্দে)
i)ভারত সরকার আইন 1935 (Government of India Act 1935.) ।
ii)প্রাদেশিক নির্বাচন 1937 (Provincial Elections 1937. ) ।
iii)1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু।
iv)জিন্নাহর দুই জাতি তত্ত্ব, মার্চ 1940 খ্রিস্টাব্দে (Jinnah’s Two Nations Theory, March 1940) ।
v)আগস্ট অফার 1940 খ্রিস্টাব্দে ।
vi)ব্যক্তিগত সত্যাগ্রহ 1940-41 খ্রিস্টাব্দে (Individual Satyagraha 1940-41) ।
vii)ক্রিপস প্রস্তাবনা 1942 খ্রিস্টাব্দে ।
viii)ভারত ছাড়ো আন্দোলন শুরু: আগস্ট 1942।
7.b)
i)1789 খ্রিস্টাব্দে, টিপু সুলতান ব্রিটিশ মিত্র ত্রিভাঙ্কোরের রাজাকে আক্রমণ করেছিলেন, যা হায়দারবাদের নিজাম এবং মারাঠাদের উদ্বিগ্ন করে তোলে যারা গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিসের সাথে ‘ট্রিপল অ্যালায়েন্সে’ প্রবেশ করেছিল।
Important History MCQ Questions–ঘটনা
ii)1791 খ্রিস্টাব্দে নতুন পুলিশ ব্যবস্থা (New Police System) চালু করেন ।
iii)তৃতীয় অ্যাংলো-মহীশূর যুদ্ধ হয়।
iv) সেরিঙ্গাপটমের চুক্তি,1792 খ্রিস্টাব্দে (Treaty of Seringapatam (1792 খ্রিস্টাব্দে) হয় ।
v)আপীল আদালত এবং নিম্ন শ্রেণীর আদালত স্থাপন করেন ।
vi) প্রথম সনদ আইন প্রবর্তন – 1793 খ্রিস্টাব্দে (first Charter Act – 1793 খ্রিস্টাব্দে ) ।
vii)কর্নওয়ালিস বাংলা ও ভারতের অন্যান্য অংশে ভূমি রাজস্বের স্থায়ী বন্দোবস্ত (Permanent Settlement of land revenue) চালু করেন।
8.c)
মদন মোহন মালব্য -তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের চারবার সভাপতি এবং অখিল ভারত হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা ছিলেন।
তিনি বারাণসীতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (বিএইচইউ) প্রতিষ্ঠাতা।
1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হওয়ার সময় জেবি কৃপালানি কংগ্রেসের সভাপতি ছিলেন।
9.b)
গান্ধী বলেছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ক্রিপস কর্তৃক ডোমিনিয়ন স্ট্যাটাসের প্রস্তাবটি ছিল “একটি ভেঙে পড়া ব্যাংকে আঁকা পোস্ট ডেটেড চেক” ।
10.c)
1854 খ্রিস্টাব্দে ঝাঁসিকে ব্রিটিশ সাম্রাজ্যের অংশ করা হয় ডকট্রিন অফ ল্যাপসের (Doctrine of Lapse) অধীনে, 1858 খ্রিস্টাব্দে আগে ভারতে লর্ড ডালহৌসি কর্তৃক প্রয়োগ করা একটি সংযুক্তি নীতি।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>